মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার চাঁদবিল গ্রামের হাসান আলী। নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আটক ট্রাকচালকের নাম বাবুল আলী। তিনি মাগুরা জেলার শালীকা গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে দুই যুবক সাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন দুই যুবক।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালকের চোখে ঘুম ছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। এর আগেও এই সড়কে প্রাণহানি হয়েছে। প্রতিটি দুর্ঘটনা ঘটেছে ভোর থেকে সকালের মধ্যে। চালকের ঘুমের কারণে বারবার সড়কে প্রাণহানি ঘটছে।
মন্তব্য করুন