রাজধানীর বসিলায় অত্যাধুনিক শপিংমল করবে রূপায়ণ সিটি
দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের বসিলায় রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের একটি শপিংমল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপর পক্ষে ইমরান হোসেন ও ইজাজুল ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন এবং অন্য অতিথিরা। এ সময় এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিংমল ম্যাক্সাস-দ্য মল অব বাংলাদেশ নির্মাণকাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিংমল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যাব আমরা। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারবদ্ধ।
০৬ মে, ২০২৪

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত
বৈশাখের এই দাবদাহে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বর্ণিল আয়োজনে উদযাপন করছে 'সামার ফেস্ট-২০২৪'। প্রিমিয়াম মেখাগেটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরায়' রূপায়ণ গ্র্যান্ড এর সুইমিং পুল সংলগ্ন ব্লক-বি লাউঞ্জে ২৬ ও ২৭ এপ্রিল ২০১৪ তারিখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে এ 'সামার ফেস্ট- ২০২৪'। আনন্দঘন এই অনুষ্ঠানে 'রূপায়ণ সিটি' এর সম্মানিত ক্লায়েন্টবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন। 'রূপায়ণ সিটি' ব্র্যান্ড সব সময়েই দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আর তারই ধারাবাহিকতায় 'সামার ফেস্ট' এর অংশ হিসেবে রয়েছে বাংলার চিরায়ত বাউল সংগীত ও বিশেষ কবিতা আবৃতির আসর। 'ব্রেক দ্য স্কয়ার ফিট স্টোরি' এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি- রূপায়ণ সিটি উত্তরা। দেশীয় সংস্কৃতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে 'রূপায়ণ সিটি' ভবিষ্যতেও আরও বিভিন্ন আনন্দমুখর উৎসব আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ এপ্রিল, ২০২৪

রূপায়ণ সিটি উত্তরাতে ক্রিমসন কাপের উদ্বোধন
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির রূপায়ণ সিটি উত্তরায় জীবন ধারায় আরেকটি পালক যুক্ত হলো। আন্তর্জাতিক আমেরিকার ব্র্যান্ড ক্রিমসন কাপ চালু হলো রূপায়ণ সিটি উত্তরায়। বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ক্রিমসন কাপ আউটলেট উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান, সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ সিটি সিইও এম মাহবুবুর রহমান। কফির পাশাপাশি তারা পেস্ট্রি ও ফাস্টফুড  আইটেম বিক্রি করবে। কফিপ্রেমীরা উচ্ছ্বাসের সঙ্গে নতুন আউটলেটে ভিড় জমিয়েছিলেন। অতিথিরা সুস্বাদু কফি, মজাদার পেস্ট্রি এবং আরও অনেক কিছুর স্বাদ এখান থেকে গ্রহণ করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে মাহির আলী খাঁন রাতুল বলেন, বাংলাদেশে গেটেড কমিউনিটির বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ আসতে পারে, আজকে আমরা ক্রিমসন কাপ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ এ মেসেজটা দিতে চাই। শুধু কমার্শিয়াল প্লেসে নয় রেসিডেন্সিয়াল এরিয়াতেও চেঞ্জ শপগুলো আসতে পারে তার একটি উদাহরণ। অন্যদিকে ক্রিমসন কাপ কো ফাউন্ডার সারফরাজ আনোয়ার উপল বলেন, বাংলাদেশে এটি ১৫তম আউটলেট। অন্যান্য আউটলেটগুলোতে স্বচ্ছ স্বাদ যেমন পাবেন ঠিক এখানে একই রকমই পাবেন। খাবারের স্বাদ নিয়ে কোন কম্প্রোমাইজ হবে না। আপনারা সকলে আসবেন, খাবেন এবং আমাদেরকে রিভিউ দিবেন। যাতে আমরা আপনাদের সুপরামর্শ নিয়ে এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্রিমসন কাপের জেনারেল ম্যানেজার (জিএম) অপারেশন আব্দুল রকিব পলাশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তারা।
২৮ মার্চ, ২০২৪

রূপায়ণ সিটি উত্তরায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখা স্থাপনের চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ন সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মাননীয় চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল,  পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এসময়  রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, `রূপায়ন সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সাথে দ্বিতীয় ক্যাম্পাস এর জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।'  রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, `ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুইটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।' ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, `রূপায়ন সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ন গ্রুপের সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রিমিয়াম মেগা গেটেড সিটির প্রথম স্কুল এ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ১ বছরের বেশি সময় ধরে, এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রূপায়ণ সিটি উত্তরাতে অবস্থিত দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো।  গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সাথে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।
১৫ ডিসেম্বর, ২০২৩

রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।   অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সাথে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে, তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি, এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ণ গ্রুপের সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রিমিয়াম মেগা গেটেড সিটির প্রথম স্কুল এ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ১ বছরের বেশি সময় ধরে, এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রূপায়ণ সিটি উত্তরাতে অবস্থিত দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো। গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সাথে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।
১৫ ডিসেম্বর, ২০২৩

স্মার্ট গেটেড কমিউনিটি নিয়ে এলো রূপায়ণ সিটি
এবার দেশের প্রথম স্মার্ট গেটেড কমিউনিটি গড়ে তুলবে রূপায়ণ সিটি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত হবে এই প্রকল্প ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি।’ বৃহৎ এই প্রকল্পের কনসালটেন্সির সঙ্গে যুক্ত হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্ট প্রফেসর রফিক আজমের আর্কিটেকচারাল ফার্ম সাতত্য ও মালয়েশিয়ান আর্কিটেকচারাল ফার্ম আর্কিসেন্টার এসডিএন. বিএইচডি.।  রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের পক্ষে কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও সাতত্য এর পক্ষে আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম এবং আর্কিসেন্টার এসডিএন. বিএইচডির. পক্ষে ড. তান লোকমান চুক্তিতে স্বাক্ষর করেন।  অনুষ্ঠানে অন্যানের মধ্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান, রূপায়ণ নর্থ সাউথ সিটি প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হামিদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আলোকে সাতত্য এবং আর্কিসেন্টার একটি অত্যাধুনিক স্মার্ট সিটি গড়ে তুলতে রূপায়ণ নর্থ সাউথ সিটির সকল প্রকার মাস্টার প্লান আর্কিটেকচারাল স্ট্রাকচারাল, এমইবি, ল্যান্ড স্কেপিং, লাইটিং সহ সকল প্রকার ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করবেন। এ সময় আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম বলেন, অতি নির্মাণের মধ্য দিয়ে প্রকৃতির ক্ষতি হচ্ছে। যা কমাতে আমাদের পরিকল্পিত আবাসন প্রকল্প নির্মাণ করতে হবে। যার মাধ্যমে অনেক জায়গা সাশ্রয়ের করে খোলা যায়গা তৈরি করা সম্ভব। আর ভবিষ্যত প্রজন্মের জন্য এই কাজটিই করছে রূপায়ণ সিটি। তাই নির্দিধায় বলা যায়, প্রতিষ্ঠানটির ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’ প্রকল্পে আগামী প্রজন্ম শারীরিক ও মানুষিকভাবে স্বাস্থ্যবান হবেন এবং দেশের সম্পদে পরিণত হবেন।  আর্কিসেন্টারের ড. তান লুকমান বলেন, সম্পূর্ণ স্মার্ট ও গ্রীণ সিটি নির্মাণের জন্য রূপায়ণ নর্থ সাউথ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে রূপায়ণ নর্থ সাউথ সিটি প্রকল্পে আমরা কাজ করব।  রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশের সঙ্গে তালমিলিয়ে এবার প্রথম স্মার্ট মেগা গেটেড সিটি ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’ গড়ছে রূপায়ণ সিটি। এই কনসালটেনন্সি চুক্তির মাধ্যমে বাংলাদেশের আবাসন খাতের ইতিহাস রচিত হয়েছে।  রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে নির্মিত হচ্ছে স্মার্ট সিটি ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি।’ আমরা প্রত্যাশা করছি সুপরিকল্পিত এই স্মার্ট মেগা গেটেড কমিউনিটিতে দেশি-বিদেশি নাগরিকেরা বসবাস করবেন। আর তাই রূপায়ণ নর্থ সাউথ সিটির সফল বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ স্থানীয়ের পাশাপাশি বিদেশি আর্কিটেকচারাল কনসালটেন্ট যুক্ত করা হয়েছে।     পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশেই স্পর্টস কপ্লেক্স সংলগ্ন এন ব্লকে নতুন এই আন্তর্জাতিক মানের লাক্সারি সিটি নির্মিত হবে। আধুনিক শহরের পরিকল্পনা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের জন্য এক নৈস্বর্গিক আবাসন হবে ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’।  
২৬ নভেম্বর, ২০২৩
X