বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট গেটেড কমিউনিটি নিয়ে এলো রূপায়ণ সিটি

দেশের প্রথম স্মার্ট গেটেড কমিউনিটি গড়ে তুলবে রূপায়ণ সিটি। ছবি : কালবেলা
দেশের প্রথম স্মার্ট গেটেড কমিউনিটি গড়ে তুলবে রূপায়ণ সিটি। ছবি : কালবেলা

এবার দেশের প্রথম স্মার্ট গেটেড কমিউনিটি গড়ে তুলবে রূপায়ণ সিটি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত হবে এই প্রকল্প ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি।’ বৃহৎ এই প্রকল্পের কনসালটেন্সির সঙ্গে যুক্ত হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্ট প্রফেসর রফিক আজমের আর্কিটেকচারাল ফার্ম সাতত্য ও মালয়েশিয়ান আর্কিটেকচারাল ফার্ম আর্কিসেন্টার এসডিএন. বিএইচডি.।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের পক্ষে কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও সাতত্য এর পক্ষে আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম এবং আর্কিসেন্টার এসডিএন. বিএইচডির. পক্ষে ড. তান লোকমান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান, রূপায়ণ নর্থ সাউথ সিটি প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল হামিদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আলোকে সাতত্য এবং আর্কিসেন্টার একটি অত্যাধুনিক স্মার্ট সিটি গড়ে তুলতে রূপায়ণ নর্থ সাউথ সিটির সকল প্রকার মাস্টার প্লান আর্কিটেকচারাল স্ট্রাকচারাল, এমইবি, ল্যান্ড স্কেপিং, লাইটিং সহ সকল প্রকার ডিজাইন সংক্রান্ত সেবা প্রদান করবেন।

এ সময় আর্কিটেক্ট প্রফেসর রফিক আজম বলেন, অতি নির্মাণের মধ্য দিয়ে প্রকৃতির ক্ষতি হচ্ছে। যা কমাতে আমাদের পরিকল্পিত আবাসন প্রকল্প নির্মাণ করতে হবে। যার মাধ্যমে অনেক জায়গা সাশ্রয়ের করে খোলা যায়গা তৈরি করা সম্ভব। আর ভবিষ্যত প্রজন্মের জন্য এই কাজটিই করছে রূপায়ণ সিটি। তাই নির্দিধায় বলা যায়, প্রতিষ্ঠানটির ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’ প্রকল্পে আগামী প্রজন্ম শারীরিক ও মানুষিকভাবে স্বাস্থ্যবান হবেন এবং দেশের সম্পদে পরিণত হবেন।

আর্কিসেন্টারের ড. তান লুকমান বলেন, সম্পূর্ণ স্মার্ট ও গ্রীণ সিটি নির্মাণের জন্য রূপায়ণ নর্থ সাউথ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে রূপায়ণ নর্থ সাউথ সিটি প্রকল্পে আমরা কাজ করব।

রূপায়ণ সিটি উত্তরার সিইও এম. মাহবুবুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশের সঙ্গে তালমিলিয়ে এবার প্রথম স্মার্ট মেগা গেটেড সিটি ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’ গড়ছে রূপায়ণ সিটি। এই কনসালটেনন্সি চুক্তির মাধ্যমে বাংলাদেশের আবাসন খাতের ইতিহাস রচিত হয়েছে।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে নির্মিত হচ্ছে স্মার্ট সিটি ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি।’ আমরা প্রত্যাশা করছি সুপরিকল্পিত এই স্মার্ট মেগা গেটেড কমিউনিটিতে দেশি-বিদেশি নাগরিকেরা বসবাস করবেন। আর তাই রূপায়ণ নর্থ সাউথ সিটির সফল বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ স্থানীয়ের পাশাপাশি বিদেশি আর্কিটেকচারাল কনসালটেন্ট যুক্ত করা হয়েছে।

পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশেই স্পর্টস কপ্লেক্স সংলগ্ন এন ব্লকে নতুন এই আন্তর্জাতিক মানের লাক্সারি সিটি নির্মিত হবে। আধুনিক শহরের পরিকল্পনা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের জন্য এক নৈস্বর্গিক আবাসন হবে ‘রূপায়ণ নর্থ সাউথ সিটি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১০

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১১

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১২

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৪

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৫

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১৬

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৮

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৯

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

২০
X