১১৫ জনবল নিয়োগ দেবে ফেনী সিভিল সার্জন কার্যালয়
ফেনী সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পাঁচটি শূন্য পদে মোট ১১৫ জনকে নিয়োগ দেবে। আবেদন ০৪ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু ফেনী জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ফেনী সিভিল সার্জনের কার্যালয় পদের সংখ্যা : ০৫টি  জনবল নিয়োগ : ১১৫ জন  কর্মস্থল : ফেনী  চাকরির ধরন : অস্থায়ী  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) ১. পদের নাম : পরিসংখ্যানবিদ  পদসংখ্যা : ০৫টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/ গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০৬টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৩. পদের নাম : গাড়ি চালক  পদসংখ্যা : ০৪টি  বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৪. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ৯৯টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৫. পদের নাম : ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা : ০২ টি  বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : ১ থেকে ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৫নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৪ এপ্রিল ২০২৪
০৪ এপ্রিল, ২০২৪

ফেনীতে অনেক সমস্যা রয়েছে : নাসিম
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, ফেনীতে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো পত্রিকার হেডলাইন হয় না। বিশেষ করে সড়ক যোগাযোগ নিয়ে অনেক সমস্যা এখনো রয়ে গেছে। এগুলো পত্রিকায় আসলে আমাদের জন্য কাজ করা সহজ হবে।  শনিবার (২৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  নাসিম বলেন, ফেনীর সাংবাদিকদের অনুরোধ, নিজ জেলার সমস্যাগুলো তুলে ধরুন। আপনার বিভিন্ন সমস্যা নিয়ে লিখলে আমরা সোজা পথে চলতে বাধ্য হব। আশা করি, আপনারা সেই ব্যবস্থা করবেন।  ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তিন সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে ফেনীর অসম্পূর্ণ সব কাজ শেষ করতে পারব। দোয়া করি, সেই ঐক্য যেন নিশ্চিত হয়।  ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি- বিইউবিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আলী নুর, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, এফবিসিসিআই পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি হাজী আলাউদ্দিন, জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সদস্য সচিব  মজিবুর রহমান মঞ্জু, ফেনী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাবেক সেক্রেটারি ও দৈনিক সমকালের উপ সম্পাদক লোটন একরাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভুঁইয়া, ফেনী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি একরামুল হক ও সদ্য বিদায়ী সভাপতি তানভির আলাদিন প্রমুখ। ইফতার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপমহাদেশের সাংবাদিকতায় ফেনীর কৃতি সন্তান এবিএম মুসা, আব্দুস সালাম, ওবায়দুল হক, জহুর হোসেন, মাহবুবুল হক, গিয়াস কামাল চৌধুরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।  সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনরা ফেনীর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জানান। এছাড়া ঢাকায় কর্মরত ফেনীর সাংবাদিকদের স্থায়ী অফিস প্রতিষ্ঠায় বিশিষ্টজনদের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম এ ব্যাপারে সহায়তায় আশ্বাস দেন।  
২৩ মার্চ, ২০২৪

ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ, সম্পাদক আদিত্য আরাফাত
ঢাকায় কর্মরত ফেনী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাচনে ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সভাপতি ও আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪-২০২৬ সালের মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন সহসভাপতি সরোয়ার আলম (দেশ রূপান্তর) ও জাফর ইকবাল (সংগ্রাম), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু (বাসস), কোষাধ্যক্ষ বুরহান ফয়সাল (ঢাকা মর্নিং নিউজ), সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সোহেল (জাগো নিউজ), দপ্তর ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিং বিডি), বিনোদন সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকা পোস্ট)। নির্বাহী কমিটির সদস্যরা হলেন তানভীর আলাদিন (বাসস), আমির হোসেন জনি (দি ইকোনমিক এক্সপ্রেস), সাজেদা সুইটি (এটিএন নিউজ), সালমা আফরোজ (একুশে সংবাদ), আনোয়ার ইব্রাহীম (সমকাল) ও কেফায়েত শাকিল (বাংলাভিশন)। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম। এর আগে ফোরামের বিদায়ী সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ, সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সাবেক সহসভাপতি কবি জাকির আবু জাফর। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে ফেনীর ঐতিহ্য ধরে রাখতে নতুনদের পেশায় আসার সুযোগ তৈরিতে অগ্রজদের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঢাকায় ফেনীর সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠন, ফোরাম- এসবের উদ্দেশ্যই হচ্ছে পরস্পরকে স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতা করা। তিনি ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ফান্ডের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। এ সময় তিনি ফেনীর ঐতিহ্য ধরে রাখতে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব দেওয়ার প্রতিও জোর দেন।
০৭ মার্চ, ২০২৪

