তেহরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : ইরানের প্রেসিডেন্ট
তেহরানকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না। শনিবার (২৭ এপ্রিল) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  শনিবার ইরানের ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমেই বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া ফলাফলশূন্য। ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না।  এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে তিনি এ কথা জানান।  তিনি বলেন, এরইমধ্যে তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের বিষয়টি জানানো হয়েছে। তবে তাদের কখন ছেড়ে দেওয়া হবে তা তিনি স্পষ্ট করে জানাননি।  এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালি থেকে ইসরায়েলের একটি বিশালাকৃতির কার্গো জাহাজ ধরে নিয়ে গেছে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ-কমান্ডোরা। বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এমএসসি এআরআইইএস নামের একটি জাহাজ জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল। হরমুজ প্রণালি থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষক প্রতিষ্ঠান ওয়ার মনিটরও জাহাজ দখলের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানানো হয়েছে, হরমুজ প্রণালির কাছ থেকে ইরানের সেনারা এমএসসি এআরআইইএস নামের জাহাজটি দখলে নিয়েছে।
২৭ এপ্রিল, ২০২৪

বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : লিটন
স্বাধীনতার ৫৪ বছর পরও বিএনপি-জামায়াত এবং যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেননি, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর জয় বাংলা চত্বরে (গণকপাড়া মোড়) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  লিটন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখেছি, যে পরাশক্তি এদেশের স্বাধীনতা চায়নি, তারা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত ছিলেন। শেখ হাসিনার বুদ্ধিমত্তায় সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে, তারা লেজ গুটিয়ে নিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলার মাটিতেই স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় চার নেতা সেদিন জীবন-মৃত্যুর ভয় করেননি। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা শপথগ্রহণ করেন। তারা নেতার আদর্শে অবিচল ছিলেন। তারা নিশ্চিত মৃত্যু জেনেও কখনো খুনি খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান গংদের সঙ্গে আপস করেননি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত করা হবে। নগরীর আয়তন কয়েকগুণ বাড়াতে চাই। মেয়র বলেন, ‘উপজেলা নির্বাচনে দলের পক্ষ থেকে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে বলে দিয়েছেন, নির্বাচিত হয়ে কেউ (এমপি) যেন মনে না করে যে এটা আমার প্রার্থী। আমার প্রার্থী মানেই দলের প্রার্থী। অতএব, তাকেই ভোট দাও। এই কথাটি আপনারা (নেতাকর্মীরা) মানবেন না, বিশ্বাস করবেন না। কারণ, বলা হয়েছে- যে গ্রহণযোগ্য, জনগণের কাছে জনপ্রিয়, মানুষের জন্য কাজ করেন, তার অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার। তাকে যদি লোকাল এমপি সমর্থন দেন, ভালো। না দিলে জনগণ যেটি সমর্থন দেয়, সেটিই আমরা গ্রহণ করতে চাই। ভালো ব্যক্তিত্ব নিয়ে নির্বাচিত হয়ে আসুন। কারও চামচা হয়ে নয়, কারও অপকর্মের সঙ্গী হওয়ার জন্য নয়। তিনি বলেন, ‘আমরা ভালো মানুষ চাই, যে ভালো মানুষগুলো আগামী দিনে ৩০ বছর, ৪০ বছর নেতৃত্ব দেবেন। উপজেলা চেয়ারম্যান হবেন, আগামীতে কোনো এক সময় এমপি হবেন, মন্ত্রী হবেন। তাদের পথটা সুগম করে দিতে চাই। দলের মধ্যে নির্বাচনের যে লড়াই, সে লড়াইটি গণতান্ত্রিক লড়াই। এই লড়াই আওয়ামী লীগ সমর্থন করেছে। দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক যেটি বলেছেন সেটিই আওয়ামী লীগের বক্তব্য। স্থানীয় কারও বক্তব্য আমরা শুনতে চাই না। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী-২(সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মুহা. আসাদুজ্জামান আসাদ। জনসভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। এসময় আরও বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন।
১৮ এপ্রিল, ২০২৪

নতুন প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে : জামায়াত
সরকার নতুন প্রজন্মকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।  সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন সাধনের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকার দেশের শিক্ষা কারিকুলামে ধর্মীয় ও দেশীয় ঐতিহ্য বিরোধী ব্যাপক পরিবর্তন সাধন করেছে। নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিলোপ করে সেখানে শিশু শ্রেণি থেকে নাচ-গান ও শিল্পের নামে অশ্লীলতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষার মাধ্যমেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। অথচ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে জাতীয় আদর্শ ও জাতিসত্ত্বা বিরোধী শিক্ষানীতির অবতারণা করা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার নীতি-আদর্শহীন ও চরিত্র বিধ্বংসী শিক্ষা কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান এই শিক্ষা কারিকুলাম কোনো অবস্থাতেই মেনে নেবে না। দেশের শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারের মতো সর্বনাশী এবং যৌন বিকৃতিসম্পন্ন বিষয়াদি যুক্ত করে সরকার মূলত মুসলিম জাতিসত্ত্বার স্বকীয়তা নির্মূল করার এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে সন্নিবেশিত লিঙ্গ বিকৃতির মতবাদ আমাদের সন্তানদের মূলত সমকামিতার মতো অনৈতিকতার দিকে ঠেলে দেবে। এসব অপ্রয়োজনীয় ও আপত্তিকর বিষয়াদি পাঠ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতা বিবর্জিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে, যা জাতির জন্য অশনি সংকেত। মজিবুর রহমান আরও বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিক শিক্ষা দিয়ে তাদের চরিত্র ধ্বংস করার যে চক্রান্ত করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এসব শিরক-কুফরি, অনৈতিক এবং চরিত্র বিধ্বংসী বিষয়াদি শিক্ষা কারিকুলাম থেকে বাদ দিয়ে জাতিসত্ত্বা, নৈতিক আদর্শ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী মূল্যবোধ বিধ্বংসী কোনো শিক্ষানীতি মেনে নেবে না। আমি দেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, শিক্ষক সমাজ, ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ দেশপ্রেমিক নাগরিকদের সরকারের এসব আত্মঘাতী শিক্ষানীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি।  
১২ ফেব্রুয়ারি, ২০২৪

অর্থনীতি বিপন্ন করার ষড়যন্ত্র আছে : কাদের
বিদেশি চাপ আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। এগুলো অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে।  রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশি-বিদেশি চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে তো আছেই, চাপ বিদেশ থেকেও আছে। তবে আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমরাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে। তিনি বলেন, আমরা কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতিস্বীকার করব না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। নানা বাধা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনপূর্ব পরিস্থিতি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে গ্রামের বাজারগুলো খাদ্যসামগ্রী দিয়ে ভরপুর। পার্বত্য এলাকায় রাস্তা হওয়ায় প্রচুর জিনিস বাজারে আসছে। তবে দ্রব্যমূল্য যাতে মানুষের সক্ষমতার মধ্যে থাকে সে ব্যবস্থা করা হবে। সাধারণদের কষ্ট লাঘব করা দরকার, এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন।
১৪ জানুয়ারি, ২০২৪

নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে : কাদের
নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে থাকতে না পারে, তাদের বিদেশী বন্ধুদের দিকে তাকিয়ে আছে- কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা কবে আসবে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো  বলেন, শেখ হাসিনা ভিসা বিধিনিষেধ নিষেধাজ্ঞা পরোয়া করেন না। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকার পরিচালিত হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বাংলাদেশ আওয়ামী লীগ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে যদি সন্ত্রাস, অস্থিরতা, সহিংসতা তৈরি করে বিরোধীদল তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার পথ যুক্ত হলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে আমাদের ওপর আক্রমন করলে, আমরা তো বসে থাকব না। কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে তা মোকাবিলা করতে হবে।
০১ জানুয়ারি, ১৯৭০

গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের
গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  ডিসি ও ওসিদের বদলির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ডিসি ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যা বিরল।  তিনি বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সবার পুরোপুরি সহযোগিতা চাইছি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর নিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।  
০৮ ডিসেম্বর, ২০২৩

কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেশ ধ্বংসের ষড়যন্ত্র : এনডিপি
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন এবং নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে দেশ ধ্বংসের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টিকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে যাওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক যৌথ বিবৃতিতে এনডিপির সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) এ কথা বলেন। যুক্তফ্রন্টের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে নিন্দা ও ধিক্কার জানান তারা। বিবৃতিতে এনডিপি নেতৃদ্বয় বলেন, যারাই বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে সহযোগিতা করবে, তারাই হবে জাতীয় বেঈমান এবং তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তারা বলেন, যুক্তফ্রন্ট নামে নতুন জোট করে বর্তমান অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলে নির্বাচনে যাওয়ার ঘোষণা সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টায় সহযোগিতা করার শামিল। এর দায়ে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)-এর কল্যাণ পার্টিসহ সংশ্লিষ্ট সকলে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত এবং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। এনডিপির নেতৃদ্বয় বলেন, এই দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার, মানবিক অধিকার আদায়ে এবং সরকারের সীমাহীন দুর্নীতি, বিদেশে অর্থ পাচার ও দেশকে সুপরিকল্পিতভাবে ঋণগ্রস্ত করার বিরুদ্ধে সোচ্চার হয়ে বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে এবং তারেক জিয়ার নেতৃত্বে একদফা দাবি আদায়ের আন্দোলন যখন  সফলতার দ্বারপ্রান্তে, তখন রাজনীতিবিদদের এই ধরনের হটকারী সিদ্ধান্ত দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের শামিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা যখন দেশ-বিদেশে বাংলাদেশিদের স্বপ্নে পরিণত হয়েছে, তখন এই ধরনের দেশবিরোধী আচরণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তারা বলেন, এই সরকার ১৫ বছরে মানুষের ভোটাধিকার ও মানবিক অধিকার হরণ করে ২০১৪ ও ২০১৮ সালের ন্যায় পরিকল্পিত প্রতারণার নির্বাচন করার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট। দেশবাসীর প্রত্যাশা, দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান জনসম্পৃক্ত আন্দোলনে সরকারের পতন ঘটবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।
২২ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামে সামরিক ঘাঁটি বসাতে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র : মুক্তা
পঞ্চগড় পৌরসভার ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের এক সমাবেশে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে যেভাবে ১০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে একইভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও ঘাঁটি বানানোর নীলনকশা করছে যুক্তরাষ্ট্র। তাদের নীলনকশা বাস্তবায়নে প্রধান বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছে। পঞ্চগড় নূরে আলা নূর কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের সমাবেশে মুক্তা এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাহরাইনে আছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে সিরিয়ায় এক হাজার সৈন্যের ঘাঁটি করেছে।এমনিভাবে কুয়েতে ১৪ হাজার, সৌদি আরবে তিন হাজার, আরব আমিরাতে চার হাজার, কাতারে আট হাজারসহ ইসরায়েল, জর্ডানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে রয়েছে ৪৫ হাজারেরও বেশি আমেরিকার সৈন্য।’ সমাবেশে পৌরসভার ২৫টি জামে মসজিদের ইমামসহ আটোয়ারি ও তেঁতুলিয়ার ইমাম ও আলেমরা অংশ নেন। আলোচনা শেষে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুল করিম মোনাজাত পরিচালনা করেন। সমাবেশে বক্তারা বলেন, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের আবাসিক এলাকা এমনকি হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে বোমা হামলা করে মানুষ হত্যা করছে ইসরায়েল। বিশ্বমানবতাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। জাতিসংঘ সেখানে নিশ্চুপ। বাংলাদেশে ইসলাম নিয়ে যারা রাজনীতি করতে চায় সেই বিএনপি-জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সন্দেহ হয়। এরা বাংলাদেশেও মার্কিন ঘাঁটি বানিয়ে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ করতে চায়। সমাবেশ থেকে মসজিদে খুতবায় মুসুল্লিদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।
০৯ নভেম্বর, ২০২৩

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না : পরিবেশমন্ত্রী
বিএনপি-জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন।  তিনি বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন কোনোভাবেই বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে ২ কোটি ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যয়ে জুড়ী নদীর ওপর নির্মিত পশ্চিমজুড়ী ইউনিয়নের খালেরমুখ ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।’ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় ও পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, সাবেক ইউপি সদস্য জমির আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইয়ুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।
১২ অক্টোবর, ২০২৩

তলে তলে আপস হয় না ষড়যন্ত্র হয়- রিজভী
তলে তলে গোপনে আপস নয়, ষড়যন্ত্র হয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রিজভী। ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনার মনে রাখা দরকার—তলে তলে গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র। পরনির্ভরশীল, কাপুরুষ ও ভীরুরাই তলে তলে আপস করে। তিনি আরও বলেন, এই সস্তা কথায় দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দলবাজদের অভয় দিতে চান কাদের সাহেব। তবে লাভ নেই। সুষ্ঠু নির্বাচন হলে হারবেন বলেই তলে তলে আপসের কথা বলছেন। তলে তলে কী দিয়ে আপস করলেন, তা জনগণ জানতে চায়। রিজভী বলেন, ক্ষমতাসীনরা আবারও ভোট ছাড়া ক্ষমতার নেশায় অন্ধ হয়ে দেশে দেশে ধরনা দিয়ে ব্যর্থ হয়েছে। সবকিছু জেনে-শুনে কেউ এই নিপীড়ক সরকারকে গোপনে সহযোগিতা করবে না। এরা গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সংবাদ সম্মেলনে বিএনপির হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান সোহেল, রফিকুল ইসলাম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। দেশের জনগণ তখন এদের বিদায় না করে ঘরে ফিরবে না।
০৬ অক্টোবর, ২০২৩
X