ডিজাবের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গণনা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। দুই বছর মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে চ্যানেল আইর বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে- বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি। এর আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) । অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।  নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর), সুমন প্রামাণিক (দৈনিক নাগরিক সংবাদ)। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)। নির্বাহী সদস্য- ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আরটিভি), সাকিবুর রহমান (আরটিভি), মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।
২৬ এপ্রিল, ২০২৪

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল (ভিডিও)
উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫। ১৬ ভোট কম পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার (২০৯)।  শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহসাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)। কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত। বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।  নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
২০ এপ্রিল, ২০২৪

চান্দিনা যুবকল্যাণ সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রেজাউল 
ঢাকাস্থ চান্দিনা যুবকল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ এইচ এম জাকির হোসেন সিকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম রেজাউল করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন্থ একটি রেস্টেুরেন্টে সমিতির পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শেষে সর্বসম্মতিক্রমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সমিতির নির্বাচিত সহসভাপতিরা হলেন, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, ড. জাকির হোসেন, মাহবুব আলম, অধ্যাপক ডা. আনিসুর রহমান, আ ন ম কামরুজ্জামান ভুঁইয়া মানিক, নূরুল ইসলাম তুহিন, কে এম জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, হুমায়ুন কবীর. ড. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, শাহীন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট নেয়ামুল আনাম বিশ্বাস, আমীর হোসেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন এইচ এম কামাল উদ্দিন, কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান। নতুন কমিটি ঘোষণা করেন রংপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, এস এম ওদুদ মাহমুদী প্রমুখ।  
০৪ এপ্রিল, ২০২৪

বাকৃবিতে ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক জুয়েনা, সাধারণ সম্পাদক সানজিদা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডিবেটিং সংঘের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী দুই বছরের জন্য ডিবেটিং সংঘের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৫ ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি  হিসেবে অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক  ড. নাছরীন সুলতানা জুয়েনা ও সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী সানজিদা হায়দার মনোনীত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে ওই দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নতুন মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান , সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা এবং বিতর্ক সংঘের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা। এছাড়াও এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ২৩ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে সহসভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ হোসেন, সহসাধারণ সম্পাদক (প্রশাসন) পদে মো. রাসেল আল মামুন, সহসাধারণ সম্পাদক (বিতর্ক)  পদে আশিকুজ্জামান শুভ্র, সাংগঠনিক সম্পাদক পদে রাইয়‍্যান আবদুর রহীম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. রাকিব হাসান রনি , দপ্তর সম্পাদক পদে মো. মোহাইমেন হোসেন, হল সমন্বয়ক সম্পাদক পদে মো. সুলতান মাহমুদ, অনুষদ সমন্বয়ক সম্পাদক পদে সৈয়দ তাশফী উল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মায়িশা ফাহমিদা মনোনীত হয়েছেন। এছাড়াও এই কমিটিতে বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। 
২৫ মার্চ, ২০২৪

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হয়েছেন সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। শনিবার (১৬ মার্চ) বাাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সম্মেলনে সারাদেশ থেকে ৭৫টি সাংগঠনিক জেলার প্রায় চার হাজার কাউন্সিলর অংশ নেন। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সাংবাদিক বাসুদেব ধর, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্যসচিব সাংবাদিক সন্তোষ শর্মা। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। বিকেল ৩টায় শুরু হয় কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় চার হাজার কাউন্সিলর অংশ নেন। প্রস্তাবিত নামের ওপর হ্যাঁ-না ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করেন কাউন্সিলররা।
১৬ মার্চ, ২০২৪

বিডিবিওএর সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত
সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিডিবিওএ) নির্বাচনে ইকবাল হোসেন সভাপতি ও রফিকুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন গত রোববার ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ ছাড়া সালেহ উদ্দিন মাহমুদ সৈকত ও নুর উদ্দিন চৌধুরী সহসভাপতি, মাহবুবুল করিম ভূঁইয়া (টিটু) ও মোহাম্মদ মনিরুজ্জামান মনির যুগ্ম সম্পাদক, মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, দিপংকর বিশ্বাস দপ্তর সম্পাদক, জান্নাতুল বাকী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, চেতনা ইয়াসমিন মহিলা সম্পাদক ও মোস্তাফিজুর রহমান আরিফ অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন। শাহরিয়ার হাসান লেলিন, আল-আমিন, মো. সাহাবুদ্দিন (রনি), বিক্রম রায়, মাসুদুর রহমান মাসুদ, আকতার হোসেন, ফারহান রশীদ ও ফেরদৌস হাসান কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
১৫ মার্চ, ২০২৪

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আলিফ, সাধারণ সম্পাদক ইমন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আলিফ মাহমুদকে সভাপতি ও জাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) নবগঠিত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদের সইকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়াও কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মুক্তারুল ইসলাম অর্ক, রায়হান শরীফ প্রিন্স, কাওছার আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক হাসিব জামান, ইসহাক সরকার, সহকারী সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ আহাম্মেদ, কোষাধ্যক্ষ কাইমুল হক,দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাঈশা নূসরাত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাইদুল, সদস্য সাব্বির হোসেন ও ফাতেমাতুজ্জোহরা প্রমুখ।
০৮ মার্চ, ২০২৪
X