

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আম্মার মিয়াকে (অসীম) সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) একজন তরুণ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী। তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে আমাদের টিম আরও শক্তিশালী হলো। আশা করি, তিনি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’
নিয়োগের পর মোহাম্মদ আম্মার মিয়া (অসীম) বলেন, ‘সেলিমুজ্জামান সেলিমকে নিয়ে গোপালগঞ্জ-১ আসনে একটি জনবান্ধব ও ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তার উন্নয়ন ভাবনা ও গণমানুষের পক্ষে অবস্থান, এগুলো তুলে ধরাই হবে আমার মূল কাজ।’
দলীয় সূত্র জানায়, সামনে জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনকেন্দ্রিক প্রচারণা ও গণমাধ্যম কার্যক্রম আরও গতিশীল করতেই সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন