প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে আগামী ২৪ ও ২৫ বৈশাখ অর্থাৎ ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এ উৎসব পালিত হবে। গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য যাত্রা, লোকসংগীত, লোকনৃত্য, আদিবাসীদের গান, ময়মনসিংহ গীতিকার পালা, গ্রামীণ খেলাধুলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হতে যাচ্ছে। এ ছাড়াও বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসবের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলারও আয়োজন করা হয়েছে।  এ বিষয়ে উৎসবের দায়িত্বে থাকা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বৈশাখ মাসেই বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করতে চাচ্ছি। এতে ২৫ বৈশাখ যেহেতু রবীন্দ্র জয়ন্তী সেহেতু আমরা ২৪ এবং ২৫ বৈশাখ এর আয়োজন করতে চাচ্ছি। এ উৎসবে আমরা চেয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যারা উদ্যোক্তা আছে, পড়াশোনার পাশাপাশি যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের নিয়ে আমরা এই বৈশাখী মেলাটা করতে চেয়েছি। এ ছাড়া আমাদের গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য গ্রামীণ খেলাধুলা আমরা তুলে ধরার চেষ্টা করব। যার মধ্যে থাকবে লাঠিখেলা, যাত্রা, বিভিন্ন এলাকার গান, ময়মনসিংহ গীতিকার পালা ও আদিবাসীদের বিভিন্ন গান। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের ২৫-৩০টি স্টলের আয়োজন করার কথা হয়েছে। কিছুদিন ধরে তীব্র দাবদাহের কারণে আমাদের অনুষ্ঠানটি একটু পিছিয়ে নেওয়া হয়েছে। আমাদের সব প্রস্তুতি গ্রহণ শেষ। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলো এ অনুষ্ঠান আয়োজনে অনেক সহায়তা করছে। উল্লেখ্য, বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাতে। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ এপ্রিল এ উৎসব পালিত হয়।  
০২ মে, ২০২৪

দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যশোর ও চুয়াডাঙ্গায়
চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে যশোর ও চুয়াডাঙ্গা জেলার মধ্যে যেন প্রতিযোগিতা চলছে। বুধবার (১ মে) যশোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যশোর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ বিমান ঘাঁটি আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন এই জেলাতেও তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১২ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ রেকর্ড করা হয়েছিল। এদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৯ এপ্রিল) যশোরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪২ দশমিক ৮, সেদিন চুয়াডাঙ্গায় ছিল সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের ৩৫ বছরের ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ। আরও দুএকদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে দিনে লোকজনের উপস্থিতি কমে গেছে। তবে তিন চাকার চালকরা রয়েছেন চরম ভোগান্তিতে। শহরের গুরুত্বপূর্ণ মুজিব সড়ক, দড়াটানা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে তীব্র দাবদাহে প্রায় জনশূন্য দেখা গেছে। মানুষের উপস্থিতি যেমন কম তেমনি যানবাহনের উপস্থিতিও কম। কিছু ইজিবাইক, রিকশা দেখা গেলেও যাত্রীর অপেক্ষায় মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে চালকদের।  শহরের সিভিল কোর্ট মোড়ে ইজিবাইক রেখে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন চালক রফিকুল মণ্ডল। তিনি বলেন, ‘সকালে ৭টার দিকে গাড়ি নিয়ে বের হয়েছি। ৯টা পর্যন্ত মোটামুটি ভাড়া টেনেছি, তারপর থেকে আর যাত্রী পাওয়া যাচ্ছে না। রাস্তায় লোকজনই নেই বললেই চলে।’ শহরের বকুলতলায় বসেছিলেন রিকশাচালক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহর ফাঁকা হয়ে গেছে। এত গরমে মানুষ বের হবে কী করে? আমরা পেটের দায়ে বের হয়ে যাত্রী পাচ্ছি না। ভাড়ার রিকশা চালাই, মহাজনকে দেওয়ার মতো টাকাও এখনো হয়নি।’ গত দুসপ্তাহ ধরে যশোরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে এ বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। সেই সঙ্গে অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। টানা প্রায় ২০ দিন চুয়াডাঙ্গা জেলা তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। তীব্র রোদ আর রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভূমির তাপমাত্রা। অতি তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ ও প্রাণীজগত।
০১ মে, ২০২৪

