কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের শঙ্কা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতারা
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের শঙ্কা

সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এসব অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়—যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।

নেতারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহি-জনতার বিপ্লব এবং চব্বিশের গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি। আগামী ফেব্রুয়ারিতে তাই নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে।

দিবসটি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সমাবেশে তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। যার সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, জামায়াত নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়া’র হুংকারে জনমনে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির পক্ষে জনজোয়ার দেখে তারা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পলাতক ফ্যসিবাদ আবার ফিরে আসবে।

হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ প্রমুখ অংশ নেন।

রাজশাহীতে সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, সহসভাপতি ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। নগরীর কেডিএ এভিনিউয়ে তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি।

এদিকে, শিববাড়ী মোড়ে পৃথকভাবে র্যালি ও সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপির একটি পক্ষ। এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে উপস্তিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।

বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় র্যালি করেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়—যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে জালকুড়ি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মশিউর রহমান রনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রবর্তন করেছেন। তারই সুযোগ্যপুত্র তারেক রহমানের হাত ধরে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ডামুড্যা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা হয়েছে। গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ধানমহাল এলাকায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল।

মুন্সীগঞ্জে ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের গোয়ালপাড়া এলাকার মুন টাওয়ারের নিচতলায় এই চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম চলে। এতে ছয়জন চিকিৎসকের অংশগ্রহণে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। বেলা সাড়ে ১১টায় সিরাজদীখান উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এ ছাড়া মানিকগঞ্জের হরিরামপুর, পটুয়াখালীর গলাচিপা, কুমিল্লার দেবিদ্বার, নোয়াখালীর হাতিয়া ও সোনাইমুড়ী, পাবনার ঈশ্বরদী, নড়াইলের লোহাগড়া, মুন্সীগঞ্জের সিরাজদীখান, যশোরের শার্শা, রংপুরের পীরগঞ্জ, নেত্রকোনার মদন, চাঁদপুরের মতলব উত্তর, টাঙ্গাইলের মধুপুর ও নাগরপুরে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছেন।

(প্রতিবেদন পাঠিয়েছেন ব্যুরো ও প্রতিনিধিরা)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

১০

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

১১

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

১২

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১৩

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১৪

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১৫

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১৬

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৭

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৮

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৯

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

২০
X