ফুটবল খেলতে ফেনী যাচ্ছেন ব্যারিস্টার সুমন
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেশের বিভিন্ন জেলায় ঘুরে প্রীতি ম্যাচ খেলছে দলটি। এবার উদ্যোক্তা তৈরি ও মূল্যবোধ চর্চার অনলাইন প্লাটফর্ম ‘নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ফেনী আসছেন ক্রীড়া সংগঠক, আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (১ মার্চ) বিকেল ৩টায় ভাষাশহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশন একাদশ। প্রীতি ম্যাচের আয়োজক নিজে বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ বলেন, নিজের বলার মতো একটি গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও। উদ্যোক্তাদের শুধু ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে ক্রীড়াক্ষেত্রে বিচরণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। খেলায় সারাদেশ থেকে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের উদ্যোক্তারা অংশ নেবেন। এখান থেকে আমরা একটি ফুটবল দল গঠন করব। তিনি আরও বলেন, খেলা আয়োজনে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সবাই মাঠে এসে খেলা উপভোগ করবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ব্যারিস্টার সুমন একাডেমির ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। যেখানেই ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমি নিয়ে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সেখানেই উপচে পড়ছেন দর্শকরা।
০১ মার্চ, ২০২৪

ফেনী রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর দুইটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে। সাগরিকা এক্সপ্রেসের আনসার কমান্ডার শফিকুর রহমান জানান, ফেনী রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেনী রেলস্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৪

ভোটার তালিকায় নাম না থাকা ১৩ আইনজীবীর মামলার আদেশ আজ
ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় ১৩ আইনজীবীর দায়ের করা মামলায় রোববার (১৪ জানুয়ারি) শুনানি হয়েছে। শুনানি শেষে যুগ্ম জেলা জজ আদালতের বিচারক খায়রুন নেছা আজ সোমবার (১৫ জানুয়ারি) আদেশের জন্য দিন ধার্য করেন। ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ২০ জানুয়ারি সমিতির ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে। আমিনুল করিম মজুমদার জানান, রোববার তারা যুগ্ম জেলা জজ আদালতে শুনানিতে অংশ নিয়েছেন। সেখানে ১৩ জন আইনজীবীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সপক্ষে সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তসহ যুক্তি উপস্থাপন করেছেন। এর প্রেক্ষিতে আদালত আজ সোমবার আদেশের দিন ধার্য করেন। তিনি আরও জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পর ১৩ জন আইনজীবী আদালতে অভিযোগ দিয়েছেন। তাদের বাদ দেওয়ার বিষয়টি ২০১৬ সালে সভাপতি জাহিদ হোসেন খসরু ও সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর চৌধুরী নেতৃত্বাধীন সমিতির কার্যনির্বাহী কমিটির সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি কার্যকর করা হয়েছে, যা সমিতির গঠনতন্ত্রসহ নিয়ম মেনেই করা হয়েছে। বাদীপক্ষে আইনজীবী ছিলেন আনোয়ারুল করিম ফারুক, আবু তাহের, শফিউল আলম। গত বুধবার (১০ জানুয়ারি) ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী নির্বাহী পরিষদ ও বার কাউন্সিল সচিবকে বিবাদী করে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা দায়ের করা হয়। বাদিরা হলেন মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ মজুমদার, মিজানুর রহমান সেলিম, রায়হান উদ্দিন মামুন, এসএম আবুল মনসুর রানা, মো. আবদুল আহাদ ভূঞা, রবিউল হক ফরহাদ, আবদুল মালেক, সাইদুর রহমান রাব্বী, একরামুল হক ভূঁইয়া, সাইফুল্লাহ রাশেদ, শাহজালাল ভূঞা সবুজ ও আনোয়ারুল আজিম।
১৫ জানুয়ারি, ২০২৪

