লিডসে ইংল্যান্ডকে ২৩৭ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে স্তস্তিতে নেই অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ১১ রান তুলতেই ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। তার আগে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় অসিরা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ৫৫ রানে লিড নিয়েছে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৬৩ রানে শেষ হওয়ার পর একাই লড়াই করলেন অধিনায়ক বেন স্টোকস। ১০৮ বলে ৮০ রান করেন এ অলরাউন্ডার। জ্যাক ক্রিউলি ৩৩ ও মার্ক উড ২৪ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ইংলিশদের ধসিয়ে দেওয়ার মিছিলে নেতৃত্ব দিয়েছেন। ৯১ রানে ৬ উইকেট নিয়েছেন এ পেসার। মিশেল স্টার্ক ২ উইকেট এবং মিশের মার্শ ও টড মার্ফি ১টি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ক্রাউলির হাতে ওয়ার্নারকে ক্যাচ দিতে বাধ্য করেন। শুরুর ধাক্কার পর অস্বস্তি নিয়ে ব্যাট করছিলেন উসমান খাজা ও মার্নাস লাবুশানে।
মন্তব্য করুন