তীব্র গরমে যবিপ্রবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা
দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে অফিস চলবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৪ এপ্রিল) ও রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে এবং অফিসসমূহ খোলা থাকবে।  উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ এপ্রিল)সহ সাপ্তাহিক ছুটি শুক্রবার (২৬ এপ্রিল) ও শনিবার (২৭ এপ্রিল) জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আগেই ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে হিসাবে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা।
২৩ এপ্রিল, ২০২৪

যবিপ্রবির বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাকারিয়া, সম্পাদক নিলুফা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাকারিয়া হাবিব জিম এবং সাধারণ সম্পাদক নিলুফার মাহারুফ মিম নির্বাচিত হয়েছেন।  শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের ২০১নং কক্ষে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও নির্বাচন কমিশনার ড. অভিনু কিবরীয়া ইসলাম এবং ড. মো. আশরাফুজ্জামান জাহিদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহসভাপতি (প্রশাসনিক) তানজিদ মাহমুদ মাহিন, সহসভাপতি (পরিকল্পনা) সাদিয়া আফরিন, সহসাধারণ সম্পাদক (প্রশাসনিক) নাফিসা তাসনিম ঐশী, সহসাধারণ সম্পাদক (পরিকল্পনা) আবদুল্লাহ আল নোমান, সহকারী সাধারণ সম্পাদক (দপ্তর ও উচ্চশিক্ষা) আব্দুল আহাদ সৈকত, কোষাধ্যক্ষ দোলেনুর করিম,পরিচালক (পরিকল্পনা ও পরামর্শ)আব্দুল্লাহ আল মামুন অনিক, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) ফারহানা ইয়াসমিন, পরিচালক (অভ্যন্তরীণ বিষয়ক) অর্পিতা সাহা, পরিচালক (বহিরাগত) ফারিয়া বিনতে ফারুক, পরিচালক (ডিজাইন ও কন্টেন্ট রাইটিং) আবিদ হাসান, পরিচালক (মিডিয়া ও কমিউনিকেশন) তানজিম হাসান, পরিচালক (ইভেন্ট সমন্বয়কারী) জ্যোতিরণ মন্ডল জয়। এ ছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন বিক্রমজিৎ বিশ্বাস, মো. মোহাইমিনুল ইসলাম মেহরাব, মো. সোহাগ হাসান, ফরিদ আহমেদ।
২১ এপ্রিল, ২০২৪

যবিপ্রবিতে সোলার প্যানেলের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ
সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ে আসা সোলার প্যানেলের ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কতিপয় শিক্ষার্থীদের বিরুদ্ধে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শিক্ষার্থীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টর বডির উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে। জানা যায়, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য বুধবার চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু ৫টি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলে আটকে দেওয়া হয়। পরে ২টি ট্রাক বিশ্ববিদ্যালয়ে রেখে বাকি ৫টি ট্রাক যশোরে এক বাস টার্মিনালে অবস্থান করে। এরপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে যবিপ্রবি উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সোলার প্যানেল আনলোড করে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য টেন্ডার নেওয়া থেকে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সোলার প্যানেল নিয়ে আসা হচ্ছে। কিন্তু বুধবার মধ্যরাতে জানতে পারি মোট ১২টি ট্রাক এর মধ্যে ৫টি ট্রাক কোম্পানি আনলোড করতে পেরেছে। বাকি ৭টি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা আটকে রেখে চাঁদা দাবি করা হয়। তাই আজ সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দেই। বিশ্ববিদ্যালয়ের এইসকল ভালো কাজে যদি এইরকম বাধা আসে তাহলে এইটা অনেক দুঃখজনক। এই প্রজেক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৬ শতাংশ বিদ্যুৎ খরচ কমে যাবে। যারা এসব অপকর্মে জড়িত ছিল তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। ভবিষ্যতে যদি তারা আবার কাজে বাধা দেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ, গত বছরের জুনে যবিপ্রবি ও সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে দৈনিক প্রায় ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে কোম্পানিটি।
১৮ এপ্রিল, ২০২৪

