লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয়, লক্ষ্মীপুর। প্রতিষ্ঠানটির পাঁচটি শূন্য পদে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয়, লক্ষ্মীপুর পদ ও জনবল : ০৫টি ও ১২৭ জন  কর্মস্থল : লক্ষ্মীপুর চাকরির ধরন : অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ২২ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ সময় : ১৪ মে, ২০২৪ ১. পদের নাম : পরিসংখ্যানবিদ  পদসংখ্যা : ০২টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম : স্টোর কিপার  পদসংখ্যা : ০৫টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০৩টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ১১৬টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৫. পদের নাম : গাড়িচালক  পদসংখ্যা : ০১টি  বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
২১ এপ্রিল, ২০২৪

লক্ষ্মীপুর কারাগারে কয়েদির মৃত্যু
লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন ভূঁইয়া নামে এক কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। মৃত বেলায়েত হোসেন ভূঁইয়া রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের বাসিন্দা। কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ বেশি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে পাঠাই। সেখানে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়। সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কি কারণে মারা গেছেন তা বলতে পারছি না। মরদেহ হাসপাতালের মর্গে আছে।
০৫ এপ্রিল, ২০২৪

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন, সম্পাদক আরিফুর
‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম-ঢাকার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনের রশিদ। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহসভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহসভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (টিবিএস), সাংগঠনিক সম্পাদক হয়েছেন বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি)। কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হোসেন (টিবিএস), আহাম্মদ ফয়েজ (নিউএজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১ বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং আতিক হাসান শুভ (বাংলা ট্রিবিউন)। এ উপলক্ষে রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়। সে সময় সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়।
০৯ মার্চ, ২০২৪

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের সভাপতি লিটন, সম্পাদক আরিফ
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম- ঢাকার ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি দৈনিক কালবেলার সিনিয়র রিপের্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) নারায়গঞ্জ সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।  প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুন উর রশিদ। এ উপলক্ষ্যে রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়। এসময় লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়। তথ্যমতে নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন- এস এম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহসভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহ-সভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (টিবিএস), সাংগঠনিক সম্পাদক হয়েছেন- বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি)। কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রাকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)।  এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- রিয়াদ হোসেন (টিবিএস), আহাম্মদ ফয়েজ (নিউ এইজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১ বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ।
০৮ মার্চ, ২০২৪

