‘দৈনিক কালবেলা’ পত্রিকার অনলাইন ভার্সনে গত ১০ আগস্ট ‘ঢাবি ভিসিপুত্রের সাইকেল বিলাস’ শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, তার সন্তান আশিক খানের সাইক্লিং, সাইকেলের মূল্য, অনৈতিক আয় প্রভৃতি নিয়ে ভিত্তিহীন খবর পরিবেশিত হয়েছে। আশিক খানের পিতা উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের সম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে।
ইতোপূর্বেও পত্রিকাটির প্রিন্ট ভার্সনে প্রকাশিত একটি প্রতিবেদনে উপাচার্যের মানহানি ও সমাজে হেয় করার অপচেষ্টা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন