মান্নার ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল
ঢালিউডে তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। মৃত্যুর পরও তার সিনেমাগুলো বিনোদনপ্রেমীদের পছন্দের তালিকাতে রয়েছে। দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন তিনি।একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন গণমানুষের এ নায়ক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মাত্র ৪৪ বছর জীবনাবসান হয় তার। মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। ঢালিউডে বিচরণ নেই তার। সামাজিকমাধ্যমে মাঝেমধ্যে কিছু পোস্ট দেন সিয়াম। রোববার মা দিবসে মা-বাবার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকে ও ইনস্ট্রাগ্রামে বাবা-মায়ের ছবি প্রকাশ করেছেন সিয়াম। তাতে শৈশবের সিয়ামকেও দেখা গেছে। ছবিতে তিনি ইংরেজিতে একটি বাক্য লিখেছেন। সেটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমার বাবার দারুণ সৌভাগ্য ছিল। এ কারণেই এই সুন্দরীকে জয় করতে পেরেছিলেন’। সুন্দরী বলতে সিয়াম তার মা শেলী মান্নাকে বোঝাতে চেয়েছেন। এরপর মায়ের উদ্দেশ্যে সিয়ামের লিখেছেন, হ্যাপি মাদারস ডে। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মান্না। ওই প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। তবে মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন এ নায়ক।
১৩ মে, ২০২৪

৩৪০ টাকার জন্য লাথি মেরে গর্ভের সন্তান হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুদি দোকানির পাওনা ৩৪০ টাকা পরিশোধ না করায় দুই দফা হামলা চালানো হয় দরিদ্র দম্পতির ওপর। দ্বিতীয় দফা হামলার সময় ভুক্তভোগী মনির সরদারের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবি বেগমের তলপেটে আঘাত করে হামলাকারীরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণের পর তিনি মৃত সন্তান প্রসব করেন।  এ ঘটনায় মনির বাদী হয়ে সদর ইউনিয়নের বকসির ঘটিচোরা গ্রামের মিরাজ (৩৫), নিজাম (৩২) ও মিলনের (৩০) বিরুদ্ধে ২ মে মঠবাড়িয়া থানায় মামলা করেন। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলা সূত্র ও ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতিবেশী মিরাজের মুদি দোকান থেকে বিভিন্ন সময় বাকিতে পণ্য কিনতেন তারা। এতে তার ৩৪০ টাকা পাওনা হয়। দিনমজুর মনির দোকানে গেলে মিরাজ পাওনা টাকা দিতে বলে। তবে কয়েকদিন কাজ না পাওয়ায় পরের দিন বুধবার দেবেন জানিয়ে বাড়ি চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে রাতে মিরাজসহ তার তিন ভাই প্রথম দফায় মনিরের বাড়ি গিয়ে টাকা চায় এবং গালাগাল করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় মনিরের স্ত্রীর পেটে আঘাত করে মিরাজ। তার অপর দুই ভাই মনিরকে পুকুরে নামিয়ে পেটায়। ভুক্তভোগী দম্পতির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে রাতেই সিজারের মাধ্যমে রুবি বেগম মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনার পর থেকে মিরাজ ও তার ভাইয়েরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। ভুক্তভোগীর স্বামী মনির সরদার জানান, মুদি দোকানির পাওনা পরিশোধ না করায় মিথ্যা অপবাদ দিয়ে আমার ওপর হামলা চালানো হয়। আমার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর তলপেটে লাথি মারে তারা। এতে অতিরিক্ত রক্তক্ষরণের পর মৃত সন্তান প্রসব করে আমার স্ত্রী।  সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. সুলতান শরীফ বলেন, শিশু হত্যার সঠিক বিচার চাই আমরা। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। মিরাজ হোসেনের (আসামি) স্ত্রী লাইজু আক্তার অভিযোগের কথা অস্বীকার করে কালবেলাকে জানান, দুই হাজার টাকা এবং মোবাইল চুরি করে নিয়ে যায় রুবির স্বামী মনির। সেটা নিয়ে আমাদের সঙ্গে হাতাহাতি হয়। সকালে শুনি পেটের বাচ্চা নড়াচড়া করে না। তারপরে আমরা আর কিছু জানি না। আমরা শুনেছি, তার জরায়ুতে সমস্যা ছিল। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় কালবেলাকে জানান, রোগীর অনেক রক্তক্ষরণ হচ্ছিল। পেটের ভেতরে বাচ্চা মৃত অবস্থায় ছিল। যে কারণে নরমাল করা সম্ভব হয়নি। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন দিয়েছিলেন রোগীটি অনেক গরিব। তাই আমরা ফ্রিতে সিজার করে দিয়েছি। মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্ভের মৃত সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
০৮ মে, ২০২৪