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন। বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি এ কে এম তৌহিদুর রহমান, মো. আবুল খায়ের, সহসম্পাদক ইমরান হোসেন মাছুম, মোহাম্মদ নুর হোসেন মিন্টু, পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন, সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস, অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন, আবদুল আহাদ শাকিল পাটোয়ারী, আশিকুর রহমান, ইয়াহইয়া সোহাগ, আরিফুল ইসলাম ও আনোয়ার হোসাইন সুজন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুর এসে কেমন আছেন নাফিজা
কথায় আছে ভালোবাসা বাধা মানে না। বয়স হিসাব করেও ভালোবাসা হয় না। স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না। বলা যায়, ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। ঠিক তেমনটাই ঘটেছে প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে ছুটে আসা জোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের জীবনে। নাম-ধর্ম পরিবর্তন করে তার বর্তমান নাম নাজিফা রাশিদ আমিরা।  এরইমধ্যে নাজিফার সংসার আলো করে এসেছেন এক পুত্র সন্তান। ৩ মাস বয়সী ওই সন্তানের নাম নুর মোহাম্মদ নিহাল। সন্তানের সঙ্গে খুনসুটি আর সংসারের ব্যস্ততায় কাটছে তার সময়।   সমাজের চোখে যা অসংগতিপূর্ণ, প্রেমের ক্ষেত্রে তা খুব সহজেই আশকারা পায়। এ দম্পতির জীবনে তাই সত্যি হয়েছে। সারা পৃথিবীতেই স্বামী-স্ত্রীর বয়স নিয়ে একটা অলিখিত নিয়ম চালু আছে। যদিও ৩৩ বছর বয়সী নাজিফার জীবনে তা বাধা হয়নি। তার স্বামী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নাইমুর রশিদ।   বিয়ের পর বিগত একবছর থেকে সুখেই সংসার করে চলছেন নাইম-নাজিফা দম্পতি। সরেজমিনে মঙ্গলবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে বাড়িতে গেলে যায়, সন্তানসহ স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদের সঙ্গে হাসিখুশি দিন কাটছে তার। সংসারের নানা কাজে ব্যাস্ত সময় পার করছেন। দেখা যায়, বাড়িতে অতিথি দেখেই হাসিমুখে সালাম জানিয়ে অভ্যর্থনা জানালেন নাজিফা। অল্প দিনেই সংসারের দায়িত্ব বেশ পোক্ত হাতেই সামলাচ্ছেন। বিদেশি পুত্রবধূকে নিয়ে বেশ সন্তুষ্ট বাড়ির লোকজন। প্রতিবেশী-আত্মীয়রাও তার আচরণে মুগ্ধ। জানা যায়, এক বছর আগে সুদুর ফিলিপাইন থেকে বাঙালি প্রেমিকের বাড়িতে ছুটে আসেন নাজিফা রাশিদ আমিরা। এ সময় বাড়ির লোকজনসহ আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সাদরে গ্রহণ করে। গেল বছরের ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় নাজিফা-নাইমের। বিয়ের পর আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রিত হন এ দম্পতি। বিয়ের ৬ মাস পর এ দম্পতি ফিলিপাইনে নাজিফার মায়ের বাসায় বেড়াতে যায়। সেখানেও সাদরে সমাদৃত হন তারা। সেখান থেকে ফিরে যান কর্মস্থল মালয়েশিয়ায়। নভেম্বরে তারা বাংলাদেশের বাড়িতে ফেরেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুত্র সন্তানের জন্ম দেন নাজিফা। বর্তমানে সংসারের দেখভাল করে বেশিরভাগ সময় কাটে তার। নাজিফা জানায়, স্বামীর সংসারে ভালো আছেন। বাংলাদেশ ও বাঙালি কালচারও তার ভালো লাগে। যদিও বাংলা ভাষা তেমন একটা রপ্ত করতে পারেননি তিনি। চেষ্টা করছেন বাংলাভাষা ও আরবি শেখার। তিনি জানান, বাংলাদেশে এসে তার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে সহজেই মিশতে পারছেন। বাংলাদেশের খাবার ও সংস্কৃতি তার পছন্দ হয়েছে। স্বামী মো. নাইমুর রশিদ বলেন, আলহামদুলিল্লাহ্। সুখেই কেটে যাচ্ছে সংসার জীবন। প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে সে আমাদের সকলের সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো কিছু নিয়েই তার ওপর কেউ অসন্তুষ্ট হয়নি। সেও সন্তুষ্ট নতুন এ জীবন নিয়ে। তিনি জানান, বিয়ের আগে ৮ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। নিজের এবং ওই তরুণীর বাবা মায়ের সম্মতিতে তাকে বিয়ে করেছেন। এ সময় এ দম্পতি তাদের সুখ-সমৃদ্ধির জন্য সবার দোয়া প্রার্থনা করেন। নাইমের মামাতো ভাই তারেক বলেন, নাজিফা ভাবি খুবই মিশুক প্রকৃতির। তিনি সবার সঙ্গেই হাসিখুশি চলেন। আমরা তার সঙ্গে সময়গুলো দারুনভাবে উপভোগ করি। প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা মো. নাইমুর রশিদ মালয়েশিয়া প্রবাসী। তিনি সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাধে তার সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের আরনেসতা লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে জোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। বাংলাদেশে এসে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শতশত মানুষ ভিড় জমায়। এর আগে একই বছর ৩ জানুয়ারি (মঙ্গলবার) নাইমের বাড়িতে আসেন ফিলিপাইনের ওই তরুণী। ৬ জানুয়ারী শুক্রবার ওই বাড়িতে আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে দালাল আটক
লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান পরিচালনা করে। এ সময় ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। তিনি বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছেন। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। যা আইনত অপরাধ। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওমর ফারুক (২৭), আমিনুল (২৩), রহমান আল আজাদ (৩৭), সুজন (২৩) ও আকরাম হোসেন (২৭)।
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

