সাইকেল চুরির দায়ে স্কুলের ২ দপ্তরি কারাগারে
হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বর থেকে তালা ভেঙে বাইসাইকেল চুরির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ মে) বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- উপজেলা আন্দিউড়া ইউপির মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জহিরুল ইসলাম ও একই উপজেলার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মুজাহিদ মিয়া।  এর আগে শুক্রবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চুরি করা সাইকেলও জব্দ করা হয়েছে।  জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) মাধবপুর ইউএনও একেএম ফয়সাল মুছলেকা সাইকেল চুরির দায়ে দুই দপ্তরিকে ছেড়ে দেওয়ার সংবাদ প্রচার হলে উপজেলাজুড়ে সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে দুজনকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।  গ্রেপ্তার দপ্তরি মুজাহিদ মিয়া বলেন, আমি এ চুরিতে ছিলাম না। হঠাৎ মাধবপুর থানার পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। ঘটনা নির্ভুল তদন্ত করলে দেখা যাবে আমার কোনো দায় নেই। মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান কালবেলাকে বলেন, চুরির দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
০৩ মে, ২০২৪

সাইকেল হয়ে গেল মোটরসাইকেল!
দূর থেকে দেখলে যে কেউ ভেবে নিতে পারে বিশ্বের অন্যতম সেরা রেসিং বাইক ডুকাটি। তবে ডুকাটির আদল দিতে চাইলেও আসলে এটি একটি বাইসাইকেল। আর এই বাইসাইকেলটিকে এমন রূপ দিয়ে চারদিকে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন সোহেল রানা নামের এই যুবক।  স্বপ্নবাজ এই যুবকের বাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসূতা গ্রামে। বাবার নাম মৃত দুলাল মিয়া। চার ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়। অনার্স শেষ করেছে ভূগোল নিয়ে। টিউশনি করার পাশাপাশি বড় ভাইদের ব্যবসায় সহযোগিতা করেন।  সোহেল রানা জানান, প্রায় দেড় মাস পরিশ্রম করার পর তার নিজ বাইসাইকেলটিকে মোটরবাইকের আদলে রূপ দেওয়া সম্ভব হয়েছে। এই সময়ে প্রতিদিন কাজের ফাঁকে সময় বাঁচিয়ে মোটরসাইকেল তৈরিতে সময় দেন তিনি। আর এখন এই মোটরবাইক দিয়েই বাড়ি থেকে বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন রানা, বাজার করেন ঘুরতেও বের হন। মাত্র ১০ টাকার বিদ্যুৎ খরচে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন।  রানার স্বপ্ন ছিল মোটরবাইক কেনার। কিন্তু অনটনের সংসারে সে স্বপ্ন বাস্তব করা দুঃসাধ্য। তবে ইচ্ছে থাকলে দুধের স্বাদ ঘোলেও যে মেটানো যায় তারই যেন উদাহরণ রানার ডুকাটি। আর এ কাজে তার পাশে থেকে সহযোগিতা করেন এক প্রতিবেশী।  সাইকেল থেকে মোটরসাইকেলের অবয়ব তৈরি করতে প্রথমেই লাগানো হয়েছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি। পরে বিভিন্ন তার ও রড দিয়ে ডুকাটি বাইকের বডি তৈরা করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটরসাইকেলটি দেখে মুগ্ধ এলাকাবাসী। তার এমন সৃষ্টিকর্মে খুশি সবাই। মোটরসাইকেলের গঠনের মতো এই বাইকটি তৈরি করতে রানার খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
১৯ এপ্রিল, ২০২৪

ট্রাকচাপায় প্রাণ গেল ২ সাইকেল আরোহীর
মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার চাঁদবিল গ্রামের হাসান আলী। নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আটক ট্রাকচালকের নাম বাবুল আলী। তিনি মাগুরা জেলার শালীকা গ্রামের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুই যুবক সাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন দুই যুবক।  অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালকের চোখে ঘুম ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। এর আগেও এই সড়কে প্রাণহানি হয়েছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। চালকের ঘুমের কারণে বারবার সড়কে প্রাণহানি ঘটছে।
০১ এপ্রিল, ২০২৪

নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ২২ কিশোর
টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২২ জন শিশু-কিশোর। শিশু-কিশোরদের মসজিদমুখী করার লক্ষ্যে উপজেলার বগাদানা জামে মসজিদ কমিটি পুরস্কার ঘোষণা দিয়েছিল। শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের সামনে তাদের পুরস্কৃত করা হয়। বগাদানা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা. এম এ ইউসফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোররা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়া যাচাই-বাছাই করে সাইকেল এবং বাকিদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।   চল্লিশ দিন টানা ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে- ওমায়ের হোসেন, তাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ইমরান হোসেন, রিয়াদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তানবীরুল ইসলাম, মেহেদি হাসান, সাফাত আল তাওসিপ, আশরাফুল হক, মেহেদি হাসান, তামিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মো. রহিম, তাসনিমুল ইসলাম, নুরের জামান, সাজেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, আরমান আলা উদ্দিন। দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছে আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মো. দুলাল, ছালেহ আহমেদ, মো. ইয়াছিন, মো. ইউসুফ।
২৯ মার্চ, ২০২৪

