মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টেনিস বল গ্রাউন্ড নির্মাণকাজে অনিয়ম
বগুড়ার সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কর্নারে খেলোয়াড়দের চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে এডিবির অর্থায়নে টেনিস বল গ্রাউন্ড নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে।  সোমবার (২০ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই কাজে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছে। এ ছাড়াও ইটের খোয়াতে পানি না দিয়ে ইটের গুঁড়ো যুক্ত (রাবিশ) খোয়া দিয়ে ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে। এতে দেখা যায় ব্যবহৃত খোয়ায় প্রায় এক তৃতীয়াংশ ইটের গুঁড়ো (রাবিশ) বিদ্যমান।  এ নিয়ে সেখানে উপস্থিত সচেতন মহলে তীব্র ক্ষোভের দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের নিকট এ কাজের মান যাচাইয়ের অনুরোধ করেছেন। পরে সাংবাদিকের উপস্থিতি দেখে তড়িঘড়ি করে দায়িত্বরত সার্ভেয়ার জিয়াউর খোয়াতে পানি দিতে বলেন। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এডিবির অর্থায়নে ৪ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টেনিস বল গ্রাউন্ড। বগুড়ার মিহির কনস্ট্রাকশন কাজটি পেয়েছেন। পরে তিনি কাজটি বিক্রি করে দেন সোনাতলার চাল ব্যবসায়ী তাজুলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মণ্ডল ট্রেডার্স’-এর নিকট। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার জিয়াউর রহমান। এ বিষয়ে সার্ভেয়ার জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ ঠিকভাবেই হচ্ছে। কাজের কোনো সমস্যা নেই। আপনারা যে ডাস্ট দেখতে পাচ্ছেন এটা থাকবেই। পরে তার কাছে খোয়ার সাইজ জানতে চাইলে তিনি বলেন, ২০ মিলি খোয়া দিতে হবে। এস্টিমেট অনুযায়ী খোয়া ঠিক আছে কি না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে না পেরে ঠিকাদার মালিক তাজুল ইসলামকে ফোনে ডেকে নেন।  পরে তাজুল ইসলামের কাছে পূর্ণ এস্টিমেট দেখতে চাইলে তিনি বলেন, আমার কাছে নেই ওটা অফিসে আছে। আপনারা ডিস্টার্ব করছেন কেন? কাজ ঠিকভাবেই হচ্ছে। আপনার এই খোয়া নিয়ে গিয়ে কাকে দেখাবেন দেখান। এমনিতেই এই ছোট একটি কাজে ছাত্রলীগ, যুবলীগ পিকনিকের টাকা চায়। আবার ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা ১২ হাজার টাকার বুট জুতা দাবি করে। এ অল্প কাজে এত কিছু কই থেকে পাওয়া যায়?  ঠিকাদার তাজুলের কথামতো খোয়ার স্তূপ থেকে কিছু খোয়া উপজেলার উপসহকারী প্রকৌশলীকে দেখালে তিনি বলেন, এই খোয়াতে প্রচুর পরিমাণে ডাস্ট আছে। এতে যথেষ্ট পানি দিতে হবে। ওই বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হক বলেন, আমি ট্রেনিংয়ে আছি। দায়িত্বরত ব্যক্তিকে বিষয়টি দেখার জন্য ফোনে বলে দিচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনকে জানালে তিনি বলেন, ইঞ্জিনিয়ার সাহেব ট্রেনিং থেকে আসলে তার সঙ্গে আমি কথা বলে বিষয়টি দেখব।
২ ঘণ্টা আগে

সংবাদ বিজ্ঞপ্তি / সোনারগাঁও ইউনিভার্সিটি টেবিল টেনিস
