আমিরাত সফর বাতিল করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শেখ তাহনুন বিন মোহাম্মদ নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত সাত দিনের শোক ঘোষণা করেছে। আমিরাতের শোকের প্রতি সহমর্মিতা দেখিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিল। প্রতিমন্ত্রী এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। শুক্রবার (৩ মে) বিকাল ৫টা ২০ মিনিটে তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ কথা রয়েছে।
০২ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি প্রতিনিধিদলের সফর বাতিল
যুক্তরাষ্ট্রে একটি উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধিদলের পূর্বপরিকল্পিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার (২৫ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানালেন তিনি। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবটি উত্থাপন করেছে পরিষদের অস্থায়ী ১০ সদস্য। ভোটাভুটিতে চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং ১০ অস্থায়ী সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এ ছাড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলেও কোনো ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়াও গাজায় হামাসের হাতে বন্দি সব ইসরায়েলিকে মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা তার পূর্ববর্তী অবস্থান থেকে স্পষ্ট সরে যাওয়া। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান বদল হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টার পাশাপাশি গাজায় বন্দি ১৩০ জনের বেশি ইসরায়েলিকে মুক্ত করানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন অবস্থানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে প্রতিনিধিদল পাঠাবেন না। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় আসন্ন অভিযান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল এই উচ্চপদস্থ ইসরায়েলি প্রতিনিধিদলের। রাফায় অভিযান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন চাপ অপেক্ষা করে যদি ইসরায়েল রাফায় অভিযানে যায় তাহলে সামরিক সহায়তা বন্ধের মতো বিষয় সামনে এসে পড়েছে। তাই বেশ কয়েক দিন ধরে রাফায় ইসরায়েলি অভিযানের বিকল্প খুঁজছে বাইডেন প্রশাসন। সেই জন্য বেশ কাঠখড়ও পুড়িয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে ইসরায়েল বৈঠক স্থগিত করার কারণে সেই প্রচেষ্টায় নতুন করে বাধা দেখা দিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের এমন সিদ্ধান্তে হতবাক বাইডেন প্রশাসন। তারা বিষয়টি ইসরায়েলিদের বাড়াবাড়ি বলে মনে করছেন।
২৬ মার্চ, ২০২৪

রাষ্ট্রপতির সাজেক সফর বাতিল
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সাজেক সফর বাতিল হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’ এদিকে, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থিত সব কটেজ-রিসোর্ট, ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। সেই ঘোষণাও বাতিল করেছে কটেজ মালিক সমিতি। সাজেক কর্টেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ ডিসেম্বর, ২০২৩

মেসিদের চীন সফর বাতিল
সম্প্রতি রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। চলতি মাসেই আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে চীনে আসার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকার ইন্টার মায়ামির। কিন্তু দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মৃত্যুতে সফরটি বাতিল হয়েছে। বুধবার (১ নভেম্বর) ইন্টার মায়ামি বিবৃতিতে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে চীন সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সফরের আয়োজক এনএসএন জানিয়েছে যে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর মৃত্যুতে সম্মান জানানোর জন্য সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাই মাসে ফ্রান্সের পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটিই ছিল মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম আন্তর্জাতিক সফর। চাইনিজ সুপার লিগের দল কিংডাও হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর এবং চেংডু রংচেং এর সঙ্গে ৮ নভেম্বর খেলার কথা ছিল মায়ামির। প্রায় ১ লাখ দর্শকের উপস্থিতি হওয়ার কথা ছিল ম্যাচ দুটিতে। মেজর লিগ সকারের (এমএসএল) পরের মৌসুম শুরুর আগ পর্যন্ত আপাতত আর কোনো খেলা নেই মেসির মায়ামির।
০২ নভেম্বর, ২০২৩

হঠাৎ ইসরায়েল সফর বাতিল করলেন এরদোয়ান 
হঠাৎ করে আসন্ন ইসরায়েল সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৫ অক্টোবর) সংসদে একে পার্টির এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। খবর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এরদোয়ান বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা। দলটি নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছে। এ সময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে পশ্চিমাদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেন।  তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনোকিছুর জন্যই ঋণী নয়। এদিকে গাজায় স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।  দেশটিকে ইরাকে অভিযান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে গাজায় স্থল অভিযান শুরু করার থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান থেকে এ শিক্ষা নেওয়ার কথা বলছে দেশটি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরে ঘরে লড়াইয়ে আটকে যাবে তারা। হামাসকে মোকাবিলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে ব্যাপক সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। তবে তারা ইসরায়েলকে স্থল অভিযানের জন্য ২০০৪ সালে ইরাক যুদ্ধ থেকে বিশেষ করে ফালুজা অভিযান থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, গাজায় স্থল অভিযানের ফলে ইসরায়েলের জিম্মি ও বেসরামরিক লোকদের বিপদে ফেলতে পারে। এ ছাড়া এ অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। এজন্য তারা বিমান হামলা ও বিশেষ লক্ষ্যে স্পেশাল অপারেশন চালানোর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযান করলে ইরাকের মসুল শহরের মতো হামাসও বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে করে পরিকল্পনার চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
২৫ অক্টোবর, ২০২৩
X