সন্তান জন্ম দিলেই পাবেন কোটি টাকা
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে ভারত। বিপরীতে ২০২২ সালে চীনের জনসংখ্যা কমেছে ৮,৫০,০০০। ১৯৫৯-১৯৬১ সালের দুর্ভিক্ষের পর এই প্রথম জনসংখ্যা হ্রাস পেয়েছে চীনের। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে বিপদে পড়েছে অনেক দেশ। সেসব দেশ আবার বিভিন্নভাবে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।  বিশেষ করে পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কাছাকাছি। কারও ক্ষেত্রে আবার জনসংখ্যার হার ঋণাত্মক। এই অবস্থায় দেশগুলো দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নিচ্ছে নানা উদ্যোগ। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পনা করেছে, তারা দেশটির দম্পতিগুলোকে সন্তান লালন-পালনের ভর্তুকি হিসেবে ১০ কোটি ওন দেবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৩ লাখ টাকার সমান। দেশটির বর্তমান জন্মহার ০.৭৮, যা সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন গত এপ্রিল মাসে একটি জরিপ চালিয়েছে—কেন দম্পতিরা সন্তান নিচ্ছেন না। সেই জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে তারা এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে। এ ছাড়া জরিপটিতে, এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে। সেই জরিপের ভিত্তিতে সিভিল রাইটস কমিশন বার্ষিক ২৩ লাখ কোটি ওন বা ২৬ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে। এই অর্থ দেশটির নিম্ন জন্মহার রোধের জন্য বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেক এবং এর পুরোটাই দেওয়া হবে প্রণোদনা বা ভর্তুকি হিসেবে।  কমিশনে প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপের মাধ্যমে আমরা (জন্মহার বৃদ্ধিতে) সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কি না, তা নির্ধারণ করতে দেশের জন্ম প্রচার নীতিগুলো পুনর্মূল্যায়নের পরিকল্পনা করেছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘নিম্ন জন্মহার এখন আর কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য একচেটিয়া সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে একসঙ্গে কাজ করা উচিত।  এদিকে, গত ফেব্রুয়ারিতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে থাকা ০.৭৮ শতাংশ জন্মহার ২০২৩ সালে আরও কমে ০.৭২ শতাংশে দাঁড়িয়েছে। ২০০৬ সাল থেকে জন্মহার বাড়ানোর চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া।  
০৬ মে, ২০২৪

মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক
ঝালকাঠি সদর উপজেলার বিশিষ্ঠ সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সোমবার (২৯ এপ্রিল) রাত সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজস্ব বিভাগের ডেপুটি কমিশনার আল-আমিন মৃদুলের বাবা। আব্দুল খালেকের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি গ্রামের জামে মসজিদে নামাজে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী সাইফুদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জোবায়দা হক অজন্তা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৩০ এপ্রিল, ২০২৪

সন্তান প্রসব করাতে গিয়ে নারীর জরায়ু কাটার অভিযোগ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিজারিয়ান অপারেশন করার সময় নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে সবুর হোসেন নামে এক বেসরকারি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (২৯) বিকেল ৪টায় পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে এ ঘটনা ঘটে।  উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী নাদিরা আক্তারের সিজারিয়ান অপারেশন করার সময় এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকের দাবি অতিরিক্ত রক্তক্ষরণের ফলে জরায়ু কাটতে হয়েছে। নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, প্রসবের তারিখ নিকটে হওয়ায় সোমবার দুপুরে নাদিরাকে নিয়ে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালে ভর্তি করান। বিকেল সাড়ে ৩টায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেন। অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক সবুর হোসেন নাদিরার জরায়ু কেটে ফেলেন। ডা. সবুর হোসেনের বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক উনাকে রক্ত দেই। ঘণ্টাখানেক পর উনার রক্তক্ষরণের পরিমাণ বেশি হলে জরায়ু কাটা হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যে কোনো ক্ষেত্রেই হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও নিউ মেডিল্যাব হাসপাতালের বিরুদ্ধে সুস্থ রোগীকে এইডস রোগী হিসেবে রিপোর্ট দেওয়াসহ রোগীদের অপচিকিৎসার অভিযোগ থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে নিউ মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুনীল দাস ও ম্যানেজার আশরাফ উদ্দিনের মুটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও উনারা ফোন রিসিভ করেননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেডিল্যাব হাসপাতালে গিয়ে রোগীর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। এ সময় হাসপাতালটিতে রোগী ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্সসহ কাউকে পাওয়া যায়নি।
২৯ এপ্রিল, ২০২৪

