মাছি বা পোকা নানা ধরনের জীবাণু বহন করে। তাই স্বাস্থ্যসচেতন সবাই চান এগুলো থেকে দূরে থাকতে। ফলে নেওয়া হয় নানা সতর্কতা, এতে কাজও হয়। কিন্তু মানুষ নাকি ঠিকই মাছি বা নানা ধরনের পোকা খায়। তা-ও এক-দুটি নয়, বছরে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় এক পাউন্ড পর্যন্ত। আঁতকে ওঠার মতো বিচিত্র এ তথ্য যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের।
যদিও ইচ্ছে করে মানুষ এসব পোকা খায়, তা নয়। এসব পোকা পেটে চালানো হয় ফল, সবজি, মসলা এবং অন্য প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে। মজার বিষয় হলো, কেউ যদি জীবনে ২২০ পাউন্ড চকলেট খান, তাহলে নিশ্চিতভাবেই বলা যায়, তিনি অন্তত এক পাউন্ডের মতো পোকা খেয়েছেন। এ ছাড়া পথে হাঁটা, বাইক চালানো বা ঘুমানোর সময়ও মানুষ পোকা খেয়ে ফেলে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে কনসার্টের সময় জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফটের মুখে পোকা ঢুকে যাওয়ায় গান গাওয়া থামাতে হয় তাকে।
তবে বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারে নির্দিষ্ট মাত্রায় পোকার অস্তিত্ব থাকাকে অনুমোদন করে মার্কিন কৃষি বিভাগ। কিন্তু মাছি বা পোকা খাওয়ায় স্বাস্থ্যঝুঁকি যে রয়েছে, তা নিয়ে দ্বিমত নেই স্বাস্থ্যবিদদের। সূত্র: ডেইলি মেইল
মন্তব্য করুন