রাজধানীতে প্রবল বৃষ্টিতে বেশির ভাগ সড়ক পানিতে টইটুম্বুর। অলিগলিতে পানি এতোটাই বেড়েছে কোথাও কোথাও তো মানুষের ডুবে যাওয়ার মতো অবস্থা। সোশ্যাল মিডিয়ায় গাড়ি ডুবে যাওয়ার ছবি ভাইরাল হচ্ছে।
এর মধ্যেই মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া জানান দিলেন তার গাড়ি ডোবেনি। ‘ভালো থেকো’ সিনেমার নায়িকা গাড়ির ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, আল্লাহ বাঁচাইছে অল্পের জন্য আমার গাড়িটা ডুবে নাই। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া ! আমিন।
নায়িকার পোস্টের নিচে কেউ লিখেছেন, নায়িকারা কখনো ডুবে না !!! আরেকজন লিখেছেন,গাড়ি গ্যারেজ করলেই তো হতো। জবাবে তানহা জানিয়েছেন এটি তার বাসা ছিল না।
একজন লিখেছেন, কতজনের কতোই না ক্ষতি হয়েছে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন।
তানহা তাসনিয়ার নায়িকা হিসেবে অভিষেক হয় ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে ধূমকেতু ও ভালো থেকো নামে সিনেমায় কাজ করেছেন। বর্তমানে নাটকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই সুন্দরী।
মন্তব্য করুন