বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, সড়ক অবরোধ
বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আবারও উত্তাল ক্যাম্পাস। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারাসহ আরও ৬ দফা দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর চৌগাছা সড়ক অবরোধ করলে একপর্যায়ে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন একাধিকবার কথা বলে আন্দোলনকারীদের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের দাবিসমূহ হলো শ্লীলতাহানির ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, চৌগাছা বাস মালিক সমিতিকে জবাবদিহিতার আওতায় আনা, যশোর-চৌগাছা রুটের সব বাসের চালক এবং হেলপারকে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে (বিশেষত্ব, নারী ও শিশু), এ রুটের সব বাসের মধ্যে সামনের সারিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে। (নারী, শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি), ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যশোর-চৌগাছা বাস মালিক সমিতিকে এর পূর্ণদায়ভার গ্রহণ করতে হবে। অন্যথায় যবিপ্রবি ছাত্রছাত্রীরা তাদের বিবেচনাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে, বিশ্ববিদ্যালয়কে প্রতি ঘণ্টায় শহর থেকে (চাঁচড়া, মনিহার) শাটল বাস সার্ভিস ব্যবস্থা চালু করতে হবে এবং অতিদ্রুত এ দাবি কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শাটল বাস দেওয়ার সক্ষমতা এ মুহূর্তে আমাদের নেই। তবে অভিযুক্ত যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর জন্য যশোর চৌগাছা বাস মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলে ব্যবস্থা করব। গ্রেপ্তারের বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অভিযুক্তকে আটকের জন্য আমারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চালাচ্ছি। জানা যায়, গত ১২ মে মাসুদ নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে শ্লীলতাহানি করে। পরে এ ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা ঘরে ফিরে যায়। পরে অপরাধী গ্রেপ্তার না হওয়ায় আবার দুপুর ১২টায় বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
১৩ মে, ২০২৪

বেতন-বোনাস বাড়ানোর দাবিতে ভালুকায় শ্রমিকদের সড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন (লাবীব গ্রুপ) এর শ্রমিকরা বিক্ষোভ করেন। জানা যায়, বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের মজুরি কম, ডিএমডির মাজাহারুল ইসলাম কর্তৃক ছাঁটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীনূর খান, ময়মনসিংহ শিল্প পুলিশের এসপি মো. মিজানুর রহমান, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থলে আসেন। তারা দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
০৭ মে, ২০২৪

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এ ঘটনায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশে বের হয়েছেন তাদের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারাসড়ক অবরোধ করেন। সাহান বলেন, এই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এর মধ্যেই তাদের সুযোগ-সুবিধা না দিয়েই হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে।  তিনি আরও বলেন, শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় এসেছিলেন কিন্তু কাজ না থাকায় ফিরে গেছে। তারা জানিয়েছেন, তখনো তাদের জানানো হয়নি কারখানা বন্ধ করে দেওয়া হবে। তারা মালিকপক্ষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। ওসি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
০৪ মে, ২০২৪

চুয়েটের বিক্ষোভ চলছে, আজও সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুতে তৃতীয় দিনের মতো গতকাল বুধবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সকাল ৯টার দিকে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। দাবি আদায় না হলে আজ বৃহস্পতিবারও সড়ক অবরোধের কর্মসূচি রেখেছেন শিক্ষার্থীরা। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী শাহ আমানত বাসটির চালক তাজুল ইসলামকে গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে বাসের ধাক্কায় মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন। এ ছাড়া আহত হন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু। দুর্ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সেদিন সন্ধ্যায় প্রথম দফায় সড়ক অবরোধ করে পুড়িয়ে দেওয়া হয় শাহ আমানত পরিবহনের একটি বাস। ভাঙচুর করা হয় আরও দুটি বাস। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত ৯টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। পরে সেদিন রাত ৩টায় নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসন কিছু দাবি মেনে নিলেও সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান বলেন, ‘আমাদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বাস মালিক সমিতি মাত্র ২ লাখ টাকা করে দেবে বলেছে, যা নিতান্তই লজ্জাজনক। আমরা দুই পরিবারকে ২ কোটি করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি। পাশাপাশি শাহ আমানত ও এবি ট্রাভেলসের কাপ্তাই সড়কে রুট পারমিট বাতিল করতে হবে।’ তিনি বলেন, চুয়েট অ্যাম্বুলেন্স ও বাসের সংখ্যা বৃদ্ধির দাবিও মেনে নেওয়া হয়নি। চারটি অ্যাম্বুলেন্স ও পাঁচটি বাসের বদলে একটি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, যা হতাশাজনক।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জামাল উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আমরা ফের আলোচনা করব এবং ফলপ্রসূ সিদ্ধান্তে আসার ব্যবস্থা করব।’ এদিকে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, ঘাতক বাসের চালককে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চালক তাজুল ইসলামকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ এপ্রিল, ২০২৪

