সাইদুল ইসলাম ও নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ভোটের আগে বেপরোয়া চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড, বাড়ছে উদ্বেগ

অপরাধ
ভোটের আগে বেপরোয়া চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড, বাড়ছে উদ্বেগ

আশি ও নব্বইয়ের দশকে রাজধানী ঢাকার মতো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং লিডারদের তৎপরতা ছিল বন্দরনগরী চট্টগ্রামেও। দীর্ঘদিন নীরব থেকে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম এখন ভয়, রক্ত ও বন্দুকের আওয়াজে কাঁপছে। নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। নগরজুড়ে সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে ছয়জন দুর্ধর্ষ সন্ত্রাসী—বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান আলম, মোবারক হোসেন ইমন, শহিদুল ইসলাম বুইস্যা ও ইসমাইল হোসেন টেম্পু। এই ছয়জন এবং তাদের বাহিনী এখন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ, রাউজান, হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারের যুদ্ধে লিপ্ত।

রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে গত ১৩ মাসে খুন হয়েছেন ১৫ জন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ১০ জন খুন হয়েছেন। রাজনৈতিক বিরোধের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বেও চট্টগ্রামে খুনাখুনির ঘটনা বেড়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরজুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা ও আতঙ্ক। জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত বিএনপির স্থানীয় নেতারাও। বিশেষ করে নির্বাচনী জনসংযোগের সময় বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, পাহাড়ি কানেকশন থাকায় অপরাধীদের কার্যক্রম তদারকিতে ভাটা পড়ছে। পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।

আতঙ্কিত নগরবাসীকে স্বস্তি দিতে ও নিরাপদ করতে অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে, চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় গুলিতে নিহত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার সঙ্গে একাধিক দলের রাজনীতিকের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে, রাজনীতিবিদরা সন্ত্রাসীদের কাছে টানছে, নাকি সন্ত্রাসীরা রাজনীতিবিদদের?

গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় নির্বাচনী প্রচারে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। নির্বাচনী প্রচারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার বাবলার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলিতে আহত হন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যিনি পিস্তল ঠেকিয়ে গুলি করেন, তাকে প্রাথমিকভাবে রায়হান হিসেবে শনাক্ত করেছে পুলিশ। বাবলার বাবা আবদুল কাদেরও গণমাধ্যমের কাছে একই দাবি করেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের বাহিনীর ‘কিলিং স্কোয়াড’ প্রধান রায়হান। বড় সাজ্জাদ বিদেশে বসে তার অপরাধ সাম্রাজ্য কয়েকটি সেক্টরে ভাগ করে পরিচালনা করেন। অপহরণ, চাঁদাবাজি, বালুমহাল দখল, নির্মাণসামগ্রী ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাজনৈতিক আধিপত্য—সবই তাদের দখলে। বড় সাজ্জাদের নির্দেশে টার্গেট কিলিংয়ের দায়িত্ব পালন করেন রায়হান। অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রণও তার হাতে।

একই দিন রাত ১২টায় চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ানে দুপক্ষের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। সরোয়ার বাবলার হত্যাকাণ্ডের রেশ না কাটতেই গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর হালিশহরের মাইজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আকবর (৩৬)। স্থানীয়রা জানান, রাতে কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে আকবরকে ডেকে বাড়ির সামনে নিয়ে যান। কিছুক্ষণ পরই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৭ অক্টোবর রাউজান সীমান্তবর্তী হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রাইভেটকারে গুলি করে এক ব্যবসায়ীকে খুন করা হয়। নিহত মো. আব্দুল হাকিম (৪৫) রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতে হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামার পরিচালনা করতেন তিনি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জেলা পুলিশের ভাষ্যমতে, কর্ণফুলী নদীপাড়ের বালুমহলের নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। টাকার বিনিময়ে সন্ত্রাসীদের দুটি পক্ষ এতে অংশ নেয়। ওই হত্যাকাণ্ডেও রায়হানের জড়িত থাকার তথ্য মিলেছে।

গত ২৩ মে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে চট্টগ্রামের আরেক সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৪৪) গুলি করে হত্যা করা হয়। কারাবন্দি ছোট সাজ্জাদের নির্দেশে রায়হান এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন বলে তথ্য পায় নগর পুলিশ। রায়হান নিজেও এই খুনের কথা স্বীকার করেছে।

