ঢাকায় সমাবেশ করবে বিএনপি ও যুবদল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদল। গতকাল মহানগর দক্ষিণ বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ১০ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি। ওইদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। পরে বিকেলে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য দেন মোনায়েম মুন্না। তিনি বলেন, সরকার জনগণের অবস্থা দুর্বিষহ করে তুলেছে। ব্যাংকিং খাত, আর্থিক খাতসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। এজন্য সরকারকে বিদায়ে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
০৭ মে, ২০২৪

ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে যুবদল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামী ১১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি। সোমবার (৬ মে) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। পরে বিকেলে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোনায়েম মুন্না। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।   সভায় মোনায়েম মুন্না বলেন, সরকার জনগণের অবস্থা দুর্বিষহ করে তুলেছে। ব্যাংকিং খাত, আর্থিক খাতসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা। মেগা প্রজেক্টের নামে চলছে মেগা দুর্নীতি। এ অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন, বিএনপির সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রাম। যুবদল তারেক রহমানের আদর্শের ভ্যানগার্ড। তার নির্দেশনাকে কাজে লাগিয়ে এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকবে। যুবদল একটি শক্তিশালী সংগঠন। এই সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।   যুবদল সাধারণ সম্পাদক বলেন, যুবদল শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দুর্বলতা মনে করে, তাহলে ভুল করবে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে বিএনপি-যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে কারাবন্দি করছে। বিরোধী মতধারীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আসলে ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই সরকার এগুলো করছে। তবে জনগণের কাছে, তাদের আন্দোলনের কাছে সরকারকে পরাজয় বরণ করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় (ভার্চুয়ালি) এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, মাহফুজার রহমান, সাখাওয়াত হোসেন চয়ন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পি, সহসম্পাদক পার্থদেব মন্ডল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, এম এ গাফফার প্রমুখ নেতৃবৃন্দ।  
০৬ মে, ২০২৪

ঢাকা বিভাগের জরুরি সাংগঠনিক সভা ডেকেছে যুবদল
ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।  আগামীকাল সোমবার দুপুর ১২টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রোববার (৫ মে) সংগঠনের দপ্তর সম্পাদক কামরুজামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, গাজীপুর জেলা ও মহানগর, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, মুন্সীগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং নরসিংদী জেলাসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী ১১ মে (শনিবার) ঢাকায় যুব সমাবেশ করবে যুবদল। সেই সমাবেশ সফলের লক্ষ্যে আগামীকাল ঢাকা বিভাগের সকল জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে জরুরি এই সাংগঠনিক সভা আহ্বান করেছে সংগঠনটি।  এদিকে, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলছি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যমে দিবসের মূল প্রতিপাদ্য কি? সেটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হলো অর্জিত গণতন্ত্র। গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালনও করছে। কাজেই সে গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, যদি মানুষের মুক্ত চিন্তা-বিকাশের কোনো সুযোগ না থাকে, যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, তাহলে কোনো স্বাধীনতা থাকে না।  তিনি বলেন, রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডানেও যেতে পারে না, বায়েও যেতে পারে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী চলতে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না।  তিনি আরও বলেন, আজকে এ কথা আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শে সৃষ্টি হয়েছিল সে গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদমাধ্যম। সে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের প্রতিজ্ঞা।
০৫ মে, ২০২৪

উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে পদ হারালেন যুবদল নেতা
উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে পদ হারিয়েছেন যুবদল নেতা শাফায়েত আজিজ রাজু। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাফায়েত আজিজ রাজুকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২ মে) দলীয় সিদ্ধান্ত না মেনে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশ তার কাছে পাঠানো হয়। এ ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে কেন নির্বাচনে অংশ নিলেন, তা জানাতে রাজুকে লিখিত বা খুদেবার্তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে একই অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এর আগে বিএনপি থেকে মনোনীত দুই প্রার্থী চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও বিএনপি নেতা রাজু তার প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়ে ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
০৩ মে, ২০২৪

