বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
হবিগঞ্জ ১: বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত এম এ মুনিম চৌধুরী বাবু থেকে ৪৪,৩৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি। এ আসনে মোট ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫,০৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০,৭০৩ ভোট। এ ছাড়াও ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ৩১৯ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোস্তাক আহমেদ ফারখানি মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. নুরুল হক গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট। নবীগঞ্জ ও বাহুবল থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের বেসরকারি ফলাফল বাহুবল উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ও নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ঘোষণা করা হয়। উল্লেখ্য, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৩১ হাজার ৪২২টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৭৯৭ টি ভোট। এর মধ্যে  ১ হাজার ১৯৩টি ভোট বাতিল হয়েছে।
০৮ জানুয়ারি, ২০২৪

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কৃষি, মৎস্যবিজ্ঞান, প্রাণিসম্পদ ও প্রাণি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা নানা ধরনের রঙিন ফেস্টুন, কৃষি যন্ত্রপাতি নিয়ে ঐতিহ্যবাহী সাজ সেজে অংশগ্রহণ করেন।  এই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শোভযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল প্রাঙ্গণ ঘুরে অ্যাকাডেমিক ভবন-১ এর সামনে এসে শেষ হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। বিশ্ববিদ্যালয়ে স্থাপিত মঞ্চের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপাচার্য। বেলা ১১টায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে, আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ‘ফার্মার্স সাপোর্ট সার্ভিসেস’ উদ্বোধন করেন উপাচার্য। এতে চাষি, কৃষকসহ হবিগঞ্জের জনগণ কৃষি, মৎস্য ও প্রাণী চিকিৎসাসংক্রান্ত পরামর্শ সেবা, রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পাবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ফটোকপি ও প্রিন্টিং সেবা এবং নতুন সংযোজিত কম্পিটারের উদ্বোধন করেন উপাচার্য। এ ছাড়া ক্যাম্পাসে নির্মিত অনুশীলন ক্রিকেট মাঠ এবং অস্থায়ী ছাত্রী হলে ছাত্রীদের জন্য টেবিল টেনিস, ক্যারম, লুডু সম্বলিত খেলাধুলার কক্ষ উদ্বোধন করেন উপাচার্য।
১৭ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ ছাত্রলীগ নেতাকে নিয়ে ভাইরাল সেই ভিডিওটি সঠিক নয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিওতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন আরিফের (বাপ্পী) নাম জড়ায়। এর দায়ে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার জানা গেল সেই ভাইরাল ভিডিওটি সঠিক নয়। ফরেসনিক করার পর দেখা গেছে ভিডিওটি ফেক। মোশারফ হোসেন ভিডিওটির ফরেনসিক করার জন্য বাংলাদেশ পুলিশের সিআইডির আইটি ফরেনসিক শাখায় আবেদন করেন। এরপর পুলিশের আইটি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেখানে দেখা যায় ভিডিওটি এডিট করে উপস্থাপন করা হয়েছে।  ফরেনসিক শাখা থেকে বলা হয়, ভুক্তভোগী মোশারফ হোসেনের নমুনা ছবির সঙ্গে ডিভিডিতে রক্ষিত ভিডিওতে দৃশ্যমান পুরুষের মুখমন্ডলের বৈশিষ্ট্যের পরস্পর মিল আছে। খ) ডিভিডিতে রক্ষিত ভিডিওটি (বিতর্কিত আলামত) যুক্ত করা অর্থাৎ এডিট করা হয়েছে এবং বিতর্কিত পোস্টগুলোর আইডি ও লিংকের পাসওয়ার্ড না পাওয়ায় কে বা কারা উক্ত পোস্ট তৈরি করেছে তার সর্ম্পকে সুনির্দিষ্ট কোনো মতামত প্রদান করে নাই।  কিন্তু আপত্তিকর এই ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফ হোসেনের হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যে বিষয়ে আরিফ বাপ্পী জানান, এটি একটি সুপার এডিট ভিডিও। মূলত তাকে ফাঁসানোর জন্য একটি চক্র ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।
০৮ ডিসেম্বর, ২০২৩

