শিতাংশু ভৌমিক অঙ্কুর
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

পাবনার এডওয়ার্ড কলেজ
শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

কলেজে পড়েন না; তার পরও ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আলোচিত এ ঘটনা ঘটেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে। জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ছাত্ররাজনীতির উর্বরভূমি। কলেজ ছাত্রলীগের অনেকেই দীর্ঘদিন ধরে পদ প্রাপ্তির আশায় সংগঠনে স্বয়ংক্রিয় ছিলেন। এ অবস্থায় বাইরের একজনকে কলেজ শাখার নেতা বানানোর বিষয়টি মানতে পারছেন না তারা।

নেতাকর্মীদের দাবি, কলেজ ছাত্রলীগের নতুন মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশ পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তের খালাতো ভাই। সেই সম্পর্কের বদৌলতে শিক্ষার্থী না হয়েও আকাশ পদ বাগিয়ে নেন।

জানা গেছে, গত মাসে এডওয়ার্ড কলেজের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এর পরই স্বজনপ্রীতির অভিযোগ ওঠে জেলার সাধারণ সম্পাদক সীমান্তর বিরুদ্ধে। কমিটি ঘোষণার মাত্র তিন মাস আগে এডওয়ার্ড কলেজের ডিগ্রির সান্ধ্যকালীন কোর্সে ভর্তির আবেদন করেন আকাশ। যদিও তিনি রাজধানীর বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। এলাকার রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা নেই।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অনেকে পদ প্রাপ্তির আশায় মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। সেখানে বাইরের একজনকে নেতা বানিয়ে এডওয়ার্ড কলেজের ছাত্ররাজনীতির ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, আকাশ কখনোই জেলা কিংবা কলেজের ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মিছিল-মিটিংয়েও যাননি। এর পরও তাকে নেতা বানানোর মাধ্যমে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানানো হবে, যাতে এ বিষয়ে তারা ব্যবস্থা নেন।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত কালবেলাকে বলেন, আকাশ আমার খালাতো ভাই হলেও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছি। তার ছাত্রত্ব নিয়ে অনেকে যে প্রশ্ন তুলছেন, তা ভুল। ছাত্রলীগের অনেক বড় বড় নেতাকর্মী ছিলেন, তারা সান্ধ্যকালীন কোর্সে পড়ে ছাত্রলীগ করেছেন।

এখনো তিনি সান্ধ্যকালীন শিক্ষার্থীও নন, শুধু ভর্তির আবেদন করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদন করা মানেই তো শিক্ষার্থী। শিক্ষার্থী মনে করেই তাকে নেতা বানানো হয়েছে।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব। অনিয়ম হলে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক বিমান মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

বিএনপির ২ নেতা বহিষ্কার

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে : দিপু ভুঁইয়া

একই দিনে ‘দুইবার’ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

‘সিরিয়াল কিলার’ সম্রাটের আসল পরিচয় প্রকাশ

এবার র‌্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশের অবস্থান কোথায়?

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

১০

ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর

১১

ঢাকার-১৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

১২

সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

১৩

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন ডেনমার্কের

১৪

শান্তির তোয়াক্কা করি না, নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ

১৫

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি: জোভান

১৬

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিক্রি হচ্ছে কততে

১৭

মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব, ভিডিও ভাইরালের পর যা ঘটল

১৮

সবার আশা পূরণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : রবিন

১৯

জামায়াত প্রার্থীকে শোকজ

২০
X