শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য পাঠ করিয়েছেন। সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) আবু বকরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বকর সিদ্দিক শ্যামল বিজয়ী হন।
০৬ মে, ২০২৪

এসএসসি পাসে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে। ২ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট পদ ও জনবল : ০৩টি ও ৩৭ জন কর্মস্থল : লালমনিরহাট  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০২ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০১ মে, ২০২৪

লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে সেই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃত রোহিঙ্গা নারী মোছা. রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২ -এর মৃত সৈয়দ কবিরের মেয়ে। পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের ৮১২নং পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে থানা হেফাজতে নিয়ে নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাসের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ সময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করে। টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪

লালমনিরহাট বেড়েছে শীতজনিত রোগ, হাসপাতালে চাপ
তিন দিন ধরে প্রবল শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ। গত তিন দিনে লালমনিরহাট সদর হাসপাতালে শতাধিক বৃদ্ধ নারী-পুরুষ ও শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছেন। তবে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া জেলার চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী। সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, শীতে হাসপাতালে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। আমরা প্রয়োজনীয় সেবা দিচ্ছি। ভৌগোলিক কারণে এ জেলায় শীত বেশি হয়। শীতে শিশু ও বয়োবৃদ্ধ মানুষদের সতর্ক রাখার পরামর্শ দেন তিনি। ভোর থেকে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। তিস্তা চরাঞ্চলের মানুষ ঘন কুয়াশায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। কেননা, এ অঞ্চলের বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। প্রচণ্ড শীতেও জীবিকার টানে বের হয়েছেন রিকশাচালক করিম মিয়া। তিনি জানান, শীতে রিকশা চালানো অনেক কঠিন। হাত-পা ঠান্ডা হয়ে আসে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, জেলার শীতার্ত মানুষের জন্য ২৪ হাজার কম্বল মজুত আছে। শিগগির উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তা বিতরণ শুরু হবে।
০৭ জানুয়ারি, ২০২৪

লালমনিরহাট হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ
গত ৩ দিন ধরে প্রবল শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে পাশ্ববর্তি কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, লালমনিরহাটের তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে কয়েকদিনের শীতে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা। গত ৩ দিনে লালমনিরহাট সদর হাসপাতলে শতাধিক বৃদ্ধ, নারী, পুরুষ ও শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছে। তবে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও জেলার ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগী। লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, শীতে হাসপাতালে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা প্রয়োজনীয় সেবা দিচ্ছি। ভৌগোলিক কারণে এ জেলায় শীত বেশি হয়। শীতে শিশু ও বয়োবৃদ্ধ মানুষদের সতর্ক রাখার পরামর্শ দেন তিনি। এদিকে ভোর থেকে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। তিস্তা চরাঞ্চলের মানুষ ঘন কুয়াশায় অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। কেননা, এ অঞ্চলের বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের। পর্যাপ্ত গরম কাপড় ও কম্বলের অভাবে মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।  প্রচন্ড শীতেও জীবিকার টানে বের হয়েছেন রিক্সা চালক করিম মিয়া। তিনি জানান, শীতে রিকশা চালানো অনেক কঠিন। হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। ক্ষেতে কাজ করা দিনমজুর আবুল কাশেম (৪৭) বলেন, গত ৩ দিন থেকে শীতে কষ্ট পাচ্ছি। কিন্তু ক্ষেতে কাজ তো করতেই হবে। শীত উপেক্ষা করেই আমরা কাজ করছি। একই এলাকার বয়োজ্যেষ্ঠ রেজা মিয়া জানান, প্রচন্ড শীত ও হিমেল হাওয়ায় ঘর থেকে বের হতে পারছি না। প্রতিবেশি অনেক বাড়িতে শিশু ও বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, জেলার শীতার্ত মানুষের জন্য ২৪ হাজার কম্বল মজুদ আছে। শীঘ্রই উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে এগুলো বিতরণ শুরু হবে।
০৫ জানুয়ারি, ২০২৪

