ঢাকায় ১৪ বাসে আগুন, বিস্তারিত জানাল র‍্যাব
রাজধানীতে গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের (ভলভো কোচ) ১৪টি বাসে আগুনের বিষয়টি নাশকতা কি না তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।  তিনি বলেন, গতকাল (সোমবার) যে বাসগুলো পুড়েছে, সেই কর্তৃপক্ষ এখনো কোনো নাশকতার সন্দেহ করে আমাদের কাছে অভিযোগ করেননি। তারপরও আমাদের গোয়েন্দারা কাজ করছে, এটা স্বাভাবিক ঘটনা না কি নাশকতা খতিয়ে দেখা হচ্ছে।  তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করবে, তারা কোনো সন্দেহ করলে সেটাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এটা নাশকতা কি না সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। উল্লেখ, সোমবার রাত ৮টা ৫০ মিনিটে কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় ওই গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দীন বলেন, আগুনে ওই গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে গেছে। ছয় বছর আগে জার্মান ব্র্যান্ড ‘ম্যান’-এর বিলাসবহুল বাস দিয়ে ঢাকা-সিলেট রুটে যাত্রা করে লন্ডন এক্সপ্রেস। বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও সেবা দিচ্ছে পরিবহনটি।
০২ এপ্রিল, ২০২৪

র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
নরসিংদীতে র‍্যাবের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সন্ধ্যায় উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক কারবারি ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করে র‌্যাব-১ উত্তরার একটি দল। পরে তাকে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা র‌্যাব সদস্যদের ওপর হামলা করে ইউনুস আলীকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে হাতে ও মাথায় গুরুতর জখম হন র‌্যাব-১-এর সদস্য কনস্টেবল ইমরান হাসান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। তবে এ ব্যাপারে র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। র‌্যাব-১-এর এএসপি তারিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এদিকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই : র‍্যাব
ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।  বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। তিনি বলেন, ইজতেমায় নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। ইজতেমার দুপক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সঙ্গে কথা বলা হয়েছে। খুরশীদ হোসেন আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।
৩১ জানুয়ারি, ২০২৪

ফরিদপুরে র‍্যাব পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় র‍্যাব পরিচয়ে লোকাল বাস থেকে আতিকুল ইসলাম শামীম (৩০) নামের এক ব্যবসায়ীকে নামিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  রোববার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা তোলেন আতিকুল। পরে লোকাল বাসে করে পুখুরিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। পুখুরিয়ার কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাসে চারজনের একটি দল র‍্যাব পরিচয়ে বাসের গতিরোধ করে। এ সময় যাত্রীদের মধ্যে থেকে আতিকুলকে টাকার ব্যাগসহ নামিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে ভুয়া র‍্যাব আতিকুলকে বেদম মারধর করে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ঝাটুরদিয়া নামক স্থানে টাকা কেড়ে নিয়ে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ভুয়া র‍্যাবের পিছু নেয়। সন্ধ্যার দিকে পদ্মা সেতুর দক্ষিণে ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় মাইক্রোবাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ভুয়া র‍্যাব চক্ৰটি গাড়ি ফেলে পালিয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও গাড়ির ভেতরে থাকা সাড়ে আট হাজার টাকা জব্দ করে বলে জানায় পুলিশ। পুলিশ আতিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, আতিকুল পুখুরিয়া বাজারে একটি এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। রোববার দুপুরের দিকে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লোকাল বাসে পুখুরিয়া যাচ্ছিলেন। আমরা গাড়ি ও দশ টাকার আটটি বান্ডিল জব্দ করেছি। ভুয়া র‍্যাব চক্রকে গ্রেপ্তার করতে চিরুনি  অভিযানে নেমেছে পুলিশ।
২১ জানুয়ারি, ২০২৪