ফেনী মহাসড়কে ৪ গাড়িতে অগ্নিসংযোগ
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাতে পৃথক পৃথক ৪টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এগুলোর মধ্যে দুটি ট্রেলর গাড়ি ও দুটি কাভার্ডভ্যান রয়েছে। রাতেই পুলিশ গাড়িগুলো উদ্ধার করে ফেনী পুলিশ লাইনে নিয়ে যায়। পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর মা-মনি ফিলিং স্টেশনের ভিতরে পার্ক করে রাখা ২টি ট্রেলারে আগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গাড়ি দুটি হলো- চট্ট মেট্রো ঢ ৮১-৩৬৬৩ ও চট্ট মেট্রো ঢ ৮১-৩৮৪৮। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায়।  অপরদিকে রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল সেতু এলাকায় পরপর দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কাভার্ডভ্যান দুটির একটিতে আরএফএল মুড়ি এবং অপরটিতে গার্মেন্টসসামগ্রী ছিল।   খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দুটি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।  ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবদুল মজিদ জানান, মা-মনি ফিলিং স্টেশন থাকা অন্যান্য গাড়ি রক্ষা করা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো পৌঁছ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। ফেনী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আগুন দেওয়া গাড়িগুলো ওই সব স্থান থেকে উদ্ধার করে ফেনী পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত এ সব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 
০৬ জানুয়ারি, ২০২৪

৬ ডিসেম্বর : ফেনী মুক্ত দিবস আজ
আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ৫২ বছর আগে ফেনীতে সেদিন সকালটা এসেছিল অন্যরকমভাবে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে রক্তাক্ত এ জনপদে সেদিন এসেছিল প্রতিক্ষিত ‘মুক্তি'। পরাধীনতার শৃঙ্খল ভেঙে জনপদে উদিত হয়েছিল স্বাধীনতার প্রথম সূর্য। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা প্রশাসনের রয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। এর মধ্যে সকাল ১০টায় শহরের জেল রোডস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে ফেনী সরকারি কলেজে বীরমুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আলোচনা সভা ও একইদিন সন্ধ্যায় ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারসহ বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতারা, সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশ নিবে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার ও আলবদরদের হটিয়ে ফেনীকে হানাদারমুক্ত করে স্বাধীন করা হয়। ওইদিন সকাল থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা ২নং সাব সেক্টর কমান্ডার ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অধিনায়ক লে. কর্নেল জাফর ইমাম, বীর বিক্রমের (তৎকালীন ক্যাপ্টেন) নেতৃত্বে দলে দলে লাল-সবুজের পতাকা হাতে নিয়ে ফেনী শহরে প্রবেশ করে। সেদিন সকালটা যেমন ছিল  ’৭১-এর ৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনীর হাতে জিম্মি ছিল ফেনী। ফলে সেদিন সকালে ‘জয় বাংলা’ স্লোগান শুনে অনেকেই হকচকিত হয়ে ওঠেন। অনেকে মুক্তিযোদ্ধাদের এ স্লোগান প্রথম বিশ্বাসই করতে পারেননি। সত্যিই আমরা স্বাধীন হয়েছি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই পরিচিত মুক্তিযোদ্ধাদের মিছিলে দেখতে পান। তখন লোকজনের ভুল ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষ মিছিলে যোগ দিতে শুরু করেন। ৬ ডিসেম্বর সকালের বর্ণনা দিতে গিয়ে লে. কর্নেল (অব.) জাফর ইমাম, বীর বিক্রম বলেন, আমরা যখন ফেনী প্রবেশ করলাম ক্ষণিকের মধ্যে ফেনী শহরে জনতার ঢল এসেছিল। শুরু হয় বিজয় মিছিল। জয়বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। রাস্তায় জনগণ যেখানেই মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাৎ হচ্ছে সেখানেই তাৎক্ষণিক তারা আলিঙ্গন করে বিজয় উল্লাসে ফেটে পড়ছিল। অনেকে ছোট ছোট ছেলেমেয়েদের কোলে করে রাস্তা পরিদর্শন করছিল। রাস্তার দু’পাশ থেকে জনতা দু’হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছিল। মিছিলে মিছিলে শোভা পাচ্ছিল বাংলাদেশের পতাকা। অনেককে বিজয়ের আনন্দে কাঁদতে দেখেছি।
০৬ ডিসেম্বর, ২০২৩

মিছিল শেষে ফেরার পথে ফেনী জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামের ফেনী জেলা আমির এ কে এম শামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি ফেনী মডেল থানা হাজতে রয়েছেন। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ কে এম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ফেনী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আ ন ম আব্দুর রহিম, শহর জামায়াত ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের আমিরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আব্দুল হান্নান। তিনি জেলা জামায়াতের আমিরকে দ্রুত মুক্তির দাবি জানান।
২১ নভেম্বর, ২০২৩

নাশকতা মামলায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিএনপির অফিসের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ও নাশকতা মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে ফেনীতে বিএনপি নেতাকর্মীরা মশাল নিয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শহরের এসএসকে রোড ও মহিপাল অংশের কয়েকটি সড়কে এই মিছিল করেন তারা। ফেনী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান ও জন চলাচল থমকে যায়।
১৫ নভেম্বর, ২০২৩
X