হাসপাতালে ভর্তি অভিনেত্রী রোজা খন্দকার
শরীরে জ্বর নিয়ে অভিনেত্রী রিমু রোজা খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার শরীরে আরও বিভিন্ন ধরনের রোগের অস্তিত্ব খুঁজে পায় চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।  রিমু রেজার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তার সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। তিনি জানান   ‘রিমু অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। তার শরীরে ইনফেকশন হয়েছে। শরীরে এখনো জ্বর আছে। পেটও ফুলে আছে। এ ছাড়া ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম। হাসপাতালে তার চিকিৎসা চলছে। সবাই রিমুর জন্য দোয়া করবেন।’ দীর্ঘ সময় ধরে রিমু দেশের ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। এ ছাড়া বেশকিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ,‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘জীবন ঢুলী’, ‘বৃত্তের বাইরে’, ‘লাভ স্টেশন’, ‘কিং খান’।
০৪ মে, ২০২৪

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া
মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার  হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার (১ মে) রাত সাড়ে ১০টা থেকে রাত  সাড়ে ১১টা পর্যন্ত সেখানে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে হাসপাতালে ভর্তি করানোর এই সিদ্ধান্ত হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, খালেদা জিয়াকে ২-১ দিন হাসপাতালে থাকতে হবে। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক জরুরি কিছু পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে সন্ধ্যা সাতটার অল্প সময় পর হাসপাতালে পৌঁছান বেগম জিয়া। সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। দুইদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফেরেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত কয়েক বছর ধরে। এজন্য তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ওই সময়ে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক  মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
০২ মে, ২০২৪

চিকেন শর্মা খেয়ে হাসপাতালে ভর্তি ১২ জন
মুখরোচক আর ফাস্টফুডের ব্যাপারে দুর্বলতা অনেকেরই রয়েছে। এ জন্য রাস্তার ধারে গড়ে ওঠা ফাস্টফুডের দোকানের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে এবার সামনে এসেছে ভয়ংকর তথ্য, যা জানার পর অস্বস্তিতে পড়তে পারেন রাস্তার পাশের ফাস্টফুডের দোকান থেকে খাবার খাওয়া ভোজনরসিকরা।  জানা গেছে, রাস্তার পাশের দোকান থেকে চিকেন শর্মা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১২ জন। এক ব্যক্তির অভিযোগ, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন তারা অসুস্থ হয়ে থাকতে পারেন। সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের গোরোগাঁ এলাকায়।  ওই ব্যক্তির বরাতে এনডিটিভি জানিয়েছে, গত দুদিনে অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রোববার পর্যন্ত ৯ জন হাসপাতাল ছেড়েছেন। অর্থাৎ এখনও হাসপাতালে রয়েছেন অন্তত তিনজন।  তিনি জানান, শুক্রবার গোরেগাঁও (পূর্ব) এলাকার সন্তোষনগরের এটি দোকান থেকে চিকেন শর্মা খাওয়ার পর এমন অসুস্থতা দেখা দিয়েছে।  বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) এক কর্মকর্তা জানান, শুক্র ও শনিবার অন্তত ১২ জন খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ করেছিলেন। পরে তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে  ৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।   
২৯ এপ্রিল, ২০২৪

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ
হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে।  সৌদি আরবের রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  এতে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।  ২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরপর ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিকেল পরীক্ষা করা হয়।  ওই সময়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সৌদি বাদশাহের ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। ওই সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দেয়। 
২৪ এপ্রিল, ২০২৪

