কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

ইরানে বিক্ষোভকারী এরফান ও আন্দোলনকারীদের ‍হাতে পতাকা। ছবি : সংগৃহীত
ইরানে বিক্ষোভকারী এরফান ও আন্দোলনকারীদের ‍হাতে পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজই কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয়। পরিবারের এক সদস্য এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের সদস্য জানান, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিচারে তাকে কোনো আইনজীবীর সহায়তা দেওয়া হয়নি এবং পুনর্বিচারের সুযোগও ছিল না।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এ ধরনের তড়িঘড়ি মৃত্যুদণ্ড এবং তথাকথিত বিচার নতুন কিছু নয়। এর আগে একাধিক ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এমন হলে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’নেবে।

পরিবারের ওই সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের জনগণ তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমেছিল। আমাদের দাবি হলো ট্রাম্প যেন তার কথার পাশে সত্যিই দাঁড়ান। নিরস্ত্র মানুষ তার বক্তব্যে বিশ্বাস করে আন্দোলনে নেমেছে, আর এখন তারা গুলির মুখে।

তিনি বলেন, আমি অনুরোধ করছি, দয়া করে এরফানকে মৃত্যুদণ্ড কার্যকর হতে দেবেন না।

এরফান সোলতানির গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের সাজার খবর প্রথম প্রকাশ করে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। গত সোমবার সংস্থাটি নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। হেনগো ইরান ও কুর্দিস্তান অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবিসিকে বলেন, এত স্বল্প সময়ে কোনো মামলার বিচার সম্পন্ন হতে তারা আগে কখনো দেখেননি।

এরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজের ফারদিস এলাকায়। গত বৃহস্পতিবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে ওই এলাকায় তীব্র বিক্ষোভ চলছিল।

হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর গত রোববার এরফানের পরিবারের সদস্যদের জানানো হয় যে তার বিচার শেষ হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ দণ্ড কার্যকর করার কথা রয়েছে।

ভারতভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান এরফানের এক স্বজনের বরাতে জানিয়েছে, দণ্ড ঘোষণার পর পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার দেখা করার জন্য এরফানকে মাত্র ১০ মিনিট সময়।

হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এরফানের বোন নিজেও ইরানে নিবন্ধিত একজন আইনজীবী। তিনি ভাইয়ের পক্ষে আইনি লড়াই চালাতে চাইলেও কর্তৃপক্ষ মামলার নথিপত্র পেতে তাকে বাধা দেয়।

আইনি প্রক্রিয়া নিয়ে হেনগোর মুখপাত্র আওয়ার শেখি বলেন, এ ঘটনা প্রমাণ করে যে ‘ইরানের সরকার জনগণকে দমন করতে এবং ভয় ছড়িয়ে দিতে তাদের জানা সব ধরনের কৌশল ব্যবহার করছে।’

২০২২ সালের পর বর্তমানে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। মূল্যস্ফীতি ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে দেশের বড় অংশে ছড়িয়ে পড়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১২ জন শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি আজ ভোরে এ তথ্য জানায়।

এদিকে টানা প্রায় পাঁচ দিন ধরে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইরান সরকার এই বিক্ষোভকে ‘অস্থিরতা উসকে দেওয়ার ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

চাঁদাবাজদের দমন করার দায়িত্ব আমার : রবিউল

রাতের এই সাধারণ অভ্যাস লিভার রোগের ঝুঁকি বাড়ায়

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

১০

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

১১

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

১২

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৩

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. কামরুল হাসান

১৫

নিষিদ্ধ যুবলীগের দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

১৬

এক ট্রফিতেই মিলল ২ হাজার ৬২ কোটি টাকা!

১৭

বন্দরে ভারতীয় ট্রাকে মিলল ৫৩ কার্টন ইলিশ

১৮

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি : ইশরাক

১৯

বিশ্বকাপ ট্রফি দেখে যে বাজি ধরলেন জামাল ভূঁইয়া 

২০
X