হাই হিল পরে এমনিতেই হাঁটা কষ্টকর। এর কারণে পা, নিতম্ব এবং কোমরে বাজে প্রভাব পড়তে পারে। সেখানে দৌড়ানো তো অবিশ্বাস্য কাণ্ড; কিন্তু এ ঝুঁকিতে মোটেও বিচলিত হননি স্পেনের এক ব্যক্তি। হাই হিল পরেই তিনি দৌড়েছেন, করেছেন বিশ্বরেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পাওয়া ওই ব্যক্তি হচ্ছেন ক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজ। সিরিয়াল রেকর্ড ব্রেকার হিসেবে রয়েছে তার সুখ্যাতি। সর্বশেষ তার পালকে যুক্ত হলো হাই হিল পরে কম সময়ে ১০০ মিটার দৌড়ানোর স্বীকৃতি। তিনি দৌড় শেষ করতে সময় নিয়েছেন মাত্র ১২ দশমিক ৮২ সেকেন্ড। এটি তার ৫৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আগের রেকর্ডটি ছিল ১৪ দশমিক ০২ সেকেন্ডের।
কোনো ধরনের জটিলতা ছাড়াই হাই হিল পরে দৌড় শেষ করেন ক্রিশ্চিয়ান। তবে হাই হিল পরে দৌড়ানো যে চ্যালেঞ্জিং ছিল, সেটি তিনি স্বীকার করে নেন। তিনি জানান, সুনির্দিষ্টভাবে প্রস্তুতি নেওয়ায় সাফল্য ধরা দিয়েছে তার হাতে। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন