এনায়েত শাওন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল

বিটিআরসিকে চিঠি
‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল

বিদেশ থেকে পণ্য আমদানিতে সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জন্য শুল্ক কমিয়ে ‘স্টার লিংকের’ সমপর্যায়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় যেন শিগগির এ বিষয়ে পদক্ষেপ নেয়, সেজন্য বিটিআরসিকে কার্যকর উদ্যোগ নিতেও বলা হয়েছে চিঠিতে।

একই সঙ্গে স্যাটেলাইট কোম্পানির ভিসেটের ফির (নিবন্ধন ও নবায়ন) সব হার ‘স্টার লিংকের’ জন্য নির্ধারিত ফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কমিয়ে পুনর্নির্ধারণ করতেও বিটিআরসিকে উদ্যোগ নিতে বলেছেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ ছাড়া ভিন্ন ভিন্ন ৯টি বিষয়ে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন তিনি।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ কালবেলাকে বলেন, বিটিআরসিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে সরকারি স্যাটেলাইটের পাশাপাশি বেসরকারি স্যাটেলাইটও রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে বিদেশ থেকে স্যাটেলাইট কোম্পানির প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৫৮ দশমিক ৬০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। যদিও চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়কে স্যাটেলাইট কোম্পানির পণ্য বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে এইচএস কোডে প্রদত্ত ৫৬ শতাংশ শুল্ক থেকে কমিয়ে স্টার লিংকের পণ্য আমদানির সমপর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। অন্য এক নির্দেশনায় বলা হয়, স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ভিসেট ফির হার হ্রাসক্রমে স্টার লিংকের জন্য নির্ধারিত ফির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করাতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি স্যাটেলাইটের একই ধরনের জিনিসপত্র আমদানি করতে বেসরকারি প্রতিষ্ঠান স্টার লিংকের চেয়ে বেশি শুল্ক দিতে হয়। এতে সেবার খরচ বেড়ে যায়। এই বৈষম্য দূর করতে বিএসসিএলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল।

এ প্রসঙ্গে বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোয়ার কালবেলাকে বলেন, কিছু কিছু জায়গায় শুল্ক কমিয়ে দেওয়ার দাবি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেজন্য প্রেজেন্টেশনও দেওয়া হয়। ভিসেটের ফি কমিয়ে আনার জন্যও আমাদের দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

পাশাপাশি একগুচ্ছ ভিন্ন ভিন্ন ৯টি বিষয়ে নির্দেশনাও বিটিআরসিকে দেওয়া হয়েছে সেই একই চিঠিতে। চিঠিতে এমএনপি (এমএনপি বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি হলো এমন একটি সেবা, যার মাধ্যমে একজন গ্রাহক তার মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে এক মোবাইল নেটওয়ার্ক থেকে অন্য মোবাইল নেটওয়ার্কে স্থানান্তরিত হতে পারেন) পরিষেবার গাইডলাইনে উল্লেখ রয়েছে, মোবাইল অপারেটররা গ্রাহক আকৃষ্ট করতে এজন্য বিজ্ঞাপন দিতে বা প্রচার করতে পারবে না। কিন্তু বিশেষ সহকারী তৈয়্যবের দেওয়া নির্দেশনায় গাইডলাইন থেকে তা প্রত্যাহার করতে হবে। ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এমএনপির বিষয়ে বিজ্ঞাপন ও প্রচারের রাস্তা খুলে যাবে মোবাইল কোম্পানিগুলোর জন্য।

চিঠিতে আরও বলা হয়, ন্যাশনাল নেটওয়ার্ক সার্ভেইলেন্স ফর লফুল ইন্টারসেপশন পর্যালোচনার মাধ্যমে এরিকসনের দাখিলকৃত আবেদন দ্রুত নিষ্পতি করতে হবে। কোনো মামলা থাকলে তা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ৭০০ মেগা হার্টজ তরঙ্গের নিলাম কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিটিআরসির কোয়ালিটি সার্ভিস সংক্রান্ত নতুন তালিকা প্রস্তুত করতে হবে। এ ছাড়া প্রস্তাবিত টেলিকম পলিসির আলোকে প্রয়োজনীয় গাইডলাইনের খসড়া প্রণয়ন করতে হবে। প্রয়োজনীয় বিষয়াদি অন্তর্ভুক্তিক্রমে টেলিযোগযোগ আইনের সর্বশেষ খসড়া মন্ত্রণালয়ের পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) কালবেলাকে বলেন, বিশেষ সহকারীর নির্দেশনাগুলো আমরা পেয়েছি। বিভিন্ন বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। সেজন্য বিটিআরসির প্রাসঙ্গিক সেসব বিভাগে নির্দেশন দেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১০

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১১

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১২

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৩

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৪

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৫

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৬

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৭

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৮

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৯

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

২০
X