সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে যক্ষ্মা মোকাবিলায় ‘সংসদীয় যক্ষ্মা ককাস’ গঠন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশে যক্ষ্মা মোকাবিলা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সংসদীয় যক্ষ্মা ককাস গঠন একটি অগ্রণী পদক্ষেপ। কারণ সংসদ সদস্যরাই পারেন তাদের অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কথা জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনায় তুলে ধরতে।

এই ককাস বাংলাদেশ জাতীয় সংসদের প্রভাবশালী সদস্যদের সমন্বয়ে গঠিত হবে যারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যক্ষ্মা মোকাবিলায় প্রাসঙ্গিক বিষয়গুলো সামনে নিয়ে আসতে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপের মাধ্যমে, ২০৩০ সালের মধ্যে এই বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার অবসান ঘটাতে দৃঢ় প্রতিশ্রুতি দেখিয়ে যক্ষ্মা প্রতিরোধের লড়াইয়ে বাংলাদেশ সম্মুখ সারিতে নিজের অবস্থান নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নেতৃত্বে এবং স্টপ টিবি পার্টনারশিপ-ইউএনওপিএস’র সহযোগিতায় আজ রোববার (১৮ জুন) সকালে আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্ট আয়োজিত সংসদীয় যক্ষ্মা ককাস গঠন সভায় বিশিষ্টজনেরা এ মন্তব্য করেন।

বাংলাদেশে যক্ষ্মা মোকাবিলায় প্রথমবারের মতো এই সংসদীয় প্ল্যাটফর্মের গঠন ও এর কার্যক্রম সংক্রান্ত সভাটি বাংলাদেশ পার্লামেন্ট মেম্বারস ক্লাবে হয়।

সংসদ সদস্যরা বলেন, যক্ষ্মা একটি সংক্রামক, প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য রোগ হলেও বাংলাদেশ ও বিশ্বব্যাপী এটি অসংখ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এ পরিপ্রেক্ষিতে বর্তমান যক্ষ্মা পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও প্রতিক্রিয়া জোরালো করার লক্ষ্যে এই ককাস অভ্যন্তরীণ সম্পদের বরাদ্দ বাড়িয়ে প্রয়োজনীয় চাহিদার বিপরীতে ঘাটতি কমাতে সাহায্য করবে।

ককাসটি পরিচালনায় সহায়তা করার জন্য একটি সেক্রেটারিয়েট থাকবে যা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও সংসদ সদস্যদের যক্ষ্মা নির্মূলের লক্ষ্য অর্জনে কাঠামোগত সক্ষমতা তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানে ককাস সদস্যদের একটি তালিকা এবং এর প্রতিশ্রুতির রূপরেখাও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ভার্চুয়ালি উপস্থিত হয়ে ককাসের ঘোষণা করেন। যক্ষ্মা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অনেক সংসদ সদস্যগণও এই অনুষ্ঠানে যোগ দেন।

আইসিডিডিআর,বি-র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এবং এমপি আরমা দত্তকে তাদের দিকনির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক‌কে সংসদীয় ককাস গঠনে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

ড. কাদরী বলেন, ‘আমি নিশ্চিত যে, সংসদ সদস্যগণের অংশগ্রহণে সংসদীয় যক্ষ্মা ককাস সাধারণ জনগোষ্ঠী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের যক্ষ্মা রোগ মোকাবিলা কার্যক্রমে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তা রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াবে। এই ককাসের মাধ্যমে যক্ষ্মা মোকাবিলায় সংসদ সদস্যদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হবে এবং তারা উল্লেখযোগ্য অবদান রাখবেন। সবার সম্মিলিত প্রয়াসেই আমরা যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে পৌঁছাতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক যারা যক্ষ্মা নিয়ে কাজ করছেন তাদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘যক্ষ্মা দূর করা কারও একার পক্ষে করা সম্ভব না, তাই জনগণের সচেতনতার প্রয়োজন আছে। যক্ষ্মার সেবা বা ওষুধ যে বিনা পয়সায় পাওয়া যায়, আমরা এই মেসেজটা জনগণকে খুব ভালোভাবে দিতে পারি, এই ককাসের ভূমিকাটা এখানে জরুরি।’

শামসুল হক টুকু এ উদ্যোগের প্রশংসা করেন এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, আইসিডিডিআর,বি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ বলি আর প্রতিকারের ব্যবস্থা বলি, বিশ্বব্যাপী এর প্রাদুর্ভাব অনেকটাই কমিয়ে ফেলা গেছে; তবে একেবারে নিশ্চিহ্ন হয়নি। এই ককাসের মাধ্যমে এমপিগণ এবং সম্পৃক্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্যরা যারা সম্পৃক্ত আছেন, তারা যক্ষ্মা থেকে শিশু, বৃদ্ধ, তরুণ সমাজকে বাঁচানোর এই কার্যক্রমে একযোগে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

‘এভাবে সবাইকে যদি আমরা সম্পৃক্ত করতে পার, তাহলে আমরা যক্ষ্মা আক্রান্তের হার শূন্যের কোঠায় না আনতে পারলেও অনেকখানি কমিয়ে আনতে পারব। আপনাদের এই ককাসের সঙ্গে আমি আছি, থাকব।’ ডা. মো. মাহাফুজার রহমান সরকার, লাইন ডিরেক্টর, টিবিএল অ্যান্ড এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, বাংলাদেশে শিশুদের যক্ষ্মা রোগ নির্ণয়ের হার কম ছিল, কারণ শিশুরা কফ না দিতে পারায় তাদের জিন-এক্সপার্টের মাধ্যমে পরীক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং। এখন আইসিডিডিআর,বির উদ্যোগে স্টুল বা মল পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের যক্ষ্মা পরীক্ষার হার ধীরে ধীরে বাড়ছে। এই ককাসের মাধ্যমে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে নিজ নিজ এলাকায় এই বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত। আরও অংশ নেন—আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট এবং এমারজিং ইনফেকশন্স শাখার প্রধান ড. সায়রা বানু, সিনিয়র টিবি মিটিগেশন অ্যান্ড কোর্ডিনেশন অ্যাডভাইজর ডা. আজহারুল ইসলাম খানসহ বিভিন্ন কর্মকর্তাগণ। প্রিপ ট্রাস্টের ভাইস চেয়ারপারসন আরমা দত্তের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নবগঠিত যক্ষ্মা ককাসে ২৩ জন সংসদ সদস্য যোগ দেন। এর উপদেষ্টা সদস্যরা হলেন—জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু, এমপি ড আ ফ ম রুহুল হক, এমপি প্রাণ গোপাল দত্ত, এমপি ফখরুল ইমাম, এমপি ফজলে হোসেন বাদশা, এমপি এ এস এম ফিরোজ, এমপি ড. আব্দুস শহীদ, এমপি রওশন আরা মান্নান।

ককাসের অন্যান্য উপস্থিত সদস্যরা হলেন—এমপি বাসন্তী চাকমা, এমপি আহমেদ ফিরোজ কবির, এমপি নূরুন্নবী চৌধুরী, এমপি লুৎফুন্নেসা খান, এমপি বেনজির আহমেদ, এমপি শামসুন নাহার, এমপি নার্গিস রহমান, এমপি শামীমা আক্তার খানম, এমপি কানিজ ফাতেমা আহমেদ, এমপি পংকজ নাথ, এমপি ফেরদৌসী ইসলাম, এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি আদিবা আনজুম মিতা, এমপি শবনম জাহান শীলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১০

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১১

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১২

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১৩

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৪

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৫

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৬

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৭

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৮

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৯

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

২০
X