ববি হাজ্জাজের নেতৃত্বাধীন ৪৩তম নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা।
রোববার (২৮) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
হীরা জানান, এই দলের গঠন প্রক্রিয়াসহ দলের সব কার্যক্রমের সঙ্গে কার্যকরভাবে বিভিন্ন দায়িত্বে থেকে নেতৃত্বের মাধ্যমে তিনি এনডিএমকে আজকের এই পর্যায়ে তুলে এনেছেন। কিন্তু দলের গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় তিনি পদত্যাগ করেছেন।
তার মতে, এই দলের মাধ্যমে গণতন্ত্র চর্চা ও গণতন্ত্র পুনঃউদ্ধার করে বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
মন্তব্য করুন