টুকুর মুক্তির দাবিতে কর্মসূচি দিল যুবদল
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের সব জেলা ও মহানগরে এবং পর দিন বুধবার (১ মে) দেশের সব উপজেলা ও পৌরশাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, যুবদলের প্রাণপুরুষ সুলতান সালাউদ্দিন টুকুর আন্দোলনের বিভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন রকম কুটকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা কল্পিত গায়েবি মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। টুকুর অপরাধ তিনি এ দেশের গণতন্ত্রহীন যুবসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের যুবসমাজকে একত্রিত করে ভোটাধিকার বঞ্চিত তরুণ সমাজের ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে দাবি আদায়ে রাজপথে সরব থাকেন। যুবদল সভাপতি ব্যাংক ডাকাত, ভূমিদস্যু, বিদেশে টাকা পাচারকারী, ধর্ষকদের বিচার দাবি করেন। যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যুবদল এ দেশের কোটি যুবকের গণতান্ত্রিক যুব সংগঠন, একজন টুকুকে গ্রেপ্তার করে যুবদলের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। গত দুই দশক ধরে যুবদলের ওপর স্বৈরাচারী সরকার গুম, খুন, জেল জুলুমসহ এমন কোনো নিপীড়ন নেই যা করেনি। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আদায়ের দাবি থেকে আমাদের ফিরাতে পারেনি। দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্যাতন করা হচ্ছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রাপ্তি থেকে এই সরকার বঞ্চিত করছে। অন্যদিকে সাজাপ্রাপ্ত কুখ্যাত ব্যাংক ডাকাত, খুনিরা রাষ্ট্রের সব সুবিধা পাচ্ছে। দেশ এভাবে চলতে পারে না, পারবে না, চলতে দেওয়া হবে না। গণতন্ত্রবঞ্চিত, ভোটবঞ্চিত যুব ও তরুণ সমাজের চলমান আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারের পতন ঘটানো হবে।
২৯ এপ্রিল, ২০২৪

যুবলীগ কর্মীর পায়ের রগ কাটল যুবদল নেতা 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি ঘর বিক্রির টাকা ফেরত চাওয়ায় আয়নাল হক নামের এক যুবলীগ কর্মীর পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা ও ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে। সোমবার (১৫ এপ্রিল) গভীর রাতে কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আয়নাল উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি এলাকার ছেলে। সে কাকিনা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী। অভিযুক্ত রমজান আলী কাকিনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। জানা গেছে, ইউপি সদস্য রমজান আলী ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্মিত প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘর ভূমিহীন মানুষের নিকট বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সোমবার ঘর না পাওয়া একজন ইউপি সদস্য রমজান আলীর কাছে টাকা ফেরত চায়। এতে ক্ষিপ্ত হয়ে রমজান ও তার বাহিনী যুবলীগ কর্মী আয়নালের ওপর হামলা করে তাকে হাতুরি ও বল্লম দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় আহত আয়নালকে স্থানীয়রা উদ্বার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বতর্মানে আয়নাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় গড়ে তুলেছেন ‘রমজান বাহিনী’ নামে সন্ত্রাসী বাহিনী। এই রমজান বাহিনী চরের জমিদখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেই প্রাথমিক তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭ এপ্রিল, ২০২৪

পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪
বগুড়ায় পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন আহত হন। ককটেলের আঘাতে তাদের দুজনেরই পা ও মুখে জখম হয়। ঘটনার পর দিন শুক্রবার উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নামে থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সাজু হোসেন, রিকি রহমান রুকু, দুলাল হোসেন মণ্ডল এবং কবির আকন্দ। চারজনের মধ্যে কবির আকন্দ এজাহারভুক্ত এবং অন্য তিনজন সন্দেহভাজন আসামি। আহত কনস্টেবল মাহবুব হোসেন জানান, শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) একজন নারী জাতীয় পরিষেবা ৯৯৯-এ ফোন করে জানান তাকে আটকে রেখে মারধর করা হচ্ছে। এ খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করতে গেলে ওই যুবকের সঙ্গে থাকা আরও দুই যুবক পুলিশের ওপর পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে তিনি ও এএসআই রশিদ আহত হন। পরে তাদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে সাজু হোসেন বগুড়া শহর যুবদলের ২নং ওয়ার্ডের সদস্য সচিব এবং অন্যরা যুবদল কর্মী। সাজুসহ তিনজনের নাম এজাহারে নেই, তারপরও পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের এই মামলায় গ্রেপ্তার করেছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
১৫ এপ্রিল, ২০২৪

