পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরের কমলনগর উপকূলীয় অঞ্চলে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় এ বিপদ সংকেত দেখি যেতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস দেখা যায়, তবে সময়ের সঙ্গে সঙ্গে বাতাস ও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়নি। উপকূলবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। কিছুটা উত্তাল মেঘনা নদী। সকল প্রকার মাছ ধরার ট্রলার ও নৌকাকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলে (৬) নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে আতঙ্কের কিছু নেই। আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, কন্ট্রোল রুমসহ সব দিক থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুমসহ মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে কোনো জরুরি সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সতর্কতা জারি করে পুরো উপজেলায় মাইকিং করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা।
মন্তব্য করুন