ঘূর্ণিঝড় মিধিলি / লক্ষ্মীপুর উপকূলে ৬ নম্বর বিপদ সংকেত জারি
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরের কমলনগর উপকূলীয় অঞ্চলে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় এ বিপদ সংকেত দেখি যেতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস দেখা যায়, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাতাস ও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়নি। উপকূলবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। কিছুটা উত্তাল মেঘনা নদী। সকল প্রকার মাছ ধরার ট্রলার ও নৌকাকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলে (৬) নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে আতঙ্কের কিছু নেই। আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, কন্ট্রোল রুমসহ সব দিক থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুমসহ মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে কোনো জরুরি সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সতর্কতা জারি করে পুরো উপজেলায় মাইকিং করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা।
১৭ নভেম্বর, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর নিয়ে আলোচনায় ইসি
লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এ দুই উপনির্বাচনের গেজেট স্থগিতই থাকবে। গতকাল মঙ্গলবার বিকেলে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে, জাতীয় নির্বাচন আয়োজনের ঠিক আগমুহূর্তে ‘আনুষ্ঠানিকতার’ এ দুটি উপনির্বাচনে কারচুপি ও জাল ভোটের ঘটনায় নতুন করে আলোচনায় এলো নির্বাচন কমিশন। দলীয় সরকারের অধীনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সন্দেহ, অবিশ্বাস ও বিভক্তির মধ্যেই এ দুটি আসনের উপনির্বাচন নিয়ে খানিকটা বিব্রত সংস্থাটি। ফলে নির্বাচনের গেজেট প্রকাশ নিয়ে হার্ডলাইনে রয়েছে কমিশন। ইসি সূত্র জানায়, জাতীয় নির্বাচনের খুব একটা বেশি সময় বাকি নেই। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আগামী সপ্তাহেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে পুরো কমিশনই ব্যস্ত সময় পার করছে। এর ঠিক আগমুহূর্তে রোববার অনুষ্ঠিত দুটি আসনের আনুষ্ঠানিকতার উপনির্বাচন নিয়ে অনেকটাই নির্ভার ছিল কমিশন। ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট বর্জনকেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ভোট শেষে এ দুটি নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি ইসির দায়িত্বশীল কেউ। কিন্তু ভোটের পরদিন কারচুপি ও জাল ভোটের ভিডিও ভাইরাল ও গণমাধ্যমে খবর প্রকাশের পর অবাক হন কমিশনের কর্মকর্তারাও। ইসি সচিব সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে লক্ষ্মীপুরের একটি ও ব্রাহ্মণবাড়িয়ার একটি ভোটকেন্দ্রের কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। ইসি সেটির বিশ্লেষণ করেছে। এটির সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছে ইসি। সরেজমিন তদন্তের পর তারা যে প্রতিবেদন দেবেন, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এমন পরিস্থিতিতে তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হলে ইসি সংশ্লিষ্ট কেন্দ্র অথবা পুরো নির্বাচনই বাতিল করতে পারে। এর আগে, রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নির্বাচনের ভোট গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তি ব্যালট পেপারে নৌকা প্রতীকে একের পর এক সিল মারছেন। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যিনি সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। পরে বিষয়টি ইসির নজরে আসে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে ‘ওপেন ভোট’ নেওয়ার পাশাপাশি ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। এদিকে, লক্ষ্মীপুরের ভোটে ভাইরাল হওয়া আজাদকে ‘শিবিরকর্মী’ দাবি করেন উপনির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু। গতকাল নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। পিংকু বলেন, ‘আজাদ ছাত্রলীগের কেউ নন, তিনি শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়। আমাদের বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এ কাজ করেছেন। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই এ কাজ করা হয়েছে।’ এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ইসি।
০৮ নভেম্বর, ২০২৩

লক্ষ্মীপুর উপনির্বাচনে ভোট আজ
লক্ষ্মীপুর সদর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে শনিবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে।  নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯৫০ জন পুলিশ, ১৪৯৫ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও টহলে থাকবে র‍্যাবের সাতটি টিম। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) , জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম)।   এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
০৫ নভেম্বর, ২০২৩
X