হ্যাটট্রিক করেই চলেছেন রোনালদো
মেজর সকার লিগে লিওনেল মেসি হ্যাটট্রিক করিয়েছেন লুইস সুয়ারেজকে দিয়ে। আর সৌদি প্রো লিগে নিজেই হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার দাপটে শনিবার রাতে আল নাসর ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে অল ওয়েদারের বিপক্ষে। আল নাসরের হয়ে অন্য তিন গোল করেন ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিল। সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করাটা অভ্যাসে পরিণত করেছেন রোনালদো। এই নিয়ে গত সাত ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন তিনি। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটা রোনালদোর চতুর্থ হ্যাটট্রিক। একটা রেকর্ডও গড়েছেন রোনালদো। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫২ ম্যাচে ৫২টি গোল করেছেন রোনালদো। হ্যাটট্রিকের মাধ্যমে ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলকের কাছে পৌঁছে গেছেন রোনালদো। তার গোলসংখ্যা এখন ৮৯০টি। সামাজিক যোগাযোগমাধ্যমে গোল উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’
০৬ মে, ২০২৪

চট্টগ্রামে কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় রাজা
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (৩ মে)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। এর একদিন আগে বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মনে করিয়ে দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেবিলের ওপর থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে চাঞ্চল সৃষ্টি করেন তিনি। মূলত গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন দেশে চলছে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক। যার মধ্যে রয়েছে কোমল পানীয় কোকাকোলাও। ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে টেবিলের ওপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক। যদিও কেন বোতল সরিয়ে নিলেন, এমন প্রশ্নের জবাব দেন সিকান্দার রাজা। এর আগে ইউরো কাপে একই কাজ করে ছিলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনের টেবিলের উপর থেকে কোকাকোলার বোতল সরিয়ে, শুধু পানি খাওয়ার কথা বলেছিলেন তিনি। এতে বিশ্বব্যাপী হয় ব্যাপক আলোচনা। ধস নামে কোকাকোলার শেয়ারে। মূলত স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এমন কাণ্ড করেছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। চট্টগ্রামে একই কাণ্ড ঘটিয়ে সেই পুরোনো স্মৃতিতে মনে করালেন সিকান্দার রাজা। দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ঘটনা। অনেকের বাহবা পাচ্ছেন জিম্বাবুয়ে অধিনায়ক। এদিকে, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও বাকি দুই ম্যাচ মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
০২ মে, ২০২৪

দলকে ফাইনালে তুলে রোনালদো বললেন ‘চলো যাই’
সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড় থেকে অনেক আগে ছিটকে গেছে আল নাসর। বিদায় নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। আল হিলালের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনালে থেমে যেতে হয় রোনালদোদের। চলতি মৌসুমে ট্রফিহীন থাকার সম্ভাবনা দেখায় দেয় দলটির। তবে মৌসুমের শেষ দিকে এসে অন্তত একটি শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছে সৌদি ক্লাবটির। জোড়া গোল করে আল নাসরকে কিং কাপের ফাইনালে তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদে সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারায় আল নাসর। ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে আল হিলালের মুখোমুখি হবে রোনালদো-সাদিও মানেরা। সবশেষ দুই ম্যাচে গোল পাননি রোনালদো। আল খালিজের বিপক্ষে সেই ঝাল মেটান পর্তুগিজ তারকা। প্রথমার্ধে ১৭ মিনিটে প্রতিপক্ষের বসনিয়ান গোলকিপার ইব্রাহিম সেহিকের শিশুসুলভ ভুলে আল নাসরকে এগিয়ে (১-০) নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন আল খালিজের ফুটবলার। রোনালদো নিজে পেনাল্টি শট না নিয়ে বল এগিয়ে দেন সাদিও মানের দিকে। সফল স্পটকিকে আল নাসরের গোল ব্যবধান দ্বিগুন (২-০) করেন সেনেগালিজ তারকা। ৫৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। প্রথমে তার শট রুখে দেন গোলকিপার সেহিক। তবে ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ কিংবদন্তি। এ ম্যাচে আল নাসরের স্কোর আরও বড় হতে পারতো। তবে মোট ৯ গোল সেভ করেন আল খালিজের গোলকিপার। Youll speak of it for years pic.twitter.com/8t3cT3qsz8 — AlNassr FC (@AlNassrFC_EN) May 1, 2024 ম্যাচের ৭৭ মিনিটে বাজে পরিস্থিতির মুখে পড়ে আল খালিজ। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রক্ষণভাগের খেলোয়াড় মোহামেদ আল খাবরানি। এর আগে ৫ ফুটবলার বদলি করায়, শেষ দিকে ১০জন নিয়ে খেলতে হয় দলটিকে। এর মধ্যে ৮২ মিনিটে আল খালিজের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন ফাওয়াজ আল তোরাইস। এ ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন রোনালদো। সতীর্থদের উদ্দেশ্যে ক্যাপশনে লিখেন, ‘কিং কাপের ফাইনাল, চলো যাই।’ 
০২ মে, ২০২৪

