সম্প্রতি রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। চলতি মাসেই আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে চীনে আসার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকার ইন্টার মায়ামির। কিন্তু দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মৃত্যুতে সফরটি বাতিল হয়েছে।
বুধবার (১ নভেম্বর) ইন্টার মায়ামি বিবৃতিতে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে চীন সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সফরের আয়োজক এনএসএন জানিয়েছে যে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর মৃত্যুতে সম্মান জানানোর জন্য সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত জুলাই মাসে ফ্রান্সের পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটিই ছিল মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম আন্তর্জাতিক সফর।
চাইনিজ সুপার লিগের দল কিংডাও হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর এবং চেংডু রংচেং এর সঙ্গে ৮ নভেম্বর খেলার কথা ছিল মায়ামির। প্রায় ১ লাখ দর্শকের উপস্থিতি হওয়ার কথা ছিল ম্যাচ দুটিতে। মেজর লিগ সকারের (এমএসএল) পরের মৌসুম শুরুর আগ পর্যন্ত আপাতত আর কোনো খেলা নেই মেসির মায়ামির।
মন্তব্য করুন