আদালতে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জবাব প্রদান করেন। আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের ব্যরিস্টার সুমন বলেন, আমি আইনের মানুষ। সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আদালতে তিনি জানিয়েছেন, যেদিন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেই দিন তার কোনো সভা সেখানে ছিল না। যে কারণে তিনি পুলিশ সদস্যকে অবগত করেরনি । তিনি বলেন, আমি যেখানে যাই সেখানেই অনেক লোকজন আমাকে ভালোবেসে জড়ো হয়। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই। আদালত সন্তোষ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আদালতকে ব্যাখা দিয়েছি আদালত পরবর্তীতে বিষয়টি জানাবেন। এর পূর্বে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে এক পত্রে উল্লেখ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে আজ সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। 
০৭ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ ও সোনারগাঁয়ে সংঘর্ষে আহত ২২
সোনারগাঁয়ে মনোনয়ন নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিলের সময় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নুনেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে বারদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ওসমান গণি ও ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী শুক্কুর মাহমুদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের মনোনয়ন নিয়ে বুধবার রাতে ওসমান গণির ছেলে মেহেদী হাসান ও জাকারিয়ার সঙ্গে শুক্কুর মাহমুদের সমর্থক বাবুলের কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এ নিয়ে সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম, রামদা, হকিস্টিক, লোহার রড, চাপাতি নিয়ে একে অপর পক্ষের ওপর হামলা করে। সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নৌকা প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল অনুষ্ঠানে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ন অন্তত ১০ জন। গতকাল সকালে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে এলে অন্য গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
০১ ডিসেম্বর, ২০২৩

হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মীর জামিন 
সিলেট বিভাগ আইন সহায়তা সেলের আইনি সহযোগিতায় জামিন পেয়েছেন হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় জামিন পান তারা।  বাহুবল থানার দায়েরকৃত মামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আটজনের জামিন মঞ্জুর করেন এবং দু’জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।  অপরদিকে চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা চারজন বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা আইন সহায়তা সেলের প্রতিনিধি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ জাদিলসহ অর্ধশতাধিক আইনজীবী।  সিলেট বিভাগ আইন সহায়তা সেলের তত্ত্বাবধায়ক রাজনীতিবিদ রফি আহমদ চৌধুরী বলেন, বিরোধী মত ও আন্দোলন দমনের উদ্দেশে বিএনপিসহ ও প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণআন্দোলন থামানো যাবে না। তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও হয়রানি বন্ধের দাবিও জানান।
০৯ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জ শিল্পপার্কে নতুন বিনিয়োগে যাচ্ছে প্রাণ
৯ বছর আগে ৫০০ একর জমির ওপর গড়ে ওঠা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ পর্যন্ত ৬ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ এই বিনিয়োগ করেছে। এই দিয়ে শিল্পপার্কটিতে ৪৭ ধরনের পণ্য উৎপাদনের কারখানা গড়ে তোলা হয়েছে, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ২৫ হাজার মানুষের। নতুন খবর হলো—এই শিল্পপার্কটি আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে আরও ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে গ্রুপটি। এতে নতুন করে ৩ হাজার লোকের অতিরিক্ত কর্মসংস্থান ঘটবে। তখন এ শিল্পপার্কে কর্মী সংখ্যা বেড়ে ২৮ হাজারে দাঁড়াবে। অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যরা সম্প্রতি হবিগঞ্জ শিল্পপার্ক পরিদর্শনে গেলে কারখানা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা এসব তথ্য দেন। এ সময় গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সাংবাদিকদের জানান, জনমানবহীন পরিত্যক্ত বিস্তীর্ণ জলাভূমি উন্নয়ন করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওলিপুরে এ শিল্পপার্কটি গড়ে তোলা হয়। প্রায় ৫০০ একর জমির ওপর এর নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালে। ২০১৩ সালে উৎপাদন শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০১৪ সালে। এখানকার কর্মরত লোকবলের ৮০ ভাগই স্থানীয়। এ ছাড়া কর্মীদের ৬৫ ভাগই নারী। বর্তমানে শিল্পপার্কটিতে ৪৭টি প্রোডাকশন লাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে। শিল্পপার্কটি স্থাপনের ফলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কামরুজ্জামান কামাল বলেন, প্রাণ-আরএফএল গ্রুপে ১ লাখ ৪৫ হাজার কর্মী আছেন। ৩০০টি ব্র্যান্ডের নামে প্রায় ৬ হাজার ৩০০ পণ্য তৈরি করছে। প্রতিষ্ঠানটি বছরে পণ্য বিক্রি করছে ৩০ হাজার কোটি টাকার। বিশ্বের ১৪৫টি দেশে প্রাণ-আরএফএলের পণ্য রপ্তানি হচ্ছে এবং ১৫০ কোটি লোক এসব পণ্য ব্যবহার করছে। প্রতিবছর গড়ে রপ্তানি হচ্ছে ৪ হাজার কোটি টাকার (৪০০ মিলিয়ন ডলার) পণ্য। দেশে শতকরা ৯৫ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে প্রাণের পণ্য ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক, হালকা প্রকৌশল পণ্য, টয়লেট্রিজ, ফার্নিচার, নন-লেদার আইটেম, মেডিকেল অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের জন্য দেশের বিভিন্ন স্থানে শিল্পপার্ক ও কারখানা গড়ে তুলেছে গ্রুপটি। বিপণন পরিচালক কামাল বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে প্রাণ-আরএফএল। এ ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমানে পাঁচটি ইটিপি রয়েছে, যার মাধ্যমে প্রায় দৈনিক ১ কোটি ৬ লাখ লিটার তরল বর্জ্য পরিশোধন করা সম্ভব, যেখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫ লাখ লিটার তরল বর্জ্য উৎপাদিত হয়। লিকুইড বর্জ্য ইটিপির মাধ্যমে পরিশোধন করা হয় আর সলিড বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা হয়। এ ছাড়া রয়েছে একটি জিরো ডিসচার্জ প্লান্ট, যার মাধ্যমে পানি পরিশোধন করে বারবার ব্যবহার করা হয়। কর্মসংস্থানের পাশাপাশি শায়েস্তাগঞ্জ এলাকায় উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সম্প্রসারণে কাজ করছে গ্রুপটি। আধুনিক সুযোগ-সুবিধাসহ কারখানা সংলগ্ন একটি স্কুল স্থাপন করা হয়েছে। বর্তমানে এ স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া বেশ কিছু স্কুলে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, রাস্তাঘাট নির্মাণ, পয়োনিষ্কাশনের ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম চলছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তা ছাড়া এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সান হেলথ কেয়ার হাসপাতাল।
২৫ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এর এক সপ্তাহ আগে আরিফ বাপ্পীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আরিফ বাপ্পী জানান, এটি একটি সুপার এডিট ভিডিও। মূলত তাকে ফাঁসানোর জন্য একটি চক্র ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। এরই মধ্যে তিনি বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানান। জেলা ছাত্রলীগের সহসভাপতি জুবায়ের আহমেদ জানান, অযোগ্য লোককে নেতৃত্বে বসালে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, আপত্তিকর ভিডিওর কারণে সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভিডিও ভাইরালের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জানিয়ে ছিলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখব। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক কর্মকাণ্ড সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সভাপতির এমন বক্তব্যের পর পরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৩