তরুণদের সঙ্গে সাইকেল চালালেন ফেরদৌস
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে একটি সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি।। তার সঙ্গী হয়েছেন শখানেক সাইক্লিস্ট। জিগাতলার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সামনে থেকে ‘ধানমণ্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট’-এর সঙ্গে সাইকেল চালিয়েছেন ফেরদৌস। এরপর সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। চিত্রনায়ক জানান, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ। একটা গ্রিন ঢাকা গড়ার স্বপ্ন দেখেন তিনি। ফেরদৌস বলেন, আমার আসনটা সবুজ করতে চাই। তা ছাড়া সাইকেল চালালে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। তাই তরুণদের নিয়ে এমন উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, ‘নাগরিকদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য সাইক্লিং একটি দারুণ উদ্যোগ। পাশাপাশি এই আসনের যানজট নিরসনে একটি চমৎকার বাহন হতে পারে এটি। আমি দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে সঙ্গে নিয়ে একটি সাইক্লিং পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব’। এ সময় বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, আমরা ধানমণ্ডিবাসীর সমন্বয়ক দিদার হোসেন পাটোয়ারী, এম এস গ্রুপের ড্রিম লিডার মোহাম্মদ আলী রিমন, ধানমণ্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রাণ গোপাল  সাকিব, কেরানীগঞ্জ সাইক্লিস্ট সজলসহ ছিলেন আরও সাইক্লিস্ট। পরে সাতমসজিদ রোড ধরে এগোয় এই শোভাযাত্রা। এ সময় চারপাশে ভিড় জমে। পথচারী থেকে শুরু করে অনেকেই চিত্রনায়কের সঙ্গে সেলফি তুলেছেন। উপস্থিত সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ফেরদৌস।
২৯ ডিসেম্বর, ২০২৩

বাই সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তথ্যমন্ত্রী
প্রতীক পাওয়ার পর সড়কে সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এলাকায় এই প্রচারণায় অংশ নেন।  বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট, থানাসদর, কলেজগেট হয়ে মরয়মনগর চৌমুহনী গিয়ে পথসভায় অংশ নেন। দুই কিলোমিটার পথ সাইকেল চালানোর সময় দলীয় শতাধিক নেতাকর্মী সাথে ছিলেন। পরে পথসভায় বক্তব্য দেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, ১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তাই সাইকেল চালিয়ে আমিও নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দলীয় প্রতীক নৌকা, তাই কর্ণফুলী নদীতে নৌকাযোগে পাড়ি দিয়ে দলীয় প্রচারণা চালিয়েছি।   তথ্যমন্ত্রী বক্তব্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডও তুলে ধরেন। এ ছাড়া দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছিলো তাদেরও সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করেছিলো তাদের বেলুন চুপসে গেছে। এখন তাদের স্ট্রং বিটামিন দিয়েও ফুলানো যাচ্ছে না। গত ১৪-১৫ বছর দলমত নির্বিশেষে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তার দরজা খোলা রেখেছেন বলে উল্লেখ করেন এবং এখন তার জন্যেও রাঙ্গুনিয়ার জনগণের দরজা খোলা রাখার আহবান জানান এবং নৌকা প্রতীকে ভোট আশা করেন।  এর আগে মন্ত্রী রাঙ্গুনিয়ার পোমরা এলাকার পাহাড়ের চূড়ায় সত্যপীর মাজার জিয়ারত করেন। এরপর কর্ণফুলী নদী নৌকাযোগে পাড়ি দেন। পরবর্তীতে নিজ গ্রাম পদুয়ায় গিয়ে পিতামাতা ও মুরব্বীদের কবর জিয়ারত করেন। শেষে বাই সাইকেলের সাহায্যে প্রচারণায় অংশ নেন।
৩০ নভেম্বর, ০০০১

সাইকেল চালিয়ে প্রচারে নামবেন তথ্যমন্ত্রী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করছেন। দলীয় সূত্রে জানা গেছে, সকালে বাইসাইকেল চালিয়ে ব্যতিক্রমীভাবে প্রচারে নামবেন তিনি। এদিন সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সাইকেল চালিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেট হয়ে মরিয়মনগর চৌমুহনীতে পথসভায় যোগ দেবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তথ্যমন্ত্রী। র‌্যালিটি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কপথে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে গিয়ে শেষ হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
১৮ ডিসেম্বর, ২০২৩

সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তথ্যমন্ত্রী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন। তিনি সোমবার (১৮ ডিসেম্বর) সকালে বাইসাইকেল চালিয়ে প্রচার শুরু করবেন বলে দলটির সূত্রে জানা যায়।  এদিন তিনি সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বাইসাইকেল চালিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেট হয়ে মরিয়মনগর চৌমুহনীতে পথসভায় যোগ দেবেন। এ ছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।  এতে নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। র‌্যালিটি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক পথে তাপবিদুৎ গেটে গিয়ে শেষ হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার।
১৭ ডিসেম্বর, ২০২৩

‘ঢাবি ভিসিপুত্রের সাইকেল বিলাস’শীর্ষক সংবাদের প্রতিবাদ
দৈনিক কালবেলার অনলাইন ভার্সনে গত ১০ আগস্ট ‘ঢাবি ভিসিপুত্রের সাইকেল বিলাস’ শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়টির গণসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, ‘তার সন্তান আশিক খানের সাইক্লিং, সাইকেলের মূল্য, অনৈতিক আয় প্রভৃতি নিয়ে ভিত্তিহীন খবর পরিবেশিত হয়েছে। আশিক খানের বাবা উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের সম্মান এবং মর্যাদায় আঘাত করা হয়েছে। এর আগেও পত্রিকাটির প্রিন্ট ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদনে উপাচার্যের মানহানি ও সমাজে হেয় করার অপচেষ্টা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
১৬ আগস্ট, ২০২৩
X