প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর
দি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হয়েছেন মোহাম্মদ আবু জাফর। বুধবার (২৪ এপ্রিল) এ পদে যোগদান করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং কর্মজীবনে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি বিজনেস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং ব্যবস্থাপনা সহ ব্যাংকের সামগ্রিক পরিচালনা ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ আবু জাফর। প্রিমিয়ার ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০২১ সাল থেকে তিনি ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশায় তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও ন্যাশনাল ব্যাংক এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। দীর্ঘ ১৫ বছর উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে এডি শাখার ব্যবস্থাপক ছিলেন।      তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে অর্থনীতিতে বিএসএস (অনার্স) এবং এমএসএস করেন। এছাড়া তিনি ডিপ্লোমেড অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ডিএআইবিবি) থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।
২৪ এপ্রিল, ২০২৪

এমটবের প্রেসিডেন্ট হলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) প্রেসিডেন্ট হয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত হয়। তিনি বাংলালিংকের সিইও এরিক অসের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব পালন করবেন আগামী এপ্রিল থেকে দুই বছরের জন্য। এমটবের নতুন পর্ষদে রবি আজিয়াটার সিইও-এমডি রাজীব শেঠি এবং বাংলালিংকের সিইও এরিক অস যথাক্রমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। মোবাইল টেলিকম খাতের প্রবৃদ্ধি ও অগ্রগতির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন পর্ষদ তাদের দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাবেন বলে প্রত্যাশা এমটবের।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালে যোগ দিলেন সিইও শওকত হোসেন
দেশের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের (বিভিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শওকত হোসেন। তার ৩০ বছরেরও পেশাজীবনের মধ্যে ১২ বছরের বেশি সময় কাজ করেছেন ভেঞ্চার ও স্টার্টআপ ক্যাপিটাল জগতে। বিভিসিএলের সিইও হিসেবে তিনি কৌশলগত দিক নির্দেশনা, প্রবৃদ্ধি উন্নয়ন ও বিনিয়োগ পোর্টফলিও তদারকি করবেন। বিভিসিএলের চেয়ারম্যান ড. সবুর খান বলেন, শওকত হোসেনকে সিইও হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে তার বিস্তৃত অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তার নেতৃত্বে বিভিসিএল বাংলাদেশে স্টার্টাপ ইকো সিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
০৮ ফেব্রুয়ারি, ২০২৪

সোনালী লাইফের অনিয়ম বিএসইসিকে জানালেন সিইও
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান। তিনি বিএসইসির কাছে সোনালী লাইফের বীমা গ্রাহকদের জমা করা প্রিমিয়ামের টাকা আত্মসাৎসহ পরিচালকদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোম্পানিটির বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করারও আবেদন জানিয়েছেন তিনি। গতকাল বিএসইসির কাছে পাঠানো এক আবেদনে তিনি সোনালী লাইফের পরিচালকদের ২৪ ধরনের অপরাধের তথ্য তুলে ধরেন।
১০ জানুয়ারি, ২০২৪

ইভ্যালির সিইও রাসেল কারামুক্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার তরিকুল ইসলাম। জেলার তরিকুল ইসলাম জানান, ইভ্যালির সিইও রাসেলের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি আরও জানান, রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।
২০ ডিসেম্বর, ২০২৩

পদে ফিরলেন চ্যাটজিপিটির চাকরিচ্যুত সিইও অল্টম্যান
স্বপদে ফিরেছেন আলোচিত চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। গত সপ্তাহে অভিযোগের ভিত্তিতে তাকে সিইওর পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বুধবার (২২ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কোম্পানি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে অল্টম্যানকে পুনরায় তার পদে ফেরানো হয়েছে। গত সপ্তাহে তাকে সরিয়ে দেওয়ার পর পুনরায় বোর্ড অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদেও কিছু পরিবর্তন আনা হয়েছে।  মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, আমরা অল্টম্যানকে পদে ফেরাতে একটি চুক্তিতে পৌঁছেছি। এর আওতায় ব্রেট টেইলরকে চেয়ারম্যানসহ ল্যারি সামার ও অ্যাডম ডি অ্যাংলোকে নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।  পদে ফেরার পরে নিজের এক্স একাউন্টে এক পোস্টে অল্টম্যান বলেন, আমি ওপেনএআইকে ভালোবাসি। গত কয়েকদিন আমি এই টিমকে সেবায় নিয়োজিত রনাখতে সবকিছু করেছি। আমরা একসাথে এটার লক্ষ্যে পৌঁছাতে চাই।  তিনি আরও বলেন, নতুন বোর্ড ও ডব্লিউ সত্যয়ার সমর্থনে আমি সামনে এগিয়ে ও ওপেনএআইয়ে ফিরতে চাই। আমরা মাইক্রোসফটের সাথে আরও শক্ত বন্ধন গড়ে তুলতে চাই।  এর আগে গত সপ্তাহে এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানায়, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল। ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।  
২২ নভেম্বর, ২০২৩