ভোটারকে বাধা দিলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি র‍্যাব ডিজির
ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভোটদানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এই বেআইনি কাজ যারা করবেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা নিশ্চিত হয়েছি, আমাদের একটা চমৎকার কোর্ডিনেশন রয়েছে। আমরা সকলেই একসঙ্গে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আগামীকালকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হবো। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বিভিন্ন নির্বাচনকেন্দ্র পরিদর্শন এবং নির্বাচনকেন্দ্রে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ইতোমধ্যে আমরা সেটা সম্পন্ন করেছি। আমি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে সব ঠিক আছে, সুন্দর পরিবেশ।  তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি ৫ বছর পর একবার মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়। আগামীকাল সকল শ্রেণিপেশার মানুষ নির্বিঘ্নে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতোমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্য যারা রয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে সকলের সাথে সমন্বয় করে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।  সারা দেশে আমাদের র‍্যাবের ইউনিট রয়েছে সেখানে আমরা স্টাইকিং ফোর্স হিসেবে রোবাস্ট পেট্রলিং করছি। আগামীকাল নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সাতশর মতো মোবাইল প্যাট্রোল কাজ করবে। সে সঙ্গে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আমাদের সাইবার প্যাট্রোলিংয়ের কাজ চলছে বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধ করার জন্য। আমাদের সুইপিং টিম কাজ করছে। থাকবে ডগস্কোয়াড, বোম স্কোয়াড থাকবে। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।  র‍্যাব ডিজি আরও বলেন, র‍্যাবের ডিভাইস ‘ওআইভিএস’ ব্যবহার করা হচ্ছে। এক এলাকার ভোটার ব্যতীত অন্য এলাকার বহিরাগত আসতে চাইলে তাকে যেন আইডেন্টিফাই করা যায়। আমরা এ ব্যবস্থা রেখেছি যাতে করে বহিরাগতরা ভোট সেন্টারে প্রবেশ করতে না পারে।  তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা যে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা গ্রহণ করা হয়েছে। আমি নিজে ৬টা সাতটা বিভাগ পরিদর্শন করেছি। র‍্যাবের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের আমি ব্রিফ করেছি। বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা যারা ছিলেন বিশেষ করে যারা নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেছি। ইতোমধ্যে বিএনপির জামায়াত ও কিছু দল নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকার রয়েছে কেউ নির্বাচনে ভোট দিতেও পারে নাও পারে। কিন্তু কেউ যদি ভোট দিতে চায় আর তাকে যদি বাধা দেওয়া হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা হবে সম্পূর্ণ অসংবিধানিক ও বেআইনি। আর এই বেআইনি কাজ যারা করবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছি তাদের আমরা কঠোর আছে দমন করব। এক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা কোনো ধরনের নাশকতা করার সুযোগ থাকবে বলে আমি মনে করি না।  তবে তিনি বলেন, হ্যাঁ টাইম দিস টাইম, কিছু নাশকতা হয়েছে। এটা হতেই পারে। এটা হবে স্বাভাবিকভাবে। একদম হান্ডেট পার্সেন্ট আপনি সবকিছু ঠেকাতে পারবেন তা কিন্তু না। শুধু আমাদের দেশে না আমেরিকাতেও গত নির্বাচনের আগে হোয়াইট হাউস পর্যন্ত অ্যাটাক হয়েছে। ইন্ডিয়াতেও বিভিন্ন অঙ্গরাজ্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেক লোক মারাও যায়।  সে তুলনায় আমি মনে করি গত ২০১৪ ও ২০১৮ সালের তুলনায় এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা বিশ্বাস করি আস্থা রাখি, আগামীকালকের নির্বাচন সুষ্ঠু ও শান্তিরপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।  এম খুরশীদ হোসেন বলেন, সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন তথ্য দিয়ে এ দেশের নাগরিক হিসেবে ও গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য  আমাদের সহযোগিতা করবেন। পাশাপাশি দেশবাসীকে আগামীকালকে নির্বাচন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বাভাবিক থাকে সেজন্য সহযোগিতা আহ্বান জানান তিনি।
০৬ জানুয়ারি, ২০২৪

রংপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে টাকা দাবি, আটক ২
রংপুরের কাউনিয়ায় র‍্যাব পরিচয়ে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ফোন করে টাকা দাবি করায় দুই ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব রংপুর -১৩। বুধবার (৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর উপ-পরিচালক মেজর এইচ এম ওমর ফারুক। গ্রেপ্তার ভুয়া র‌্যাব সদস্যরা হলো- মো. আবু সাঈদ (৩৫) ও তার সহযোগী সাজেদুল ইসলাম সৌরভ (৩২)। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা ভুয়া র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে কিছুদিন ধরে টাকায় আদায় করে আসছিল। সেই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি রংপুর জেলার কাউনিয়া থানার ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আনছার আলী (৫৪), মো. আমিরুল ইসলাম ও মো. আমিরুল ইসলাম (৪৯) এর কাছে থেকে চাঁদা আদায় করেন তারা। এ বিষয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার আলীর সন্দেহ হলে তিনি বুধবার রাত সাড়ে নয়টার দিকে কৌশলে র‍্যাবের ওই ভুয়া কর্মকর্তা ও কনস্টেবলকে তার অফিসে ডেকে আনেন। সেখানে তাদেরকে বসিয়ে রেখে তিনি রংপুর র‍্যাব-১৩ অফিসে ফোনে বিষয়টি জানান। রাত ১২টার দিকে  রংপুর র‍্যাব-১৩ এর সিও আরাফাত হোসেন র‍্যাবের বেশ কিছু সদস্যসহ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর র‍্যাব অফিস নিয়ে যায়।  আটকের সময় তাদের কাছ থেকে ১ টি বাটন মোবাইল ফোন, ১টি স্মাট মোবাইল ফোন , নগদ ৩ হাজার ৫শ' টাকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।  কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ভুয়া র‍্যাবের দুই সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ, আবু সাঈদ ইতিপূর্বে পুলিশে কর্মরত ছিল। নানা অপকর্মের কারণে সে চাকরিচ্যুত হয়।  
০৫ জানুয়ারি, ২০২৪