আপত্তিকর ভিডিও ভাইরাল, হবিগঞ্জ ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ এর এক সপ্তাহ আগে জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওর ব্যাপারে আরিফ বাপ্পী জানান, এটি একটি সুপার এডিট ভিডিও। মূলত তাকে ফাঁসানোর জন্য একটি চক্র ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে তিনি বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সহসভাপতি জুবায়ের আহমেদ জানান, অযোগ্য লোককে নেতৃত্বে বসালে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। আরিফ বাপ্পী ছাত্রলীগের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই। তার কর্মকাণ্ডে ছাত্রলীগের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, স্ক্যান্ডাল ভিডিওর কারণে সভাপতিকে বহিষ্কার করেছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাই। এদিকে রোববার জেলা ছাত্রলীগ সভাপতির এমন আপত্তিকর ভিডিও নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে। আমাদের সংগঠনের জন্য অসম্মান ও অমর্যাদাজনক এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে সর্বোচ্চ গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।’  কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যের পরপরই বিজ্ঞপ্তির মাধ্যমে বাপ্পীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৮ সেপ্টেম্বর, ২০২৩

ইটের আঘাতে চোখ ক্ষতিগ্রস্ত / চিকিৎসার জন্য ভারতে হবিগঞ্জ থানার ওসি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গিয়ে মিছিল থেকে ছোড়া ঢিলের আঘাতে চোখে গুরুতর আঘাত পাওয়া হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাকে চেন্নাই পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অজয় চন্দ্রের বাম চোখের অবস্থা সংকটাপন্ন। ১৯ আগস্ট তিনি আহত হওয়ার পর থেকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর জানায়, ১৯ আগস্ট হবিগঞ্জ জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা সড়কে নৈরাজ্য সৃষ্টি করে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পুলিশ তাদের জনগণের চলাচলে বাধা সৃষ্টি না করা এবং নৈরাজ্য বন্ধের অনুরোধ জানলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাথর ছুড়তে থাকে। এতে কর্তব্যরত অবস্থায় হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বাম চোখে মারাত্মক আঘাত পান। তাকে তাৎক্ষণিক হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
০২ সেপ্টেম্বর, ২০২৩
X