কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ
ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ

সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল, জোটকে তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ এবং অধিকারের বিষয়টি অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত ও ঘোষণার দাবি জানানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত এক গোলটেবিল সংলাপে এ দাবি জানানো হয়।

সংলাপে বক্তারা বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও বিচারহীনতা চলমান রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংখ্যালঘুদের অংশগ্রহণ ও অংশীদারিত্বের সুযোগ ও অধিকার ক্রমশ হ্রাস পাচ্ছে। সাংবিধানিকভাবে সমঅধিকার, সমমর্যাদা ও ধর্মনিরপেক্ষতা আজ চ্যালেঞ্জের মুখে। মতপ্রকাশের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে সংখ্যালঘুবিরোধী করা এবং বহুত্ববাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দেওয়া হচ্ছে, যা বাংলাদেশের মূলনীতির পরিপন্থি। এ বাস্তবতায় সংখ্যালঘু মানুষের মানবাধিকার আন্দোলন দেশের সব নাগরিকের আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকারের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঋষি পঞ্চায়েত ফোরামের রামানন্দ দাস প্রমুখ। সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

সংলাপে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন; জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে ও জনপ্রতিনিধিত্বশীল সংস্থায়, পুলিশ ও সশস্ত্র বাহিনীতে অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ; সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংসদে ৬০টি আসন সংরক্ষণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ ও বৈষম্যবিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি, তিন জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথ বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য আহ্বান জানানো হয়।

সংলাপে বক্তারা দেশের বিদ্যমান পরিস্থিতিকে ক্রমাবনতিশীল উল্লেখ করে গভীর শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কোনো কোনো গোষ্ঠী আচরণবিধি লঙ্ঘন করে ধর্মকে যথেচ্ছ ব্যবহার করছে। স্থানীয় বা যে কোনো ধরনের নির্বাচনে পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়কে নানাভাবে টার্গেট করে রাজনৈতিক ও নানা ধরনের ট্যাগ লাগিয়ে হুমকি, হামলা ও নির্যাতনের শিকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো নিরাপত্তা সুনিশ্চিত না করলে তারা ভোটদানে নিরুৎসাহিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ধর্মভিত্তিক যে বিভাজনের রাজনীতি হচ্ছে, এটা শেষ বিচারে দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সমাজকে দুর্বল করবে। ধর্মভিত্তিক বা জাতিগত পরিচয়ের রাজনীতি আগামী দিনে দেশের অর্থনীতিকে দুর্বল করবে। বৈশ্বিক অবস্থানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ককেও দুর্বল করবে।

নিরাপত্তার বিষয়টি এখন বড় হয়ে দেখা দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ নিরাপত্তাবোধের অভাবটা শুধু ধর্মীয় সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘুর মধ্যে সীমিত নয়; নিরাপত্তাবোধের অভাব নারী, মাজার ও সুফির মতো বিভিন্ন ধরনের দার্শনিক চিন্তাভাবনার মানুষ, ট্রান্সজেন্ডার কমিউনিটি, আহমদিয়া সম্প্রদায় ইত্যাদি অনেকের জন্য সত্য। এটা একটা সার্বিক বিষয়ে পরিণত হয়েছে।

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ জন্য নিরপেক্ষ প্রশাসনের ওপর গুরুত্বারোপ করেন ড. দেবপ্রিয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে আসায় গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছেন, তাতে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণের বিষয়টি প্রাধান্য পাবে কি না, তা আজ দেখার বিষয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদের অবসান না হলে সব নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা সবসময় উপেক্ষিত হতে থাকবে। কর্তৃত্ববাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যে অঙ্গীকার, তা পালনে তারা ব্যর্থ হয়েছে। তাই আমরা কেউ নিরাপদ নই। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় আক্রমণ ও সহিংসতা রোধে সুনির্দিষ্ট আইন ও কমিশন থাকা প্রয়োজন। সংখ্যালঘু জনগোষ্ঠীকে দেশের মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তাদের নিজস্ব দাবি-দাওয়াকে তুলে ধরতে হবে। তার জন্যে প্রয়োজন সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতাকে রাজনীতির হাতিয়ার হিসেবে যারা ব্যবহার করছে, তারা মূলত ফ্যাসিবাদকে সরিয়ে মৌলবাদকে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সংখ্যালঘু নারীদের এসব আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজন এবং তাদের দাবিগুলো এর সঙ্গে যুক্ত হওয়া দরকার।

শামসুল হুদা বলেন, তরুণদের গ্রাফিতিতে বৈষম্যের চিত্র প্রতিফলিত হলেও তা আজ মেঘে ঢাকা পড়েছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে সব প্রকার নির্যাতন, সহিংসতা ও অপরাধের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করা প্রয়োজন; নতুবা এ সরকার মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হবে। মানবাধিকার রক্ষায় তরুণদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার সারা হোসেন বলেন, আমাদের নীরবতার কারণে আজ সব ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং প্রতিটি দেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। চব্বিশের ৫ আগস্টের পরে নির্যাতনের শিকার ব্যক্তি আইনের সুরক্ষা পাচ্ছে না। ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এই বয়ান সামনে রেখে দিপু দাসের ওপর যে নগ্ন হামলা, নির্যাতন এবং মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরে অগ্নিসংযোগ করা— এটা শুধু অমানবিক নয়, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ বলেন, সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে। তারা কি অন্ধকার জগতে প্রবেশ করবে, নাকি প্রতিবাদের জায়গাটা অন্তত খোলা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১০

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১১

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১২

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৩

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৪

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৫

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৬

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৭

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

২০
X