সারা দেশে বিজিবি ও র‍্যাব মোতায়েন
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে তারা কাজ শুরু করেছেন। এসব বাহিনী মাঠে থাকবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। রাজধানীতে গতকাল সকাল থেকে বিভিন্ন পয়েন্টে র‍্যাব-বিজিবির টহল দেখা গেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। গতকাল রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, যেমন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, সেগুলোর নিরাপত্তায় বিজিবি কাজ করবে। আশা করি, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন। তিনি আরও বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন থাকবে। এর মধ্যে শুধু ঢাকায় ১৩টি বেস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্লাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাজধানীসহ ৯ জেলায় ১৫১ প্লাটুন ছাড়াও মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ জেলার কিছু দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থা করা হবে। এদিকে র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনে কমপক্ষে দুটি টহল দল মোতায়েন ও প্রতিটি ব্যাটালিয়নে দুটি টহল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। র‍্যাব সদর দপ্তরে ১৫টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে এবং দেশব্যাপী ২৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়া ৫০টি টহল দল প্রস্তুতসহ দেশব্যাপী সর্বমোট ৭০০টির বেশি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে জানিয়ে র‍্যাবের এ মুখপাত্র বলেন, এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে। এদিকে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। তারাও মাঠে থাকবে ১০ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া ৮ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এই সাড়ে ৮ হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য পেট্রোলিংয়ের কাজ করবেন। তিনি বলেন, ভোটকেন্দ্রে ৫ লাখ ১৬ হাজার আনসার সদস্য মোতায়েন হবে নির্বাচনের আগে আগে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭টি উপজেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
৩০ ডিসেম্বর, ২০২৩

সারাদেশে র‍্যাব মোতায়েন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, র‌্যাব ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব যেসব দায়িত্ব পালন করবে- ১. নির্বাচনী এলাকায় সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। ২. আইনশৃঙ্খলা রক্ষার জন্য অন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা দেবে। এ ছাড়াও ভোটকেন্দ্র ও ভোট গণনার ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। ৩. নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনে কমপক্ষে দুটি টহল দল মোতায়েন ও প্রতিটি ব্যাটালিয়নে দুটি টহল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। ৪. র‌্যাব সদর দপ্তরে ১৫টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। দেশব্যাপী ২৫টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়াও অন্যান্য স্থানে মোতায়েনের জন্য ৫০টি টহল দল প্রস্তুতসহ দেশব্যাপী সর্বমোট ৭০০টির অধিক টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। ৫. গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে। এ ছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়োগ করা হবে। ৬. অগ্রগণ্যতার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ/গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় মোতায়েনের জন্য বিভিন্ন ব্যাটালিয়ন থেকে টহল দল গুরুত্বপূর্ণ/ঝুঁকিপূর্ণ আসন বিবেচনায় মোতায়েনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ৭. বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ৮. র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট ৭টি জোনে বিভক্ত হয়ে মোতায়েনের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ৯. র‌্যাব ডগ স্কোয়াডের ১০টি দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এ ছাড়াও দেশব্যাপী বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে। ১০. নির্বাচন কমিশনের তথ্য ও গোয়েন্দা সূত্রে ঝুঁকিপূর্ণ আসন সমূহে অধিক টহল নিয়োজিত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২৯ ডিসেম্বর, ২০২৩

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র‍্যাব
মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রেখেছে র‍্যাব। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কয়েকজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যক্কারজনক কাজ। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ইতোমধ্যে আমরা বেশকিছু সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। যাদের নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় নি। তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহজনকে নজরদারিতে রেখেছি। গত ১৯ ডিসেম্বর ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের দাবি করেছিল র্যাব ও ডিবি। তবে আগুন দেয়ার সঙ্গে সরাসরি জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
২৬ ডিসেম্বর, ২০২৩
X