পাপন জানেন না / পাকিস্তান গেলেন লিটন দাস
বাংলাদেশ সুপার ফোরে উঠলে খেলতে পারেন লিটন দাস। এমন সংবাদ আগেই জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রোববার রাতে সুপার ফোর নিশ্চিত হওয়ায় দলের সঙ্গে যোগ দিতে গতকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেন ডানহাতি এ ওপেনার। যদিও পুরো ব্যাপারটাই জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেছেন তিনি। নির্বাচক, কোচ ও অধিনায়কের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি; কিন্তু লিটন যে যাচ্ছেন সে কথাই নাকি বলা হয়নি তাকে। পাপন বলেছেন, ‘আমার সঙ্গে আজকে (গতকাল) অধিনায়ক, কোচ, ওখানে রাজ্জাক (নির্বাচক) আছে, জালাল (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) ভাই আছেন। উনাদের সঙ্গে কথা হয়েছে, কেউ আমাকে বলেনি।’ নির্বাচকরাও যে বলেননি সে কথাও বলেছেন তিনি, ‘এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো… (বলেনি)। পাপন না জানলেও গতকাল রাত ৯টা ১৫ মিনিটের একটি ফ্লাইটে কাতার হয়ে পাকিস্তানের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন লিটন।
০৫ সেপ্টেম্বর, ২০২৩
X