মহিন উদ্দিন রিপন, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

গাজীপুরের ৫ এলাকায় বেড়েছে অপরাধ

আতঙ্কে নগরবাসী
গাজীপুরের ৫ এলাকায় বেড়েছে অপরাধ

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর পার হলেই টঙ্গী দিয়ে সীমানা শুরু গাজীপুর মহানগরের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই প্রবেশপথই যেন হয়ে উঠেছে অপরাধ জগতের গেটওয়ে (বিভিন্ন নেটওয়ার্কের সংযোগস্থল)। ছিনতাই, খুন, মাদক কারবার ও সশস্ত্র হামলার মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। মহানগরের অন্তত পাঁচটি এলাকা—টঙ্গী স্টেশন রোড, টঙ্গী উড়ালসড়ক, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী ও জয়দেবপুর এখন পুলিশের চোখে ‘অপরাধপ্রবণ এলাকা’।

স্থানীয়দের অভিযোগ, থানা সংলগ্ন এলাকাতেই ছিনতাইকারীরা নির্ভয়ে অবস্থান নেয়, আর চান্দনা চৌরাস্তা এলাকায় রাত নামলেই যেন অপরাধীদের রাজত্ব শুরু হয়। টঙ্গী উড়ালসড়ক এবং স্টেশন রোড এলাকায় যানবাহন থামিয়ে ছিনতাই, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে অপরাধের মাত্রা আরও বেড়ে গেছে বলে ভাষ্য এলাকার বাসিন্দাদের।

গাজীপুর মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে কাশিমপুর থানায় ৪টি, কোনাবাড়ীতে ৭টি, টঙ্গী পশ্চিম থানায় ৬টি, টঙ্গী পূর্ব থানায় ৮টি, গাছা থানায় ৫টি, পুবাইলে ৪টি ও বাসন থানায় ৫টি হত্যা মামলা হয়েছে। এর আগে গত বছর কাশিমপুর থানায় ৫টি, কোনাবাড়ী থানায় ৮টি, টঙ্গী পশ্চিম থানায় ৫টি, টঙ্গী পূর্ব থানায় ৬টি, গাছা থানায় ৯টি, পুবাইলে ৩টি এবং বাসন থানায় ৪টি হত্যা মামলা হয়। গত বছরের তুলনায় চলতি বছরের সাত মাসে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে কয়েক গুণ।

টঙ্গীতে সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে— ফ্লাইওভারে ছিনতাইকারীর হাতে রনজু খাঁর মৃত্যু, সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে কলেজছাত্র মাহফুজুর রহমানকে খুন এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কোনাবাড়ীর বয়োবৃদ্ধ নাসির পালোয়ানের মৃত্যু। প্রতিটি ঘটনাই এলাকাবাসীর আতঙ্ক বাড়িয়েছে।

এলাকাবাসী বলছে, সন্ধ্যার পর টঙ্গী ও আশপাশের এই এলাকাগুলোতে বের হতে ভয় লাগে। জরুরি প্রয়োজন ছাড়া রাতে চলাচল প্রায় বন্ধ।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির মনে করেন, অপরিকল্পিত নগরায়ণ, বেকারত্ব ও পুলিশের সীমিত উপস্থিতি পরিস্থিতির অবনতির জন্য দায়ী। তিনি বলেন, ‘প্রশাসনকে শুধু টহল নয়, অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাতে হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ‘টঙ্গীতে অসংখ্য বস্তি রয়েছে, যেখানে সারা দেশ থেকে অপরাধ করে পালিয়ে আসা অপরাধীরা লুকিয়ে থাকে। এসব বস্তি অনেক সময় অপরাধী ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—ভয়ংকর মাদক কারবারি, ছিনতাইকারী বা হত্যাকাণ্ডে জড়িত কেউই রেহাই পাবে না। অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে বেশ কয়েকটি বড় অপরাধ চক্রকে ধ্বংস করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন টঙ্গীসহ পুরো মহানগরে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা যায়, এজন্য প্রতিটি অপরাধের ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন হলে বিশেষ বাহিনী মোতায়েন করা হবে।’

আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, ‘বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে, যা অপরাধপ্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। রাজনৈতিক অস্থিতিশীলতা ও পূর্বের প্রভাবশালী অপরাধ চক্রও পরিস্থিতিকে জটিল করছে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল তল্লাশি, সিভিল পোশাকে নজরদারি এবং রাতভর টহল জোরদার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষার্থীসহ ৪ প্রাণ কাড়া দুই যানে ছিল না ফিটনেস

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে ইসকন

স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন আমিনুল হক

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

১০

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

১১

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

১২

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

১৩

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

১৪

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

১৫

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

১৬

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

১৭

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১৮

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১৯

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

২০
X