লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন ভূঁইয়া নামে এক কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
মৃত বেলায়েত হোসেন ভূঁইয়া রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের বাসিন্দা।
কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ বেশি অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালে পাঠাই। সেখানে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কি কারণে মারা গেছেন তা বলতে পারছি না। মরদেহ হাসপাতালের মর্গে আছে।
মন্তব্য করুন