

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে একক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। ‘ভয়েস অব সিভিল কমিউনিটির’ ব্যানারে এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের একঝাঁক পেশাজীবী অংশগ্রহণ করেন। রোমান হোসাইনের সঞ্চালনা ও শাহাদাত চয়নের শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবীরা আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী নানা প্রতিশ্রুতির বিষয়ে প্রশ্ন করেন।
এ সময় এলাকায় উন্নয়ন ভাবনা নিয়ে নিজের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। ধানের শীষের ঘাঁটি হওয়ায় বিগত ১৭ বছরে লক্ষ্মীপুর-২ (সদর ও রায়পুর) আসনে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি জানিয়ে আগামীতে জয়ী হলে নানা উন্নয়নের প্রতিশ্রুত দেন এই প্রার্থী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহাদাত চয়ন, রোমান হোসাইন, নেসার উদ্দিন, মসিউর রহমান সাজু, রমিজ উদ্দিন, রানা চৌধুরী, জাহিদ পাটোয়ারী, হাবিব সুজন ও আকিব।
মন্তব্য করুন