পিতৃত্ব অস্বীকার করায় যুবদল নেতা কারাগারে
ঝালকাঠিতে যুবদল নেতা হিরন মৃধাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পিতৃত্ব অস্বীকার ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে বাদী নাবালক পুত্র মো. আব্দুল্লাহ মৃধার পক্ষে মা আয়েশা আক্তার সুমা রাজাপুর সহকারী ও পারিবারিক আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় গত ১৮ মার্চ আদালত যুবদল নেতা হিরন মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের কুমারপট্টিতে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৬ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত। বাদীপক্ষ ও মামলার বিবরণে জানা গেছে, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের  নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে আয়েশা আক্তার সুমার সঙ্গে ২০২০ সালের ১২ অক্টোবর বিয়ে হয় মো. মোকছেদ আলী মৃধার ছেলে যুবদল নেতা হিরন মৃধার। তবে মাত্র দু’মাস সংসার করার পর একই বছর ৭ ডিসেম্বর হিরন মৃধার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু এরই মধ্যে স্ত্রী আয়েশা আক্তার সুমা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২০২১ সালের ২০ আগস্ট সাবেক ওই দম্পতির ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় মো. আব্দুল্লাহ মৃধায়। তবে হিরন মৃধাকে বারবার সংবাদ পাঠানো সত্ত্বেও তিনি ছেলে কোনো খোঁজখবর বা ভরণপোষণ দেননি। একপর্যায়ে সন্তানকে অস্বীকার করায় গত ২২ সেপ্টেম্বর খোরপোষের দাবিতে আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৯ নভেম্বর রাজাপুর সহকারী ও পারিবারিক আদালত হিরন মৃধাকে দোষী সাবস্ত্য করে ছেলে মো. আব্দুল্লাহ মৃধার পক্ষে ১ লাখ ৩৫ হাজার টাকা ডিক্রি ঘোষণা করে রায় প্রদান করেন। আদালতের রায় পালন না করায় বাদীপক্ষ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি একই আদালতে ডিক্রি জারি (নং-২/২৪ইং) মামলা করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী নাবালক হওয়ায় তার পক্ষে মা আয়েশা আক্তার সুমা বলেন, বিবাহবিচ্ছেদ হওয়ার আগে আমার গর্ভে সন্তান ছিল। ছেলে জন্মের পরে তাকে বিভিন্ন মাধ্যমে বহুবার জানানো হলেও সে সন্তানের কোনো খোঁজখবর বা ভরণপোষণ দেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি।
২৮ মার্চ, ২০২৪

জনগণের দাবিতে বিএনপি আন্দোলন করছে : যুবদল সভাপতি 
জনগণের দাবিতে বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।  সোমবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন তিনি।  যুবদলের সভাপতি বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সার্বভৌমত্ব অনেক দুর্বল অবস্থার মধ্যে আছে, দুর্বল হয়ে গেছে। আজকে দেশের মানুষ কথা বলতে পারে না, দেশের মানুষ তার যে ন্যায্য অধিকার সেই অধিকারের কথা বলতে পারে না। তিনি বলেন, দেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। তারা উৎসবমুখর পরিবেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। জনগণের এই দাবিতে বিএনপি আন্দোলন করছে।    যুবদল সভাপতি বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত দিয়ে, তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। টুকু বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মাহবুবুল হাসান পিংকু, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন মামুন, মেহবুব মাসুম শান্ত, পার্থদেব মন্ডল প্রমুখ। 
২৫ মার্চ, ২০২৪
X