শিতাংশু ভৌমিক অঙ্কুর
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

পাবনার এডওয়ার্ড কলেজ
শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

কলেজে পড়েন না; তার পরও ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আলোচিত এ ঘটনা ঘটেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে। জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ছাত্ররাজনীতির উর্বরভূমি। কলেজ ছাত্রলীগের অনেকেই দীর্ঘদিন ধরে পদ প্রাপ্তির আশায় সংগঠনে স্বয়ংক্রিয় ছিলেন। এ অবস্থায় বাইরের একজনকে কলেজ শাখার নেতা বানানোর বিষয়টি মানতে পারছেন না তারা।

নেতাকর্মীদের দাবি, কলেজ ছাত্রলীগের নতুন মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশ পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তের খালাতো ভাই। সেই সম্পর্কের বদৌলতে শিক্ষার্থী না হয়েও আকাশ পদ বাগিয়ে নেন।

জানা গেছে, গত মাসে এডওয়ার্ড কলেজের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এর পরই স্বজনপ্রীতির অভিযোগ ওঠে জেলার সাধারণ সম্পাদক সীমান্তর বিরুদ্ধে। কমিটি ঘোষণার মাত্র তিন মাস আগে এডওয়ার্ড কলেজের ডিগ্রির সান্ধ্যকালীন কোর্সে ভর্তির আবেদন করেন আকাশ। যদিও তিনি রাজধানীর বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। এলাকার রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা নেই।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অনেকে পদ প্রাপ্তির আশায় মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। সেখানে বাইরের একজনকে নেতা বানিয়ে এডওয়ার্ড কলেজের ছাত্ররাজনীতির ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, আকাশ কখনোই জেলা কিংবা কলেজের ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মিছিল-মিটিংয়েও যাননি। এর পরও তাকে নেতা বানানোর মাধ্যমে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানানো হবে, যাতে এ বিষয়ে তারা ব্যবস্থা নেন।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত কালবেলাকে বলেন, আকাশ আমার খালাতো ভাই হলেও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছি। তার ছাত্রত্ব নিয়ে অনেকে যে প্রশ্ন তুলছেন, তা ভুল। ছাত্রলীগের অনেক বড় বড় নেতাকর্মী ছিলেন, তারা সান্ধ্যকালীন কোর্সে পড়ে ছাত্রলীগ করেছেন।

এখনো তিনি সান্ধ্যকালীন শিক্ষার্থীও নন, শুধু ভর্তির আবেদন করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদন করা মানেই তো শিক্ষার্থী। শিক্ষার্থী মনে করেই তাকে নেতা বানানো হয়েছে।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব। অনিয়ম হলে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়ংকর রাসেল ভাইপারকে পিটিয়ে মারলেন কৃষকরা

বিসিবির আপত্তি, ‘পাত্তা’ দিল না আইসিসি

গাজীপুরে প্লাস্টিকের গোডাউনে আগুন

যুগান্তকারী আবিষ্কার গুগল অ্যাস্ট্রা কী?

চিন্তা নেই, হারানো জিনিস খুঁজে পাবেন নিমিষেই

সুপারি গাছের খোলে তৈরি হচ্ছে নান্দনিক তৈজসপত্র

গরমে তরমুজের চাহিদা বেড়েছে দ্বিগুণ

আজ আ.লীগের কর্মসূচিতে যা থাকছে

বিশ্বকাপে মোস্তাফিজকে শুভকামনায় কী বলছে চেন্নাই

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

১০

চেয়ারম্যানের নাম্বার ক্লোন করে টাকা দাবি

১১

আজ সুখবর পেতে পারেন যারা

১২

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে শান্ত-তাসকিনরা

১৩

সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ

১৪

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

১৫

গরমে অস্বস্তি, বৃষ্টি হতে পারে ঢাকায়

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৮

আজ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রভাবশালী প্রার্থীর পছন্দের প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ

২০
X