প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির সেই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ৩ কোচ লালমনিরহাট পৌঁছেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য ৩টি কোচ লালমনিরহাট স্টেশন প্ল্যাটফর্মে পৌঁছে। এটি চালু হলে আরও এক ধাপ এগিয়ে যাবে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাট।
জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ২০১১ সালের ১৯ অক্টোর লালমনিরহাট পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সফরে এসে পাটগ্রাম জসিম উদ্দিন সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। সেই দিন জেলাবাসীর দাবি পূরণে কড়িডোর এক্সপ্রেস নামে বুড়িমারী থেকে সরাসরি ঢাকার যোগাযোগ স্থাপনে একটি আন্তঃনগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন।
বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হলে বন্দরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। দীর্ঘদিনের প্রতীক্ষার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শুনে ভালো লাগছে। প্রতিদিন শত শত পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীরা এ রুটে যাতায়ত করেন।
লালমনিরহাট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ট্রেনটি চালু করতে রেলভবনের সঙ্গে প্রতিনিয়ত এ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জুম মিটিং হচ্ছে। বুড়িমারী চালু নিয়ে লালমনিরহাট রেলওয়ে কার্যালয়ে অনেকটা ব্যস্ত সময় যাচ্ছে।
তিনি আরও বলেন, আপাতত একটি রেক দিয়ে লালমনিরহাট থেকে যাত্রা শুরু করবে। ডাবল রেক এলে তা বুড়িমারী থেকে সম্প্রসারিত করা হবে। বুড়িমারীসহ অপর ৪ উপজেলার যাত্রীদের জন্য শাটল ট্রেন থাকবে। তবে কোনটি শার্টল হবে বুড়িমারী এক্সপ্রেসের তা এখনও নিশ্চিত হয়নি। তবে বুড়িমারী এক্সপ্রেস চালু হচ্ছে সেটা নিশ্চিত।
মন্তব্য করুন