মধুখালীতে সড়ক অবরোধ পুলিশের ফাঁকা গুলি
ফরিদপুরের মধুখালীর অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মধুখালী ঈদগাহের সমানে ‘সর্বস্তরের জনগণের’ মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর-খুলনা মহাসড়কের কয়েকটি স্থান অবরোধ করেন। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে প্রায় ১০ কিলোমিটার জানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে বাঘাট এলাকার ঈদগাহ মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন শুরু হয়। এতে পঞ্চপল্লীতে দুই ভাইকে হত্যার বিচার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক দিয়ে ডুমাইনের পঞ্চপল্লীর দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাগান বাজার এলাকায় বাধা দেয়। এ সময় লোকজন একাধিক ভাগে বিভক্ত হয়ে মধুখালীর মালেকা চক্ষু হাসপাতালের সামনে, কামারখালী ব্রিজের কাছে মাঝিবাড়ি ও বাগাটের ঘোপঘাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে মাহসড়ক অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ পাল্টা অবস্থা নেয়। মহাসড়ক থেকে লোকজনদের সরাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। উপস্থিত জনতাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১১ পুলিশ সদস্যসহ মোট ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
২৪ এপ্রিল, ২০২৪

যবিপ্রবির বাসচালককে মারধর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক বাসচালককে মারধরের অভিযোগে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।  ওভারটেকিং করার সময় লুকিং গ্লাস ভাঙার জেরে টোল আদায়কারী শ্রমিকদের নিয়ে বাসচালককে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।  রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার আটমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার্থে একটি বাস সকালে মনিরামপুর থেকে ছেড়ে যায়। রোববার বাসটির চালক ছিলেন পিন্টু। বাসটি আটমাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগলে বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুই বাসচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সড়কের টোল আদায়কারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধর করে অপর বাসচালক ও হেলপার।  এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা সড়কে নেমে আসে এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ঘটনাস্থলে আসেন। বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।  পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। পরে প্রক্টর যবিপ্রবির শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ে।  এদিকে, যবিপ্রবির বাসচালককে মারধর ও হেনস্তা করার অপরাধে ঘটনাস্থল থেকে অপর (লোকাল) বাসচালক কেশবপুর উপজেলার হাফিজুর রহমান ও হেলপার মনিরামপুর উপজেলার সাইদুল ইসলামকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শী যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য্য বলেন, সকাল সাড়ে ১০টার দিকে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার্থে একটি বাস সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে লোকাল বাসচালক, হেলপার ও কতিপয় শ্রমিক বাসচালককে মারধর করে। ঘটনার পর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে।  শিক্ষার্থীরা জানায়, লোকাল বাসচালক ও টোল আদায়কারীরা মিলে যবিপ্রবির বাসচালক পিন্টুকে মারধর করেছে। আমরা এর সঠিক বিচার চাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সমন্বয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ওভারটেকিং করার সময় লোকাল বাসের সঙ্গে ধাক্কা লাগছিল বলে জানায় শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ সময় দুজনকে আটক করা হয়।
২১ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক অবরোধ
চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় নুর জাহান বেগম (৬৪) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে আনোয়ারা-বরকল সড়কের শোলকাটা হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নুর জাহান উপজেলার হাইলধর ইউনিয়নের খাসকামা এলাকার শাহ আলমের স্ত্রী। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন বলে জানা গেছে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেই। আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়। এ সময় কিছু মানুষ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
১৭ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জে ব্যবসায়ীদের প্রধান সড়ক অবরোধ
হবিগঞ্জে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির প্রতিবাদ ও চুরিকৃত মালামাল উদ্ধারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও জনপ্রতিনিধিরা। ফলে প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ লোকজনের।  স্থানীয়রা জানান, ইদানীং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে শহরের টাউনহল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গ্রেজেট হবিগঞ্জে চুরি হয়। এ সময় নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রতিবাদে রোববার (৩১ ) দুপুরে শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় ব্যবসায়ীরা রাস্তায় বসে অবরোধ করে রাখে। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, চ্যানেল আইন কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েলসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এতে অংশ নেন।  ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের চুরিকৃত মালামাল উদ্ধারের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না। প্রয়োজনে রাস্তা অবরোধ লাগাতার কর্মসূচিতে রূপ নিতে পারে বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়।    এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শহরে দোকানপাটে চুরির হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে চুরিকৃত মালামাল উদ্ধারের বিষয়টি কঠিন হয়ে যায়। কেননা এসব মালামাল তারা ভিন্নভিন্ন পন্থায় বিক্রি করে থাকে। যে কারণে অনেক সময় চোর গ্রেপ্তার করতে পারলেও চুরিকৃত মালামাল উদ্ধার করা সম্ভব হয় না। তবে পুলিশ তার চেষ্টা অব্যাহত রেখেছে।
৩১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শারমিন স্টিল মিলের শ্রমিকরা।  সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা আদমজী-চাষাঢ়া সড়ক বন্ধ করে অবরোধ করেন। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।  ঘটনাস্থলে আসা শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জ এর এএসআই ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলব। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিন স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করত। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করে দিচ্ছে না। এতে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই তারা সড়কে নামতে বাধ্য হচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বেআইনিভাবে বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে তারা এ আন্দোলন করেন। প্রায় আধা ঘণ্টা  তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এ বিষয়ে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
১৮ মার্চ, ২০২৪

প্রাইভেট কারচাপায় চা শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।  চা ছাত্র যুবক পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকেল পৌনে ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
১৬ মার্চ, ২০২৪
X