গরমে বেড়েছে ডায়রিয়া, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩
তীব্র তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বরগুনায় ডায়রিয়ার প্রকোপও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী বরগুনা সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন বরগুনা সিভিল সার্জন প্রদীপ চন্দ্র মন্ডল। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বরগুনা সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, অধিকাংশ শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শয্যাসংকটের কারণে হাসপাতালের মেঝে ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এলাকার লিজা বেগম জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে গত শনিবার সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, হাসপাতাল থেকে শুধু আইভি স্যালাইন দিচ্ছে। বাকি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এ ছাড়াও হাসপাতালে কোনো শয্যা না থাকায় মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে ভর্তি আবদুল্লাহ নামের এক রোগী বলেন, গত রোববার সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসাসেবা ভালো হলেও হাসপাতালের পরিবেশ খুব নোংরা। এতে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৪৫ জন, আমতলীতে ১৭ জন, তালতলীতে ৬ জন, পাথরঘাটায় ৬ জন, বামনায় ৩ জন, বেতাগীতে ৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে জেলায় ৭৬২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।  বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম নজমুল আহসান বলেন, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় অনেক রোগী একসঙ্গে ভর্তি হয়েছে। এজন্য আমাদের চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এ মৌসুমে ডায়রিয়া রোগ বেড়ে যায়। বর্ষা শুরু হলে ডায়রিয়ার প্রকোপ আবার কমে যাবে। বরগুনা সিভিল সার্জন প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া পরিবর্তন ও ময়লাযুক্ত পানি পান করাসহ নানা কারণে জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আমাদের স্টোরে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
২৩ এপ্রিল, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা কাকন হাসপাতালে ভর্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।  বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন রোববার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তাৎক্ষণিকভাবে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।  ড. মোর্শেদ হাসান খান জানান, ডা. কাকনের হার্টে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকরা ৩টি রিং পরিয়েছেন। ডা. কাকনের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।  এ ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ ডা. কাঁকনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।   
১৪ এপ্রিল, ২০২৪

লিভার জটিলতায় খালেদা জিয়া ফের হাসপাতালে ভর্তি
লিভার সিরোসিসের জটিলতায় ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার মধ্যরাতে ভর্তির পর তাকে হাসপাতালের সিসিইউতে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে। এরই মধ্যে তার স্বাস্থ্যের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে কয়েকদিন থাকতে হতে পারে বলে তার মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল রোববার সকালে সাংবাদিকদের বলেন, ম্যাডামের শরীর ভালো যাচ্ছিল না বলে গভীর রাতে হাসপাতালে এনে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন, শনিবার রাতে হাসপাতালে নেওয়ার পরপরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড রিপোর্ট দেখে ব্যবস্থাপত্র দেয়। দোয়া করেন ম্যাডামের জন্য। এর বেশি কিছু বলার নেই। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে শনিবার রাত ৩টার দিকে তার গুলশানের বাসা থেকে ছোট ভাই সাইদ এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সেই খবরে রাত ৪টার দিকে শতাধিক নেতাকর্মী এভারকেয়ারের বাইরে ভিড় করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুস, লিভার, কিডনির জটিলতাসহ বিভিন্ন অসুখে ভুগছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে গতকাল বিকেলে এক ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া এখনো বন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার কথা আমরা স্মরণ করব এবং আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করব। জানা যায়, গত বুধবার দুপুরের পর থেকে পেটে ব্যথা অনুভব করছিলেন খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শে ওইদিন রাতেই তার হাসপাতালে যাওয়ার কথা ছিল। অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বাসায় গিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থার কিছু উন্নতি হলে তাকে বাসায় রেখেই চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পরপর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার। সাময়িক মুক্তি পাওয়ার পর কোভিড, লিভার জটিলতাসহ বিভিন্ন কারণে কয়েক দফা হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিএনপি নেত্রীকে। এর মধ্যে গত অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।
০১ এপ্রিল, ২০২৪

হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী
টালিউডের খ্যাতিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় এই অভিনেতার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় এ অভিনেতার হার্টে ব্লক রয়েছে। সেজন্য আপাতত অস্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পরে পরীক্ষা করে স্থায়ী ব্যবস্থাপনা করা হবে। এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। আটের দশকে ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে ‘গোরা’ হিসেবে নিজের সফর শুরু করেন সব্যসাচী চক্রবর্তী। তপন সিনহা পরিচালিত ‘অন্তর্ধান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ‘বিয়ের ফুল’, ‘লাঠি’, ‘দামু’, ‘শ্বেত পাথরের থালা’ সিনেমাতে তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়। তবে ‘ফেলুদা’ চরিত্রটি সব্যসাচী চক্রবর্তীকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।  
২০ মার্চ, ২০২৪

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শামীম ওসমান
বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান। পরে তার এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে সাংসদের ছেলে অয়ন ওসমান জানান, গত দু-তিন দিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হন। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়। তিনি বর্তমানে সুস্থ আছেন।
২০ মার্চ, ২০২৪

হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সহধর্মিণী। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গত বৃহস্পতিবার ভোররাতে অজু করতে গিয়ে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে যান আফরোজা আব্বাস। এতে তার ডান হাত ভেঙে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন ডা. এম আলীর নেতৃত্বে হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ডা. শাহবুদ্দিন তালুকদার ও ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাস।
১৬ মার্চ, ২০২৪
X