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো
এক মাস সিয়াম সাধনা শেষে এসেছে ঈদুল ফিতর। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে উদযাপিত হবে ঈদ। তবে বিশ্বের অনেক দেশেই ১০ এপ্রিল উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। বিশেষ এই দিনকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল নাসরের হয়ে খেলায় গত এক বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। এ সুযোগে ইসলামিক সংস্কৃতি এবং উৎসব সম্পর্কে জানার সুযোগ হয়েছে পর্তুগিজ তারকার।   বুধবার (১০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ঈদ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।  নিজের একটি ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক! বিশেষ এই দিনে আপনাদের সবার আনন্দ, শান্তি এবং সুখ কামনা করছি।’   সৌদি প্রো লিগে সময়টা দারুণ সময় কাটছে রোনালদোর। লিগে নিজের দলের সর্বশেষ ৩ ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন তিনি।
১১ এপ্রিল, ২০২৪

লাল কার্ড দেখানোয় রেফারিকে ডামি মার, নিষিদ্ধ রোনালদো
৪০ বছর বয়সেও ফর্মে তুঙ্গে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই হ্যাটট্রিকসহ ম্যাচের পর ম্যাচ গোল করে রাখছেন আল নাসরের জয়ে অবদান। কিন্তু সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে মেজাজ হারিয়ে অঘটনের জন্ম দেন সিআরসেভেন। এতে লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে এবার আরও বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। ম্যাচের ৮৫ মিনিটে সাইডলাইনে বাইরে যায় বল। থ্রো ইন করার জন্য বল আনতে যান আল হিলালের আলবুলাইহি। কিন্তু তাকে সুযোগ না দিয়ে বল নেন রোনালদো। পর্তুগিজ তারকার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করেন আল হিলাল ডিফেন্ডার। এতে ক্ষীপ্ত হয়ে আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন সিআরসেভেন। মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি। দুই পক্ষের ফুটবলারদের সঙ্গে ছুটে আসেন রেফারি। রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর প্রতিবাদে রেফারিকে ঘুষি মারা ভঙ্গি করেন তিনি। অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে বেরিয়া যাওয়ার সময় রেফারিকে কটাক্ষ করেন রোনালদো। এতেই বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। রেফারির সিদ্ধান্তকে অসম্মান করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পাশাপাশি আর্থিক জরিমানার করা হয় পর্তুগিজ কিংবদন্তিকে। সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে অশোভনমূলক আচরণে অভিযোগ এনে ম্যাচ রিপোর্ট জমা দেন রেফারি। সেই অভিযোগের ভিত্তিতে দুই ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি  ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। যদিও রোনালদো লাল কার্ড দেখার আগেই আল হিলালের কাছে দুই গোল হজম করে বসে আল নাসর। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় রোনালদোর দল। ১১ এপ্রিল, আল ইত্তিহাদের মুখোমুখি হবে আল হিলাল। আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল ছিটকে গেয়ে আল নাসর। ফলে সুপার কাপের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে সৌদি প্রো লিগে। আল ফেইহা ও আল খালিজের বিপক্ষে রোনালদোকে পাচ্ছেন না আল নাসর কোচ। এর আগে গ্যালারিতে মেসির নাম ধরে শ্লোগান দেওয়ায় দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গী করে শাস্তির মুখে পড়েছিলেন রোনালদো। সেবার নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হয়েছিল বড় জরিমান। নির্বাসন কাটিয়ে ফেরার কয়েক সপ্তাহের মধ্যে আরও একবার শাস্তি পেলেন সিআর সেভেন।
১০ এপ্রিল, ২০২৪

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় গোলের নেশায় রোনালদো
ছয় দিন ব্যবধানে দুই হ্যাটট্রিক, ফর্মে তুঙ্গে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন উড়ছেন আকাশে। বয়সটাও নেহায়ত কম নয়। গত ফেব্রুয়ারিতে পা দেন ৩৯-এ। পেশাদার ফুটবলে এটি পর্তুগিজ কিংবদন্তির ৬৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০ বছরে পা দেওয়ার পর হ্যাটট্রিক করেছেন ৩৫টি। বয়সকে স্রেফ সংখ্যা প্রমানিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন এখনও গতিহীন হয়ে পড়িনি। যেন ক্যারিয়ারের গোধুলী লগ্ণে গোলের নেশায় মেতেছেন সিআরসেভেন। সৌদি প্রো লিগে দারুণ খেলছেন রোনালদো। টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্সে তার পরিসংখ্যানেও বেশ কিছু পরিবর্তন এসেছে। পেশাদার ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোলসংখ্যা ৮৮৫। এ তালিকার দ্বিতীয়তে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড সিআরসেভেনের দখলে। পেশাদার ক্যারিয়ারের রোনালদোর মোট হ্যাটট্রিক সংখ্যা ৬৫। বয়স ত্রিশে পা দেওয়ার আগে করেন ৩০টি। আর ৩৫টি করেন ত্রিশে পা দেওয়ার পর। এর অর্থ হচ্ছে বয়সের সঙ্গে তিনি যেন আরও ক্ষুরধার হচ্ছেন। গোলের মতো সর্বোচ্চ হ্যাটট্রিক করার রেকর্ডও তার দখলে। এ তালিকাতেও তার প্রতিদ্বন্দ্বী মেসি। আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকার হ্যাটট্রিক সংখ্যা ৫৭টি। ক্লাব ফুটবলে রোনালদোর ৫৫ হ্যাটট্রিকের পরিবর্তে মেসির হ্যাটট্রিক ৪৮টি। আর জাতীয় দলের রোনালদো হ্যাটট্রিক করেছেন ১০টি। আর আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক ৯টি। পেশাদার ফুটবলের ফ্রি কিক থেকে রোনালদোর গোল ৬৩টি। তবে এ তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি ফ্রি কিক থেকে গোল করেছেন ৬৫টি। ক্লাব ফুটবলে ফ্রি কিক থেকে রোনালদোর গোল ৫২টি। আর ক্লাব ফুটবলে মেসির গোল সংখ্যা ৫৪টি। জাতীয় দলের জার্সিতে ফ্রি কিক থেকে দুজনের গোল সংখ্যা সমান ১১। বক্সের বাইরে থেকে নেওয়া শটে একমাত্র হ্যাটট্রিক রোনালদো। অর্থ্যাৎ এই প্রথম তিনি তিনটি গোলই করেছেন প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। এ দিনে সাতবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করারও সপ্তম নজির এটি। ১২টি ভিন্ন পঞ্জিকাবর্ষে একাধিক হ্যাটট্রিক করার কীর্তি রয়েছে তার। এর মধ্যে ২০১১ সালে সর্বোচ্চ ৯টি হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা। সর্বশেষ ১৫টি পঞ্জিকাবর্ষের প্রতিটিতেই হ্যাটট্রিক করেন রোনালদো। ২২ বছরের ক্যারিয়ারে গড়ে ১৮.৭ ম্যাচে একটি হ্যাটট্রিক করেন রোনালদো। আর প্রতি ১৮.৫ ম্যাচে একটি করে হ্যাটট্রিক করেছেন মেসি।
০৪ এপ্রিল, ২০২৪

৬৪তম হ্যাটট্রিকের পর যা বললেন রোনালদো
আন্তর্জাতিক বিরতিতে স্লোভেনিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। দলের এমন হারে সমালোচনার মুখে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। অভিযোগ ছিল, তিনি থাকলে নষ্ট হয় দলের ভারসাম্য। সেই সমালোচনা যেন তাতিয়ে দেয় সিআরসেভেনকে। এর পুরো ঝড়টা যায় সৌদি প্রো লিগের অবনমনের শঙ্কায় থাকা আল তাইয়ের ওপর। পর্তুগিজ তারকার দুর্দান্ত এক হ্যাটট্রিকে আল তাইয়েরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৬৪তম হ্যাটট্রিক। এ ম্যাচে তিনটি গোলই করেন দ্বিতীয়ার্ধে। দুর্দান্ত হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ম্যাচের বেশকিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এভাবেই আমরা কাজটা করি। অসাধারণ জয় এবং আরও একটি হ্যাটট্রিক।’ নিজেদের মাঠে আল তাইয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে ওতাভিওর গোলে ১-০ তে এগিয়ে যায় আল নাসর। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা। যদিও এর ২ মিনিট পরে ভার্জিল মিসিজান ১-১ গোলের সমতায় ফেরে সফরকারীরা। তবে ৩৬ মিনিটে এই স্ট্রাইকার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদে পড়ে তারা। সেই বিপদ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আল নাসরকে ২-১ গোলে এগিয়ে নেন আবু ঘারিব। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে শুরু হয় রোনারদোর তাণ্ডব। দারণ এক ভলিতে নিজের প্রথম গোল করেন তিনি। এর তিন মিনিট পর পান নিজের দ্বিতীয় গোল। আর ৮৭ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৩৩তম গোল। আর সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে সিআরসেভেনের গোল সংখ্যা ২৬। এ জয়ের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয়তে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলারের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। ২৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। আর সমান ম্যাচে আল আসরের পয়েন্ট ৫৯।
৩১ মার্চ, ২০২৪

অশালীন ভঙ্গির শাস্তি পেলেন রোনালদো
অশালীন অঙ্গভঙ্গি করা রোনালদোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি ফুটবল সংস্থা। সৌদি প্রো-লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ এ তারকা। নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। টাকায় রূপান্তর করলে অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় ৯ লাখ ৭৬ হাজার। জরিমানার মধ্য থেকে ১০ হাজার রিয়াল বা প্রায় ২ লাখ ৯২ হাজার টাকা দিতে হবে সৌদি ফেডারেশনকে। বাকি ২০ হাজার রিয়াল বা প্রায় ৫ লাখ ৮৪ হাজার টাকা দিতে হবে আল-শাবাবকে। ক্লাবটির অভিযোগ দায়েরের খরচ হিসেবে এ অর্থ দিতে হবে। প্রো-লিগের ম্যাচে পেনাল্টি থেকে রোনালদো গোল করার পর আল-শাবাব সমর্থকরা মেসি… মেসি… স্লোগান দেন। এ সময় রোনালদো কানে হাত দিয়ে সে স্লোগান শোনার ভঙ্গি করেন। পরমুহূর্তে অশালীন অঙ্গভঙ্গি করেন বর্ষীয়ান এ ফরোয়ার্ড। বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এ রায় দিয়েছে। রায় ঘোষণা করা কমিটি জানিয়েছে, আপিল করার সুযোগ পাবেন না রোনালদো। উত্তেজনাপূর্ণ ম্যাচে আল-শাবাবকে ৩-২ গোলে হারিয়েছে রোনালদোর ক্লাব আল-নাসর। বর্ষীয়ান এ তারকার পেনাল্টি থেকে করা গোলটি ছিল ক্লাব ক্যারিয়ারের ৭৫০তম। অশালীন ওইভঙ্গি ম্যাচ চলাকালে কোনো টিভি ক্যামেরায় ধরা পড়েনি। কিন্তু খেলা শেষ হওয়ার পর রোনালদোর ওই কাণ্ডের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদোর এমন বাজে অঙ্গভঙ্গি করার ঘটনা অবশ্য নতুন নয়। বরং বিভিন্ন সময় এমন কাণ্ড ঘটিয়ে আসছেন এ সুপারস্টার।
০১ মার্চ, ২০২৪