মসজিদে আজান দিল নায়ক সাইমনের সন্তান
ঈদে মুক্তি পেয়েছে সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘মায়া’। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়ক। তবে অভিনেতার আনন্দে নতুন মাত্রা যোগ করল তার বড় ছেলে সাইয়ান সাদিক। ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা সাইমন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ফেসবুকে বড় ছেলে সাইয়ানের আজান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এই চিত্রনায়ক। ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্ন রিঅ্যাকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন সাইমন। পর্দার বাইরে বেশ সাদামাটা জীবন কাটান সাইমন।  গ্রাম ভালোবাসেন ভীষণ। মাঝেমধ্যেই চলে যান গ্রামে।  মাছ ধরেন নানা জলাধারে। গ্রামে শৈশবের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান তিনি।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের আনন্দঘন মুহূর্তগুলো। নিজের সন্তানদের সঙ্গে হওয়া খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, যা দেখে মুগ্ধ হন এই নায়কের ভক্তরা।  সন্তানের আজান দেওয়ার বিষয়ে সাইমন বলেন, ঢাকার লালমাটিয়ায় থাকি আমি। সেখানকার হাউজিং কমিউনিটি মসজিদে নিয়মিত যাতায়াত হয়। আমার বড় ছেলেও যায় সেখানে।  ও আরবি পড়ে।  এবার প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে ও। এটি আমার কাছে খুবই আনন্দের। আমার সন্তানেরা পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চা করছে। বাবা হিসেবে গর্বিত আমি।
২৬ এপ্রিল, ২০২৪

চিকিৎসার জন্য সন্তান বিক্রি করলেন বাবা
আধমরা অবস্থায় বিছানায় পড়ে আছেন আল আমিন। দুই পা অচল হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। কিছুদিন হাসপাতালে থাকলেও টাকার অভাবে ঠিকঠাক চিকিৎসা নিতে পারেননি। নিরুপায় হয়ে ৩ মাস বসয়ী সন্তানকে বিক্রি করে দিয়েছেন। স্বামীর অভাব-অনটন আর অসুস্থতায় পাশে থাকলেও দুধের শিশুকে হারিয়ে পাগলপ্রায় মা বেরিয়ে গেছেন বাড়ি থেকে। আল আমিনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্নী গ্রামে। আহত হয়ে বিছানায় পড়ে যাওয়ার পর থেকে মানুষের কাছে চেয়ে চেয়ে সংসার চালাচ্ছেন। অসুস্থতার মধ্যেও থাকছেন অর্ধাহারে-অনাহারে। অসহায় এ ব্যক্তির স্ত্রী-সন্তানদের ব্যাপারে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। জানা গেছে,  স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভালোই চলছিল ভ্যানচালক আলামিনের সংসার। একদিন বাড়ির পাশের মারামারির মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। এরপর অন্ধকার নেমে আসে তার জীবনে। বিনা চিকিৎসায় পড়ে থাকার কারণে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। নিজের চিকিৎসা করাতে কিছুদিন আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ব্যক্তির কাছে সন্তানকে বিক্রি করেন ৫০ হাজার টাকায়। কিন্তু বাবার মন তো মানে না! তাই নিজে সুস্থ হয়ে সন্তানকে ফেরত আনতে চান। ফিরতে চান স্বাভাবিক জীবনে। এ ব্যাপারে প্রশাসনও তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দীন বলেন, দেলদুয়ার উপজেলার একজন অসহায় রোগীর সম্পর্কে জানতে পেরেছি। তার দুই পা প্যারালাইজড হওয়ার কারণে পিঠে ঘা হয়ে গেছে। তার জন্য পরার্মশ হলো প্রথমত তাকে যেন জেলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে সব ধরনের সহায়তা করা হবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, জেলা প্রশাসন বরাবরই অসহায়, দুস্থ,পীড়িত মানুষকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম অনুদান ও সহযোগিতা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আল আমিনের সুস্থতার জন্য যা করা প্রয়োজন আমরা তা করব। মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকা আলামিনও নিশ্চয়ই উঠে দাঁড়াবেন। আবারও ধরবেন সংসারের হাল। আর ছোট্ট শিশু জান্নাতও ফিরে আসবে বাবার কোলে।
২৬ এপ্রিল, ২০২৪

আগেও বিয়ে করেছিলেন বুবলী, আছে সন্তান
ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার খবরের শিরোনামে আসেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে হরহামেশাই মন্তব্য করে আলোচনার জন্ম দেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলীর অতীত নিয়ে কথা বলেন। সেখানেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা। সুরুজ বাঙালি বলেন, বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, এটা শাকিব জানত না। তার আগের ঘরে একটি মেয়েও আছে। এটা পরে জানতে পেরে শাকিব তাকে এড়িয়ে চলছে। কিন্তু বীরতো শাকিবের রক্তের তাই শাকিব বীরকে কখনোই ফেলে দেবে না।  তিনি বলেন, বুবলী শাকিব খানকে ধরে এ পর্যন্ত এসেছে। তাকে ধরে ১০টি ছবিও করেছে। তাকে শাকিবই উপরে উঠাইছে। সুরুজ আরও বলেন, বর্তমানে শাকিব-অপু দুজনেই ভালো আছে, তাদের মধ্যে বুবলী ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে। বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক গলানোর কী দরকার? এদিকে ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী জানান, তিনি এখনো শাকিব খানের স্ত্রী। তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন। এই নায়িকা জানান, শাকিবের বাসায় গেলে অপু-জয়ের সঙ্গে দেখা হয় বুবলী ও বীরের। একবার বীর ও শাকিবের সঙ্গে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলী, এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু। শবনম বুবলী ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বর্তমানে বুবলী জনপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের।
২৪ এপ্রিল, ২০২৪

অনাগত সন্তান নিয়ে অ্যাকশন মুডে দীপিকা, হচ্ছেন সমালোচিত
বলিউডের গ্লোবাল তারকা দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালটি নিজের করে নিতে ইতোমধ্যেই নেমে গেছেন কাজে। করছেন নতুন সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং। তার কিছু ছবি প্রকাশ হবার পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। অভিযোগ উঠেছে অনাগত সন্তানের খেয়াল রাখছেন না তিনি। খবর : টাইমস অব ইন্ডিয়া দীপিকা বর্তমানে অন্তঃসত্ত্বা। তার ও রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। খবরটি পুরোনো। এর কারণে কাজের সংখ্যাও কমিয়ে এনেছেন তিনি। ব্যস্ত আছেন পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে। প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজিতে নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এদিকে নেট দুনিয়ায় সিনেমার শুটিং চলাকালে দীপিকার বেশকিছু ছবি ফাঁস হয়েছে। যে ছবিগুলো ঘিরে অভিনেত্রী শিকার হচ্ছেন সমালোচনার। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেছেন অন্তঃসত্ত্বা অবস্থায় এমনটা কি করা উচিত! গর্ভে থাকা সন্তানের কি কোনো খেয়াল নেই তার? ফাঁস হওয়া ছবিতে তাকে দেখা যায় কাঠফাটা রোদের মধ্যে সহকর্মীদের সঙ্গে মারপিটের সিন করছেন তিনি। এমন ছবি দেখেই ক্ষেপেছে দীপিকা ভক্তরা। বিয়ের প্রায় ৫ বছর পর মা-বাবা হচ্ছেন দীপিকা ও রণবীর। এ বছরের ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর ২৯ ফেব্রুয়ারি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুগল। তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা। অভিনেত্রীর ‘কাল্কি ২৯৮৯ এডি’ রিলিজের অপেক্ষায়। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ শুটিং শুরুর অপেক্ষায়। ২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। এবার আসছে ‘সিংহাম অ্যাগেইন’। দীপিকা ও অজয় ছাড়াও সিনেমায় রয়েছে একঝাঁক তারকা।
১৭ এপ্রিল, ২০২৪

পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়া নারীকে ত্রাণ দিলেন দুলাল পাটওয়ারী
চাঁদপুর শহরের বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়ে থাকা অসহায় নারী শাহিনুর বেগমকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী। তিনি জানান, বড় স্টেশনে পাঁচ সন্তান নিয়ে খাদ্য কষ্টে বিপাকে পড়েছিলেন অসহায় শাহিনুর বেগম। দেখতে পেয়ে আমি তাৎক্ষণিক বিষয়টি আবু নাঈম পাটোয়ারী দুলালকে অবগত করেছিলাম। পরে তিনি মানবিক ডাকে সাড়া দিয়ে ওই অসহায় নারী ও সন্তানদের নতুন জামা কাপড়, খাবারসহ চাল ডাল ও খাদ্যসামগ্রী আমার মাধ্যমেই পৌঁছিয়ে দেয়। আর এই ত্রাণ সহায়তা পেয়ে অসহায় ওই শাহিনুর ও তার সন্তানরা অনেক খুশি হয়েছেন। আবু নাঈম পাটোয়ারী দুলাল বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচব সবসময় সাধ্যানুযায়ী মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।
১৬ এপ্রিল, ২০২৪
X