পুলিশের তথ্য বলছে, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম শহরের আটটি থানা ও আটটি ফাঁড়ি থেকে ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৭৮০টি অস্ত্র। যেসব অস্ত্র উদ্ধার হয়নি সেসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া গত বছরের জুলাই ও আগস্ট মাসে চট্টগ্রাম শহরে ছাত্র-জনতার ওপর হামলা চালানো ৪৬ অস্ত্রধারীকে শনাক্ত করেছিল পুলিশ। এর মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। ওই অস্ত্রধারীরা গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলায় খুন হয়েছেন ৩৫ জন। এর মধ্যে গুলিতেই খুন হন ২২ জন। বাকিদের পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

জেলা পুলিশের তথ্যমতে, গত ১৩ মাসে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে যে ১০টি খুনের ঘটনা ঘটেছে, তার ৭টিই হয়েছে রাউজানে। রাউজানে যারা খুন হয়েছেন তারা হলেন—আলমগীর আলম, আবদুল হাকিম, কমর উদ্দিন, মো. ইব্রাহিম, মানিক আবদুল্লাহ, মুহাম্মদ সেলিম ও দিদারুল আলম। তাদের কেউ গিয়াস কাদেরের অনুসারী, কেউ গোলাম আকবরের অনুসারী। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে গত মার্চে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত হন মো. জাবেদ নামে এক কর্মী। তিনি মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

গত ২৫ অক্টোবর চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় দুপক্ষের গোলাগুলিতে মো. সাজ্জাদ নামে ছাত্রদলের এক কর্মী খুন হন। সাজ্জাদ চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের অনুসারী। আধিপত্য বিস্তার নিয়ে এমদাদুল ও চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে এই গোলাগুলি হয় বলে পুলিশ জানায়। এর বাইরে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ব্যানার টানানো নিয়ে গত ২১ মার্চ সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল মো. জিহাদ নামে যুবদলের এক কর্মী মারা যান।

পুলিশ ও কারা সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের পর সন্ত্রাসী ছোট সাজ্জাদ, সরোয়ার, রায়হান, মোবারক হোসেন, খোরশেদ আলম, শহীদুল ইসলাম ওরফে বুইস্যা, ইসমাইল হোসেন ওরফে টেম্পু, ইদ্রিস, ইয়াসিন, শিবু, রাকিব, সবুজ, নাছির উদ্দীনসহ অন্তত ৩৫ জন ‘সন্ত্রাসী’ জামিনে বেরিয়ে আসেন। তারা আবার জড়িয়ে পড়েন অপরাধে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ৫টি থেকে ২০টি পর্যন্ত মামলা রয়েছে। এই সন্ত্রাসীদের অনেকে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে যোগ দিচ্ছেন, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তবে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরই মধ্যে বেশ কয়েকজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ‘নির্বাচন এলে সন্ত্রাসীদের কদর বাড়ে। আধিপত্য ধরে রাখতে রাজনীতিবিদরা তাদের আশ্রয়-প্রশ্রয় দেন। তৃণমূলের নেতাকর্মীরা এসব কাজে হতাশ হন। সাধারণ মানুষও বিরক্ত হয়। তারপরও এই সংস্কৃতি থেকে বের হচ্ছে না কেউ। আগে আওয়ামী লীগের ছায়া খুঁজেছে যারা, এখন তারা বিএনপি-জামায়াতের ছায়া খুঁজছে।’

এদিকে, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় মো. আলাউদ্দিন ও মো. হেলাল নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশাচাককে গুলি ও রাউজানে গোলাগুলির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মো. ফয়সাল

হাদি হত্যায় গ্রেপ্তার ভারতীয় দুই সহযোগীর পরিচয় শনাক্ত

শীতকালে ত্বক দীর্ঘসময় কোমল রাখতে লোশন ব্যবহারের সেরা সময়

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি শরীফ, সম্পাদক মিজানুর রহমান সোহেল

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাংকিং প্রকাশ, সেরা দশে যারা

‘এইচআইভি’ সচেতনতার ছবিতে সালমানের পারিশ্রমিক ১ টাকা

বিটিভিতে দুদিনব্যাপী মৌলিক গানের ব্যান্ড সংগীত উৎসব

মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে যেতে চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

আট বিভাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক

১০

বাংলাদেশে টিভিএস শ্রীচক্র লিমিটেডের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো রানার ট্রেড পার্ক লিমিটেড

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল

১২

ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

১৩

কোরআন-সুন্নাহভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল

১৪

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না : নুর

১৫

যুক্তরাষ্ট্রের থেকে ভারতীয়দের বেশি বিতাড়িত করেছে সৌদি

১৬

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

১৭

যে ৫ খাবার ফ্রিজে রাখবেন না

১৮

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে তারেক রহমানকে ভোট দেওয়া : ফরিদুজ্জামান

১৯

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

২০
X