মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির বাসচালককে মারধর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

যবিপ্রবির বাসচালককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা
যবিপ্রবির বাসচালককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক বাসচালককে মারধরের অভিযোগে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ওভারটেকিং করার সময় লুকিং গ্লাস ভাঙার জেরে টোল আদায়কারী শ্রমিকদের নিয়ে বাসচালককে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার আটমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার্থে একটি বাস সকালে মনিরামপুর থেকে ছেড়ে যায়। রোববার বাসটির চালক ছিলেন পিন্টু। বাসটি আটমাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগলে বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুই বাসচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সড়কের টোল আদায়কারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধর করে অপর বাসচালক ও হেলপার।

এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা সড়কে নেমে আসে এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ঘটনাস্থলে আসেন। বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। পরে প্রক্টর যবিপ্রবির শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ে।

এদিকে, যবিপ্রবির বাসচালককে মারধর ও হেনস্তা করার অপরাধে ঘটনাস্থল থেকে অপর (লোকাল) বাসচালক কেশবপুর উপজেলার হাফিজুর রহমান ও হেলপার মনিরামপুর উপজেলার সাইদুল ইসলামকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী যবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য্য বলেন, সকাল সাড়ে ১০টার দিকে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার্থে একটি বাস সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে লোকাল বাসচালক, হেলপার ও কতিপয় শ্রমিক বাসচালককে মারধর করে। ঘটনার পর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানায়, লোকাল বাসচালক ও টোল আদায়কারীরা মিলে যবিপ্রবির বাসচালক পিন্টুকে মারধর করেছে। আমরা এর সঠিক বিচার চাই।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সমন্বয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ওভারটেকিং করার সময় লোকাল বাসের সঙ্গে ধাক্কা লাগছিল বলে জানায় শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ সময় দুজনকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

টিম লিড পদে নিয়োগ দেবে দারাজ

ফিন্যান্স বিভাগে নগদে চাকরির সুযোগ

ঢাকা-১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন 

একজন দিল্লি গেছে, আরেকজন কিছু হলেই পিন্ডি যায় : তারেক রহমান

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন / জামায়াতের ‘বন্ধু’ হতে চায় যুক্তরাষ্ট্র

এসএমসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি, যা আছে তাতে

১০

ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন : নাহিদ 

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১২

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

১৩

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

১৪

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

১৫

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

১৬

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

১৭

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

১৮

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১৯

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

২০
X