হঠাৎ করে আসন্ন ইসরায়েল সফর বাতিল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২৫ অক্টোবর) সংসদে একে পার্টির এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। খবর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা। দলটি নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছে। এ সময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে লড়াই করে আসা গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসকে পশ্চিমাদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনোকিছুর জন্যই ঋণী নয়।
এদিকে গাজায় স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে ইরাকে অভিযান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে গাজায় স্থল অভিযান শুরু করার থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান থেকে এ শিক্ষা নেওয়ার কথা বলছে দেশটি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরে ঘরে লড়াইয়ে আটকে যাবে তারা।
হামাসকে মোকাবিলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে ব্যাপক সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। তবে তারা ইসরায়েলকে স্থল অভিযানের জন্য ২০০৪ সালে ইরাক যুদ্ধ থেকে বিশেষ করে ফালুজা অভিযান থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, গাজায় স্থল অভিযানের ফলে ইসরায়েলের জিম্মি ও বেসরামরিক লোকদের বিপদে ফেলতে পারে। এ ছাড়া এ অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। এজন্য তারা বিমান হামলা ও বিশেষ লক্ষ্যে স্পেশাল অপারেশন চালানোর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযান করলে ইরাকের মসুল শহরের মতো হামাসও বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে করে পরিকল্পনার চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মন্তব্য করুন