

ফেনীর মহিপালে শাহাদাতবরণকারী ওয়াকিল আহমদ শিহাবের কবর জিয়ারত করেছেন এনসিপির নবগঠিত কমিটির নেতারা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে তার কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নবগঠিত কমিটি কার্যক্রম শুরু করে।
এনসিপি সূত্রে জানা যায়, শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবরস্থানে জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সভাপতি জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব ওয়ালী উল্লাহ মানিকের নেতৃত্বে এনসিপির সদ্য ঘোষিত কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদরা আমাদের সংগ্রামের প্রেরণা। তাদের রক্তের ঋণ শোধ করতে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করে যাব।
জেলা এনসিপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন