শিতাংশু ভৌমিক অঙ্কুর
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

পাবনার এডওয়ার্ড কলেজ
শিক্ষার্থী না হয়েও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

কলেজে পড়েন না; তার পরও ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আলোচিত এ ঘটনা ঘটেছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে। জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ছাত্ররাজনীতির উর্বরভূমি। কলেজ ছাত্রলীগের অনেকেই দীর্ঘদিন ধরে পদ প্রাপ্তির আশায় সংগঠনে স্বয়ংক্রিয় ছিলেন। এ অবস্থায় বাইরের একজনকে কলেজ শাখার নেতা বানানোর বিষয়টি মানতে পারছেন না তারা।

নেতাকর্মীদের দাবি, কলেজ ছাত্রলীগের নতুন মনোনীত সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশ পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তের খালাতো ভাই। সেই সম্পর্কের বদৌলতে শিক্ষার্থী না হয়েও আকাশ পদ বাগিয়ে নেন।

জানা গেছে, গত মাসে এডওয়ার্ড কলেজের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এর পরই স্বজনপ্রীতির অভিযোগ ওঠে জেলার সাধারণ সম্পাদক সীমান্তর বিরুদ্ধে। কমিটি ঘোষণার মাত্র তিন মাস আগে এডওয়ার্ড কলেজের ডিগ্রির সান্ধ্যকালীন কোর্সে ভর্তির আবেদন করেন আকাশ। যদিও তিনি রাজধানীর বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। এলাকার রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা নেই।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অনেকে পদ প্রাপ্তির আশায় মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। সেখানে বাইরের একজনকে নেতা বানিয়ে এডওয়ার্ড কলেজের ছাত্ররাজনীতির ঐতিহ্যকে কলঙ্কিত করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, আকাশ কখনোই জেলা কিংবা কলেজের ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মিছিল-মিটিংয়েও যাননি। এর পরও তাকে নেতা বানানোর মাধ্যমে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন জানানো হবে, যাতে এ বিষয়ে তারা ব্যবস্থা নেন।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত কালবেলাকে বলেন, আকাশ আমার খালাতো ভাই হলেও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছি। তার ছাত্রত্ব নিয়ে অনেকে যে প্রশ্ন তুলছেন, তা ভুল। ছাত্রলীগের অনেক বড় বড় নেতাকর্মী ছিলেন, তারা সান্ধ্যকালীন কোর্সে পড়ে ছাত্রলীগ করেছেন।

এখনো তিনি সান্ধ্যকালীন শিক্ষার্থীও নন, শুধু ভর্তির আবেদন করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আবেদন করা মানেই তো শিক্ষার্থী। শিক্ষার্থী মনে করেই তাকে নেতা বানানো হয়েছে।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব। অনিয়ম হলে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

এক নজরে অস্কার মনোনয়ন

১০

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১১

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১২

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৩

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১৪

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৫

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

১৬

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

১৭

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

১৮

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

১৯

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

২০
X