এনডিএম থেকে সাংগঠনিক সম্পাদক হীরার পদত্যাগ
ববি হাজ্জাজের নেতৃত্বাধীন ৪৩তম নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা। রোববার (২৮) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। হীরা জানান, এই দলের গঠন প্রক্রিয়াসহ দলের সব কার্যক্রমের সঙ্গে কার্যকরভাবে বিভিন্ন দায়িত্বে থেকে নেতৃত্বের মাধ্যমে তিনি এনডিএমকে আজকের এই পর্যায়ে তুলে এনেছেন। কিন্তু দলের গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় তিনি পদত্যাগ করেছেন।  তার মতে, এই দলের মাধ্যমে গণতন্ত্র চর্চা ও গণতন্ত্র পুনঃউদ্ধার করে বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
২৮ জানুয়ারি, ২০২৪

পিস্তল ছিনতাই মামলায় / বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সের সাত দিনের রিমান্ড আবেদন
পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ রোববার (৫ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক ফরহাদ মাতুব্বর এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত তাকে গ্রেপ্তার দেখান। এ সময় আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত ২ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। তবে মির্জা আব্বাস অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত ৫ নভেম্বর তাকে আদালতে হাজিরের জন্য কারা পরোয়ানা জারি করেন। গত ৩১ অক্টোবর আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
০৫ নভেম্বর, ২০২৩

সাঈদীর মৃত্যুতে শোক / যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ জানানো হয়েছে।  তবে সুনির্দিষ্ট কী কারণে মারুফকে বহিষ্কার করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।  জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে সাঈদীর ছবি সংবলিত একটি সংবাদ কার্ড শেয়ার করেন। একই সঙ্গে তার মাগফিরাত কামনা করেন। এ ঘটনায় যশোর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতারা সমালোচনা করেন এবং মারুফের বহিষ্কারের দাবি তোলেন। তবে কয়েক ঘণ্টা পর মারুফ সেই পোস্ট মুছে ফেলেন।  এ বিষয়ে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন বলেন, ‘আমার ফেসবুক আইডি ১৩ আগস্ট হ্যাক হয়। পরে বন্ধুরা জানান, হ্যাক করা আইডি থেকেই সাঈদীকে নিয়ে একটা পোস্ট হয়েছে। শুক্রবার রাতে আইডিটা ফিরে পেয়েছি। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় জিডিও করেছি।’
১৯ আগস্ট, ২০২৩
X