খুবিতে যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ‘শিষ্ট মানুষ মিষ্ট ভাষা, সৌহার্দ্য ও সম্প্রীতির টানে কাছে আসা, যশোর জেলা আমাদের বাসা’ এ স্লোগানকে সামনে রেখে সকলের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. আল শাহরিয়ারকে সভাপতি ও ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের প্রথম কমিটি গঠনের মাধ্যমে যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবির, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস.এম. ফিরোজ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো.সালাহউদ্দিন মিনা, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বেনোজির আহমেদ, আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রিপন কুমার পাল, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অনির্বান মল্লিক ও শাপলা সিংহ এবং একই ডিসিপ্লিনের প্রভাষক চিত্রম সেন অনিক। অনুষ্ঠানে যশোর জেলার শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিরা বলেন,আমরা চাই যশোর জেলার ছাত্রছাত্রীরা পড়ালেখা করে এ দেশের উপকারে আসবে। সঠিক মানুষ হয়ে গড়ে উঠবে। যশোরের মানুষরা এগিয়ে যাচ্ছে। সামনে আরো এগিয়ে যাবে। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের যশোর জেলার বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
০২ এপ্রিল, ২০২৪

যবিপ্রবির ড. ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হলেন উপাচার্য আনোয়ার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ড. এমএ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রোববার (১ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সাইবুর রহমান মোল্যা এর ড. এমএ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ‘পরিচালক’ হিসেবে অতিরিক্ত দায়িত্বের মেয়াদ ৩০ মার্চ ২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ণ  হতে অবসান করা হলো। উক্ত ইনস্টিটিউটের ‘পরিচালক’ হিসেবে ৩১ মার্চ ২০২৪ খ্রি. তারিখ পূর্বাহ্ণ  হতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। উল্লেখ্য, এর আগে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সাইবুর রহমান মোল্যা এ ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে ছিলেন।
০১ এপ্রিল, ২০২৪

ছুটির আগেই ক্যাম্পাস ছাড়ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদুল ফিতরের ছুটি এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঈদের ছুটির আগেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন যবিপ্রবিয়ানরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ চলবে আরও এক সপ্তাহ।   শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানে পরিবার থেকে দূরে থাকা অনেক কষ্টসাধ্য। সেহরি ও রাতের খাবার বিভিন্ন সময়ে না পাওয়ায় অনেক সময় না খেয়েই রোজা রাখতে হয়েছে, এর মধ্যে আবার ক্লাস টেস্ট, ল্যাব ফাইনালসহ নানান একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। তা ছাড়া যাত্রাপথে ভিড় ও হয়রানি এড়াতে অনেক শিক্ষার্থীই আগাম টিকিট কেটে রেখেছেন। সবমিলিয়ে ছুটির আগেই ক্যাম্পাস ছাড়ছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অগ্রিম ছুটে যাচ্ছেন বাড়ির দিকে। ছুটির আগেই বাড়ি যাওয়ার বিষয়ে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী সেফা খানম বলেন, পৃথিবীতে প্রত্যেক মানুষের সবথেকে প্রিয় শব্দটি হলো ‘আনন্দ’। কেউবা সুখে থাকলে আনন্দ প্রকাশ করে, কেউবা কোনো আকাঙ্ক্ষার জিনিস পেয়ে গেলে আনন্দ প্রকাশ করে। আবার অনেকে প্রিয় মানুষকে কাছে পেলে আনন্দ প্রকাশ করে আত্মহারা হয়ে যায়। প্রিয়জন শব্দটা বলতেই আমরা বুঝি কাছের মানুষ। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ আমার মা-বাবা। মায়ের কোল, বাবার মুখের হাসি একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতিকে অনুভব করতে আমরা সবাই ছুটছি প্রিয়জনের কাছে। কতিপয় সুখের খোঁজে, আব্বু, আম্মু, ভাইবোনকে নিয়ে ঈদ উপভোগ করতে।    ক্যাম্পাস থেকে প্রথমবার ঈদে বাড়ি ফেরার অনুভূতি প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. রকিবুল হাসান বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আনন্দ-অনুভূতি-আবেগ যেটাই বলি না কেনো লিখে প্রকাশ করা অসম্ভব। এ আনন্দের মাঝে রয়েছে বাড়ি ফেরার প্রবল ব্যাকুলতা। প্রত্যেকেই চাই পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো কাটাতে। তবে ছাত্রজীবনে ঈদ ছাড়া দীর্ঘ সময়ের ছুটি পাওয়া বিরল। এ জন্য গুনতে থাকি অপেক্ষার প্রহর কখন বাড়ি পৌঁছাব, কখন মায়ের আঁচল-স্নেহ পাব। ঈদের আনন্দ ছড়িয়ে যাক পুরো পৃথিবীতে।
২৯ মার্চ, ২০২৪

