তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

এফডিসি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

এফডিসি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৫ সাল থেকে নিয়মিত বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি। এক সময়ের সিনেমার এ ব্যস্ত তারকাকে বর্তমানে চলচ্চিত্রে কম দেখা যায়। হাল সময়ে তিনি ব্যস্ত আছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। তবে এত ব্যস্ততার মধ্যেও অপু মিস করেন এফডিসির শুরুর দিকের সময়। তাই তো কালবেলার সঙ্গে আলাপকালে তিনি ফিরে গেলেন পুরোনো সময়ে।

‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক অপুর। এতে তিনি অভিনয় করেন ‘বাসন্তী’ চরিত্রে। খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেনের এ সিনেমা দিয়ে তিনি জানান দেন দীর্ঘ সময়ের জন্যই ইন্ডাস্ট্রিতে এসেছেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ২০০৭ সাল থেকে সিনেমায় ব্যস্ততা বাড়তে থাকে অপুর। যার কারণে এফডিসির প্রতি এ নায়িকার আলাদা ভালোলাগা রয়েছে। এবার সেই এফডিসি নিয়ে জানালেন নিজের মনের কষ্টের কথা।

কালবেলাকে অপু বলেন, ‘আমরা যারা অভিনয় করি, সবার জন্য এফডিসি হচ্ছে একটি পবিত্র স্থান। বিশেষ করে এ জায়গা থেকেই আমার জন্ম; কিন্তু আমার কাছে মনে হচ্ছে জায়গাটি আর আগের মতো নেই। এখন এটি হয়ে গেছে ব্যক্তি রেষারেষির জায়গা। তাই ২০১৬ সালের পর থেকে সেভাবে আর যাওয়া হয় না। এর কারণ সেখানে আমার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করে, আমার জীবন বিষাদময় করে তোলে, যা নিয়ে আমি খুবই ব্যথিত হই। এরপর আর সেখানে যেতে ইচ্ছা করেনি। আমাকে নিয়ে যে আলোচনা, তা এখনো চলমান। তাই দেশের সিনেমার এ আঁতুরঘরের এমন পরিণতি আমাকে সবসময়ই ব্যথিত করে। কারণ এখান থেকেই আমার অভিনয় জীবনের শুরু। আমি এ জায়গাটির প্রতিটি কোনা চিনি। কিন্তু সেই জায়গায় এখন সিনেমার চেয়ে মানুষের ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তাই আগের মতো আর সেখানে যাওয়া হয় না।’ এ সময় অপু আরও জানান, এটি একটি শিল্পচর্চার স্থান। এখান থেকে দেশের অভিনয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই এ জায়গাটি সুন্দর হওয়া জরুরি।

এদিকে প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। ভবিষ্যতে পরিচালক হিসেবে তাকে দেখা যাবে কি না—জবাবে নায়িকা জানান, নির্মাতা পরিচয়ে কখনোই নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তার। অপু বলেন, ‘আমি একজন শিল্পী। আমার প্রথম পরিচয় এটাই। আজকে দেশ ও দেশের বাইরে আমার যত ভক্ত রয়েছেন, সবাই আমাকে এ পরিচয়েই চেনেন। তাই নির্মাতা হওয়ার স্বপ্ন আমি কখনো দেখি না। কারণ এটি খুবই দায়িত্বশীল একটি কাজ। তাই শুধু অভিনয় নিয়েই থাকতে চাই।’

অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’। এতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা নিরব হোসেন। পরিচালনায় ছিলেন বন্ধন বিশ্বাস। বাংলাদেশ সরকারের অনুদানের এ সিনেমায় চা শ্রমিকদের জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

ফের অবরোধ ঢাকার তিন স্থান

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১০

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১১

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৩

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৪

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৫

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

১৬

প্রথমবারের মতো নারী ক্রিকেট দল গঠন করেই চ্যাম্পিয়ন চবি

১৭

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

১৮

সেই পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে বিসিবি

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

২০
X