লালমনিরহাট ডিসি, এসপির বদলি চেয়ে চিঠি স্বতন্ত্র প্রার্থীর
লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ইউএনও এবং থানার ওসির বদলি চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন। বৃহস্পতিবার সিইসি বরাবর তিনি ওই চিঠি দেন। চিঠিতে তিনি লালমনিরহাটের ডিসি মোহাম্মদ উল্ল্যাহ, এসপি সাইফুল ইসলাম, কালীগঞ্জের ইউএনও জহির ইমাম এবং কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীরের বদলির আবেদন জানান। চিঠিতে স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন বলেন, এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছে। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে তাদের বদলি করা প্রয়োজন।
১৬ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাট সীমান্তে টহলরত বিজিবি সদস্যের মাথা ফাটালো পাচারকারী
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে টহল দেওয়ার সময় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় বিজিবি লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে ওসি । বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএফএম আজমল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডিএমপি ৯ নম্বর ও ৩১ নম্বর উপপিলার এলাকায় দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার গোলাম মোস্তফার নের্তৃত্বে ৬ সদস্যের একটি টহল দল টহল দিতে থাকে।  বিপরীত সীমান্তে ভারতের অমর ক্যাম্পের টহল দলের বিএসএফের সদস্যরা চিনি পাচারকারী ৬ থেকে ৭ জনের একটি দলকে ধাওয়া করে। এতে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের ফকিরপাড়া এলাকায় বিজিবির টহল দলের সদস্যরা এগিয়ে গিয়ে চোরাকারবারীদেরকে আটক করার চেষ্টা করলে তাদের (চিনি পাচারকারী) সাথে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্য ল্যান্স নায়েক নাজমুল হোসেনের মাথা ফেটে যায়। ভোরে নাজমুলকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার সঙ্গীরা। নাজমুল বর্তমানে ওই কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ৬ বস্তা চিনি উদ্ধার করে বিজিবি।  এ ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, দহগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ, বিজিবি ও দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল ফকিরপাড়া এলাকা হতে আরও ১১ বস্তা চিনি জব্দ করে প্রশাসন। বিজিবির সাথে চোরাকারবারীদের মারপিটের ঘটনা শনিবার দুপুরে পরিদর্শন করেছেন রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এএফএম আজমল হোসেন খান।  দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিজিবির সাথে মারপিটের ঘটনা শুনেছি। অভিযানে সথে ছিলাম। বিজিবি থানায় অভিযোগ দিবে বলে জানিয়েছে।  পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিজিবি এসে একটি  অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএফএম আজমল হোসেন খান বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
০১ জানুয়ারি, ১৯৭০

৬ ডিসেম্বর: লালমনিরহাট হানাদারমুক্ত দিবস আজ
১৯৭১ সালের ৬ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় লালমনিরহাট জেলা। বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে এ জেলায় পাক হানাদার বাহিনীর পতন হয়। চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে এই দিন ভোর ৬টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক সেনা, রাজাকার আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়। তিস্তা নদী পার হওয়ার পরে পাক সেনারা তিস্তা রেল সেতুতে বোমা বর্ষণ করে সেতুর মারাত্মক ক্ষতিসাধন করে। লালমনিরহাটে ৭১-এর এই দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। লালমনিরহাট শত্রুমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে লোকজন ছুটে আসতে থাকে শহরের দিকে। এদিন সন্ধ্যার মধ্যে শহরে (বর্তমান মিশন মোড়) এলাকায় লোকে পূর্ণ হয়ে যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর ও আশপাশের গ্রাম। আনন্দে উদ্বেলিত কণ্ঠে স্বদেশের পতাকা নিয়ে ছোটাছুটি করতে থাকে তরুণ, যুবক, আবালবৃদ্ধবনিতা। শহরের বিভিন্ন রাস্তায় বের হয় আনন্দ মিছিল।  মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে ৬নং সেক্টর শুধু বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেটি অবস্থিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। এ সেক্টরের কমান্ডার ছিলেন বিমানবাহিনীর এম খাদেমুল বাশার। ৬ ডিসেম্বর মিত্র বাহিনীর সঙ্গে সর্বস্তরের মানুষ শহরে প্রবেশ করলে স্বাধীন বাংলার পতাকা ওড়ান তিনি। লামনিরহাটের একমাত্র বীরপ্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক এক সাক্ষাৎকারে অশ্রুসিক্তে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অবিস্মরণীয় এই দিনটি যথাযথভাবে উদযাপনের জন্য লালমনিরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা সংগঠন, সাংবাদিকরা ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী শহরে র‌্যালি ও মুক্তিযুদ্ধবিষয়ক ডিসপ্লে প্রচার করবে বলে জানা গেছে।
০৫ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাট পৌঁছাল বুড়িমারী এক্সপ্রেসের ৩ কোচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির সেই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ৩ কোচ লালমনিরহাট পৌঁছেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ‌্যায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য ৩টি কোচ লালমনিরহাট স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছে। এটি চালু হলে আরও এক ধাপ এগিয়ে যাবে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট। জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ২০১১ সালের ১৯ অক্টোর লালমনিরহাট পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সফরে এসে পাটগ্রাম জসিম উদ্দিন সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। সেই দিন জেলাবাসীর দাবি পূরণে কড়িডোর এক্সপ্রেস নামে বুড়িমারী থেকে সরাসরি ঢাকার যোগাযোগ স্থাপনে একটি আন্তঃনগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন। বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হলে বন্দরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। দীর্ঘদিনের প্রতীক্ষার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শুনে ভালো লাগছে। প্রতিদিন শত শত পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা এ রুটে যাতায়ত করেন। লালমনিরহাট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ট্রেনটি চালু করতে রেলভবনের সঙ্গে প্রতিনিয়ত এ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জুম মিটিং হচ্ছে। বুড়িমারী চালু নিয়ে লালমনিরহাট রেলওয়ে কার্যালয়ে অনেকটা ব্যস্ত সময় যাচ্ছে। তিনি আরও বলেন, আপাতত একটি রেক দিয়ে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করবে। ডাবল রেক এলে তা বুড়িমারী থেকে সম্প্রসারিত করা হবে। বুড়িমারীসহ অপর ৪ উপজেলার যাত্রীদের জন্য শাটল ট্রেন থাকবে। তবে কোনটি শার্টল হবে বুড়িমারী এক্সপ্রেসের তা এখনও নিশ্চিত হয়নি। তবে বুড়িমারী এক্সপ্রেস চালু হচ্ছে সেটা নিশ্চিত।
২১ নভেম্বর, ২০২৩

লালমনিরহাট সীমান্তে গরু চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
লালমনিরহাটের কালিগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিজিবির সঙ্গে গরু চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে রাইফেলের ৩০ রাউন্ড এবং এসএমজির ৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করে বিজিবি। সংঘর্ষে নায়েক মোহিবুল্লাহ নামের এক বিজিবি সদস্যসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গোড়ল ইউনিয়নের সীমান্ত দিয়ে পার হয়ে আসা ভারতীয় গরু নিয়ে চোরাকারবারির একটি দল খান্ডোরচওড়া হয়ে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির ১টি টহল দল সীমান্ত পিলার ৯১৮ হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খান্ডোরচওড়া এলাকায় গরু ও চোরাকারবারিদের ধরতে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু আটক করে। পরে আটক গরু ছিনিয়ে নিতে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা করে। এতে চোরাকারবারিদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক মো. মোহিবুল্লাহ আহত হন। পরিস্থিতির অবনতি হলে টহলদল আত্মরক্ষার্থে রাইফেলের ৩০ রাউন্ড এবং এসএমজির ৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পাবেল নামের একজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যরা পৌঁছালে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আসে। গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষে একজন বিজিবি সদস্য ও স্থানীয় একজনের আহত হওয়ার কথা শুনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খান্ডোরচওড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করলে চোরাকারবারিরা গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর হামলা করে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। বিজিবির ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
৩১ অক্টোবর, ২০২৩
X