যশোর থেকে অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার
যশোরের কেশবপুরে মাধ্যমিক বিদ্যালয়েরে এক ছাত্রী মাসখানেক আগে অপহরণের শিকার হয়। তাকে গত মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। সে সময় অপহরণে জড়িত রাকিবুল হাসান ওরফে রাজুকেও গ্রেপ্তার করে র‌্যাব-৩। গতকাল এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩-এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি শামীম হোসেন। তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী সাইকেল চালিয়ে কোচিংয়ে যাচ্ছিল। সাতাইশকাটি মোড় এলাকায় এলে রাকিবুল ও তার সহযোগী মিলন হোসেন, তানভীর টিপুসহ কয়েকজন মিলে একটি সাদা প্রাইভেটকার নিয়ে গতিরোধ করে মেয়েটিকে গাড়িতে তুলে নেয়। কোচিং শেষে ওই শিক্ষার্থী বাড়ি না ফেরায় শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে পরিবার। তখন জানতে পারে মেয়েটি কোচিংয়ে যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলের পাশে তার সাইকেলটি পড়ে থাকতে দেখে। সে সময় এক পথচারী তাদের অপহরণের বিষয়টি জানায়। পরবর্তী সময়ে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে যশোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ অপহরণের অভিযোগ করেন।
২৮ মার্চ, ২০২৪

আইনি লড়াইয়ে জিতে ডিনের দায়িত্বে ফিরলেন ড. শিরিন
অবশেষে হাইকোর্টের রায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার।  হাইকোর্টের রায়ের পর সোমবার (১৮ মার্চ) যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব দেওয়া হয়।  ড. শিরিন নিগার জানিয়েছেন, এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিন হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এর রিট পিটিশন নং-৯৯৮২ এর ২০২৩ এর পরিপ্রেক্ষিতে বাদীপক্ষের আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায়সংক্রান্ত প্রত্যয়নের প্রেক্ষিতে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারকে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি পূর্বাহ্ন হতে পরবর্তী দুই বছরের জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো।  হাইকোর্টের রায় প্রসঙ্গে রিট পিটিশন দাখিলকারী ড. শিরিন নিগারের আইনজীবী অ্যাড. মোস্তফা গোলাম কিবরিয়া জানান, গতবছর ২৩ জুলাই যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পরিবেশবিজ্ঞান বিভাগের ড. মাহফুজুর রহমানকে নিয়োগ করে রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করে। কিন্তু বিধান অনুযায়ী, ডিন নিয়োগ পাওয়ার কথা পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারের। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিন নিয়োগ দেওয়ায় ড. শিরিন নিগার যবিপ্রবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ৭ আগস্ট তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত ১০ আগস্ট হাইকোর্টে তার রিটের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত রুল জারি করেন। রিটের আদেশে আদালত ‘ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেওয়া হবে না’-এর জবাব দেওয়ার নির্দেশ দেন। যবিপ্রবির জবাবের পর গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. বজলুর রহমান যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ড. মাহফুজুর রহমানের নিয়োগ অবৈধ ঘোষণা করেন এবং ডিন হিসেবে ড. শিরিন নিগারকে নিয়োগের নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের প্রত্যয়ন হওয়ার পর ১৮ মার্চ যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিন হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। মহামান্য হাইকোর্টের দেওয়া রায়ে আমি খুবই খুশি। এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ন্যায়বিচার নিশ্চিত করবে এবং কখনো কোনো শিক্ষককে অধিকার আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে হবে না। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ডিনের দায়িত্ব প্রদান করায় যবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
১৯ মার্চ, ২০২৪
X