বিচিত্র / বিশ্বের প্রথম এআই রোবট সিইও মিকা
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষ এটিকে কর্মপ্রবাহ পরিকল্পনা-পরিচালনা, প্রশ্নের উত্তর দেওয়া, কোড-প্রবন্ধ লেখা এবং কনটেন্ট তৈরিতে ব্যবহার করছে। এআইর ব্যবহারে এবার ভিন্নমাত্রা যোগ করেছে পোল্যান্ডের এক প্রতিষ্ঠান। নিজেদের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও পদে নিয়োগ দিয়েছে মিকা নামে এক হিউম্যানয়েড এআই রোবটকে। দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে যুগান্তকারী এ পদক্ষেপ নেওয়া পোল্যান্ডের ওই কোম্পানির নাম ডিকটেডর, তারা অ্যালকোহল ও বেভারেজ উৎপাদন করে। আর মিকাকে তৈরিতে ডিকটেডরকে সাহায্য করেছে হংকংয়ের কোম্পানি হ্যানসন রোবটিকস। ২০১৬ সালে হিউম্যানয়েড রোবট সোফিয়াকেও তৈরি করেছিল হ্যানসন। সম্প্রতি মিকার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে ডিকটেডর। এতে মিকা বলছে, আমি উন্নত এআই এবং মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমার নেওয়া সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত স্বার্থের ওপর নির্ভর করে না। বরং নির্ভুল গণনার মাধ্যমে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারি।
২২ নভেম্বর, ২০২৩

ওপেনএআইর অল্টম্যান চাকরিচ্যুত, নতুন সিইও মীরা
আলোচিত চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন ৩৫ বছর বয়সী মীরা মুরাতি নামের এক মুসলিম নারী। তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে এ পদে নিয়োগ দিয়েছে। খবর রয়টার্সের। নতুন নিয়োগ পাওয়া এই মুসলিম নারী আলবেনিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ডার্টমুথ কলেজে স্নাতকে পড়াশোনা করার সময় একটি হাইব্রিড রিঅ্যাক্টর তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন মীরা। এরপর এনালিস্ট হিসেবে গোল্ডম্যান স্যাকস ব্যাংকে যোগ দিয়েছিলেন। এ ছাড়া এক এরোস্পেস কোম্পানিতে হার্ডওয়্যার প্রোডাক্ট ম্যানেজার হিসেবেও তিনি কাজ করেছেন। এসব প্রতিষ্ঠান ছাড়াও ইলন মাস্কের সঙ্গে টেসলায় প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এ মুসলিম নারী। এরপর দালি নামের আর্টিফিশিয়াল আর্টিস্ট প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন মীরা। ২০১৮ সালে ওপেনএআইতে যোগ দিয়েছিলেন মীরা। গত বছরই তাকে ওপেনএআইর সিটিও করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে সংস্থার প্রধান হয়ে সংস্থার কর্মীদের হতবুদ্ধি না হয়ে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নতুন দায়িত্ব গ্রহণের পর কর্মীদের উদ্দেশে একটি মেমো লিখেছেন মীরা। সেখানে তিনি জানান, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি। আমাদের এই টুল ব্যাপকভাবে গৃহীত হচ্ছে। ডেভেলপাররা সক্রিয়ভাবে আমাদের প্ল্যাটফর্মে কাজ করছে ও নানা জিনিস তৈরি করছেন এবং নীতিনির্ধারকরা এই সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায়গুলো নিয়ে আলোচনা করছেন। আমাদের তাই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ভবিষ্যতের জন্য আমাদের সামনে একটি সুযোগ রয়েছে। সেখানে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) এমনভাবে তৈরি করা হয়, যা ভালোর জন্যই ব্যবহার করা হয়। তিনি ওপেনএআইয়ে সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা মাইক্রোসফটের সঙ্গে তাদের জুটি অক্ষত থাকবে বলেও জানিয়েছেন।
১৯ নভেম্বর, ২০২৩

চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের নতুন সিইও মুসলিম নারী
আলোচিত চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন ৩৫ বছর বয়সী মীরা মুরাতি নামের এক মুসলিম নারী। তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদ তাকে এ পদে নিয়োগ দিয়েছে। খবর রয়টার্সের।  নতুন নিয়োগ পাওয়া এই মুসলিম নারী আলবেনিয়ার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ডার্টমুথ কলেজে স্নাতকের পড়াশোনা করার সময় একটি হাইব্রিড রিঅ্যাক্টর তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন মীরা। এরপর এনালিস্ট হিসেবে গোল্ডম্যান স্যাকস ব্যাংকে যোগ দিয়েছিলেন। এ ছাড়া এক এরোস্পেস কোম্পানিতে হার্ডওয়্যার প্রোডাক্ট ম্যানেজার হিসেবেও তিনি কাজ করেছেন।  এসব প্রতিষ্ঠান ছাড়াও ইলন মাস্কের সঙ্গে টেসলায় প্রধান সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এ মুসলিম নারী। এরপর দালি নামের আর্টিফিশিয়াল আর্টিস্ট প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন মীরা।  ২০১৮ সালে ওপেনএআইতে যোগ দিয়েছিলেন মীরা। গত বছরই তাকে ওপেনএআইয়ের সিটিও করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে সংস্থার প্রধান হয়ে সংস্থার কর্মীদের হতবুদ্ধি না হয়ে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  নতুন দায়িত্ব গ্রহণের পর  কর্মীদের উদ্দেশে একটি মেমো লিখেছেন মীরা। সেখানে তিনি জানান, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি। আমাদের এই টুল ব্যাপকভাবে গৃহীত হচ্ছে। ডেভেলপাররা সক্রিয়ভাবে আমাদের প্ল্যাটফর্মে কাজ করছে এবং নানা জিনিস তৈরি করছেন এবং নীতিনির্ধারকরা এই সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায়গুলো নিয়ে আলোচনা করছেন। আমাদের তাই এগিয়ে যেতে হবে।  তিনি বলেন, ভবিষ্যতের জন্য আমাদের সামনে একটি সুযোগ রয়েছে। সেখানে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্তিম বুদ্ধিমত্তা) এমনভাবে তৈরি করা হয় যা ভালোর জন্যই ব্যবহার করা হয়। তিনি ওপেনএআইয়ে সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা মাইক্রোসফটের সঙ্গে তাদের জুটি অক্ষত থাকবে বলেও জানিয়েছেন। এর আগে এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল। ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।
১৮ নভেম্বর, ২০২৩

চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের সিইও চাকরিচ্যুত
আলোচিত চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। তার স্থলে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরাতিকে নিয়োগ দিয়েছেন ওপেনএআইয়ের পরিচালা পর্ষদ। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ৩৮ বছর বয়সী স্যাম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কয়েক বছর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিলিয়ন ডলারের সহায়তায় চ্যাটজিপিটি বাজারে এনে বেশ সুনাম অর্জন করে স্যামের ওপেনএআই। এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল। ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। অন্যদিকে ওপেনএআইয়ের নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়া মীরা মুরাতি এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কের টেসলায় কাজ করেছেন। এরপর ২০১৮ সালে ওপেনএআইয়ে যোগদান করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হন। তিনি চ্যাটজিপিটিসহসহ প্রতিষ্ঠানটির পণ্য উদ্বোধন বিভাগের তদারকি করেছেন। দায়িত্ব নেওয়ার পরই মীরা মুরাতি নিজের সহকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মাইক্রোসফট ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক স্থিতিশীল রয়েছে।
১৮ নভেম্বর, ২০২৩
X