সৌদিতে যে কারণে তদন্তের মুখে রোনালদো
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোলে অবদান রাখছেন তার দল আল নাসরের জয়ে। রোববারও পতুর্গিজ তারকার গোলে জয় নিশ্চিত হয় দলের। এরপরও যেন মন ভরছে না সৌদি সমর্থকদের। গ্যালারিতে মেসির নাম ধরে স্লোগান দেন দর্শকরা। এবার চটে গিয়ে অদ্ভুত এক ইঙ্গিত করেন রোনালদো। আর এতেই তদন্তের মুখে পড়তে যাচ্ছেন সিআরসেভেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) আল শাবাবের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে গোল করে আল নাসরকে জেতাতে ভূমিকা রাখেন রোনালদো। প্রিয় দলের জালে পর্তুগিজ তারকার গোল দেখে নিজেদের সংযত রাখতে পারেন আল শাবাবের সমর্থকরা। মেসি-মেসি স্লোগানে সিআরসেভেনকে উক্ত্যত করতে থাকেন তারা। ৩-২ গোলে জয় পায় আল নাসর। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। চলতি মৌসুমে লিগে এটি তার ২২তম গোল। এই গোলে ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক ছুয়েছেন তিনি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সিআরসেভেনের গোল এখন ৮৭৭। গোলের পর চিরাচরিত নিয়মেই উদ্‌যাপন করেন তিনি। এরপরই মেসির নামে স্লোগান দিতে থাকে আল শাবাব সমর্থকদের একটি অংশ। ইউরোপিয়ান ফুটবলে এমন অভিজ্ঞতা বহুবার হয়েছে তার। সৌদি আরবেও এমন ঘটনা ঘটেছে কয়েকবার। তবে সেদিন আর মানতে পারেননি রোনালদো। জবাবে হাত কানের কাছে নিয়ে শুনছেন বলে ইশারা করেন রোনালদো। পরে কোমরে হাত রেখে দর্শকদের উদ্দেশ্য অদ্ভুত ইঙ্গিত করেন পর্তুগিজ সুপারস্টার। এই ইঙ্গিতকে অশ্লীল অঙ্গভঙ্গি উল্লেখ্য করে তাকে নিয়ে সমালোচনায় মুখর অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিভি উপস্থাপক ওয়ালিদ আল ফারাজ লিখেছেন, ‘বড় এক পরীক্ষাতেই পড়তে যাচ্ছে ডিসিপ্লিনারি কমিটি। আমরা অপেক্ষা করব আর দেখব।’ এদিকে সৌদি আরবের দৈনিক আশহারক আওসাত জানিয়েছে পর্তুগিজ কিংবদন্তির ইঙ্গিত ইস্যুতে তদন্ত করবে সৌদি ফুটবল ফেডারেশন। সৌদি গণমাধ্যমটির উদ্ধৃতি দিয়ে একই খবর প্রকাশ করেছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফও। গত রোববার আল নাসরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে যায় আল শাবাব। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আল শাবাব। এদিকে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেইমারের আল হিলাল।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪

মেসিকে টপকালেন রোনালদো
ইউরোপ ছেড়ে দুজন দুই মহাদেশকে বেছে নিলেও ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা থেমে নেই। সৌদি প্রো-লিগে দারুণ সময় কাটানো রোনালদো আরেকটি রেকর্ডে মেসিকে টপকে গেলেন। পেনাল্টি ছাড়া গোল করার দিক থেকে এতদিন সমান্তরালে ছিলেন সময়ের সেরা দুই ফুটবলার। আল-ফাতেহর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে আল নাসরের হয়ে প্রথম গোল করেন রোনালদো। ওটা ছিল পেনাল্টি ছাড়া রোনালদোর ক্যারিয়ারের ৭১৪তম গোল। ক্লাব ও আন্তর্জাতিক অঙ্গন—দুই জায়গা মিলিয়ে এ পরিসংখ্যান। পেনাল্টি ছাড়া ৭১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রইলেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক গোল সংখ্যায়ও এগিয়ে আছেন রোনালদো। এ নিয়ে ৮৭৫ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার। মেসির গোলসংখ্যা ৮২১। রোনালদো ৮৭৫ গোলের মধ্যে ১৬১ বার পেনাল্টি থেকে গোল করেছেন। মেসির পেনাল্টি গোলসংখ্যা ১০৮। ক্লাব ফুটবলে মেসির ৭১৫ গোলের বিপরীতে রোনালদোর গোল ৭৪৭। আন্তর্জাতিক ফুটবলে গোল করার দিক থেকেও মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদো। পর্তুগালের হয়ে ১২৮ গোল করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা, যা আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ড! রেকর্ড গড়তে ২০৫ ম্যাচ খেলেছেন পর্তুগালের বর্ষীয়ান ফরোয়ার্ড। দ্বিতীয় স্থানে আছেন সাবেক ইরানি তারকা আলী দায়ি। ১৪৮ ম্যাচ খেলে ১০৮ গোল করেছেন সাবেক এ ফুটবলার।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪
X