সোনারগাঁও ইউনিভার্সিটির টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, অধ্যাপক হাবিবুর রহমান কামাল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আল আমিন মোল্লা, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ডক্টর খবিরুল হক চৌধুরী, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান এস এম নূরুল হুদা, রেজিস্ট্রার কাজী জুলকারনাইন সুলতান আলম, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক মেহেরাব হোসেন জসি ও দপ্তর প্রধানরা। টেবিল টেনিস প্রতিযোগিতার তিন ইভেন্টের মধ্যে পুরুষ এককে চ্যাম্পিয়ন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রুহুল আমীন ফাহিম, নারী এককে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাঈমা আফরোজ এবং পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী মো. আবু সালিম তৌহিদ-নাজমুস সাকিব জুটি। সংবাদ বিজ্ঞপ্তি।
১৫ মে, ২০২৪

‘সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্র থেকে আমরা দূরে সরে যাচ্ছি’ 
সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্র থেকে আমরা দূরে সরে যাচ্ছি একথা উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস যে কোনো খেলার সম্মানের দিক থেকে অনেক উপরে। বিশ্বের অনেক লিজেন্ড গ্যালারিতে বসে টেনিস খেলা দেখেন। শনিবার (৪ মে) রাজধানীর বিজয়নগরস্থ হোটেল ৭১এ বাংলাদেশ টেনিস ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগে অভিজাত পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা টেনিস খেলত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন আর সেরকম জৌলুস নেই। একজন টেনিস খেলোয়াড় ১০০ জনকে পথ দেখাবে। ফুটবল খেলোয়াড়রা একসময় উন্মাদনা তৈরি করেছিল। সেই উন্মাদনা আমাদের মাঠে নিয়ে যেত। আমরা বয়সভিত্তিক টেনিস খেলাকে গুরুত্ব দিয়েছি। সাধারণকে টেনিস মাঠে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। উপজেলা পর্যায়ে টেনিস খেলা চলে গেছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, এ খেলার প্রতি মানুষের আগ্রহ আছে। প্রচারণার সে জায়গাটাই নিয়ে যেতে চাই। টেনিসের প্রতি যাদের প্রেম, ভালোবাসা আছে তাদের আগামীতে নির্বাচিত করবেন। ফেডারেশন ও কাউন্সিলররা মিলে খেলোয়াড় তৈরি করবেন। এমন একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ববোধ করবে। প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এজন্য মানব কাঠামো তৈরি হচ্ছে না। এগিয়ে যাওয়ার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন।  তিনি বলেন, টেনিস ফেডারেশনকে জবাবদিহিতার জায়গায় রাখতে চাই। সীমাবদ্ধতা আছে। সেগুলো দূর করে টেনিসকে এগিয়ে নিতে চাই।
০৪ মে, ২০২৪

বিচিত্র / এক গেমে টেবিল টেনিস খেললেন ১২০ জন!
টেবিল টেনিস সাধারণত ২ বা ৪ জন সেট করে খেলেন। তবে যুক্তরাজ্যে একটি ক্লাবে একজন পেশাদার খেলোয়াড়ের বিপরীতে অন্তত ১২০ জন ধারাবাহিকভাবে শট খেলেছেন। এর মাধ্যমে তারা একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড়ের টেবিল টেনিস খেলার রেকর্ডস অর্জন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের বেলফার্সে মেরি পিটার্স ট্রাস্টের সহায়তায় অরমিউ টেবিল টেনিস ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৭২ সালের অলিম্পিকের স্বর্ণজয়ী মেরি পিটার্স এতে অংশ নেন। ক্লাবটি ২০১৭ সালে এ-সংক্রান্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করে। পরে ২০২২ সালে রেকর্ডটি ব্রাইটন টেবিল টেনিস ক্লাবের দখলে যায়। এবার এ রেকর্ড করতে হলে কমপক্ষে ১১৭ জনের এক গেমে অংশ নিতে হবে। বৃহস্পতিবারের খেলায় ১২০ জনের বেশি মানুষ অংশ নেন। চারবারের আইরিশ চ্যাম্পিয়ন পল ম্যাকক্রিরির বিরুদ্ধে খেলেছেন সবাই। তিনি বলেন, ‘আপনার বিপক্ষে ১২০ ভিন্ন ব্যক্তি খেলছে, এমনটা চ্যালেঞ্জিং।’ অরমিউ টেবিল টেনিস ক্লাবের কোচ কেইথ নক্স বলেন, এগুলো (গিনেস ওয়ার্ল্ডস কর্তৃপক্ষ) গণনা করবে এবং নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, তারা সেখানে ১২০ জনকে পাবে। ক্লাবটি বিশ্ব রেকর্ডস পুনরুদ্ধারের আশা করছে। সূত্র: ইউপিআই
২৫ মার্চ, ২০২৪

কনুইয়ের ব্যথা টেনিস এলবো
টেনিস এলবো বা কনুইয়ের ব্যথা শুধু টেনিস খেলোয়াড়দের হয় না, যারা কনুই থেকে কবজি পর্যন্ত ব্যবহার করে কাজ করেন—এমন পেশায় জড়িতদেরও টেনিস এলবো রোগ হয়। টেনিস এলবো এমন এক দীর্ঘমেয়াদি রোগ, যার কারণে কনুইয়ের ব্যথাসহ দুর্বলতা দেখা দেয়। ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং স্কোয়াশ খেলোয়াড়দের মধ্যে এটি একটি সাধারণ সমস্যা। লক্ষণ টেনিস এলবোর লক্ষণগুলো ধীরে ধীরে বাড়ে। ব্যথাকে তেমন গুরুত্ব না দিলে তা মারাত্মক আকার ধারণ করে। লক্ষণগুলো হলো— n ব্যথাটি মূলত কনুইয়ের বাইরে এবং চারপাশে এককভাবে থাকে। n সবসময় কিংবা বিরামহীনভাবে অস্বস্তিকর ব্যথা কবজি পর্যন্ত ছড়িয়ে থাকে। n মুষ্টির দৃঢ়তা হারিয়ে যায়। n কনুইয়ের জয়েন্টের নড়াচড়ার সঙ্গে যুক্ত ছোটখাটো কাজ করলে যন্ত্রণা হওয়া এবং পেশি কঠিন হয়ে যায়। n কনুইয়ের জয়েন্টের ওপর ফুলে যায় এবং লাল হয়ে যায়। কারণ রোগটি আসলে ঠিক কী কারণে হয় তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয়, কনুইয়ের জয়েন্টের ওপর বারবার চাপ দিয়ে কাজ করলে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে টেনিস এলবো হয়। হাতের ওপরের অংশের হাড় বা হিউমেরাসের নিম্ন প্রান্তের সংযুক্ত পেশিগুলো আংশিক ছিঁড়ে গেলে, নিচের অংশের হাড় বা রেডিয়াসের লিগামেন্ট ক্ষয়প্রাপ্ত হলে, রেডিয়াস ও হিউমেরাসে অস্থিসন্ধিতে প্রদাহ হলে বা ওই সন্ধিস্থলে সরবরাহকারী রক্তনালির প্রদাহ হলে রোগটি দেখা দিতে পারে। n সবসময় মাংসপেশির সংকোচনের ফলে অস্থির আবরণীতে প্রদাহ হলে ব্যথা হতে পারে। n যেসব খেলাধুলায় ওপরের বাহুর শক্তির প্রয়োজন হয়, যেমন—টেনিস, স্কোয়াশ ইত্যাদি। n জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো এবং বাগান পরিচর্যার কাজে জড়িত ব্যক্তিদের মধ্যে ব্যথা হতে পারে। রোগ নির্ণয় এর জন্য একটি পরীক্ষা করতে হয় এবং কোন কাজগুলো করার ফলে লক্ষণ দেখা গেছে সে ব্যাপারে জানতে হবে। লিগামেন্ট ও পেশিগুলোতে কোনো ক্ষতি আছে কি না, তা নিশ্চিত করার জন্য এক্স-রে, এমআরআই ও ইলেকট্রোমায়োগ্রাফি পরীক্ষা করানো হয়। চিকিৎসা কনুইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্রাম দিতে হবে। কনুইয়ে স্প্লিন্ট বা কাস্ট ব্যবহার করতে হবে এবং হালকা গরম ও ঠান্ডা সেঁক দিতে হবে। সেঁক দিলে তা ১০ মিনিট ধরে দিনে তিন-চারবার দিতে হবে। এ ছাড়া বিভিন্ন থেরাপিও দেওয়া যেতে পারে। তবে জটিল পর্যায়ে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। লক্ষণের ওপর ভিত্তি করে টেনিস এলবো সমস্যা দূর করতে হোমিওপ্যাথিক বিধানমতেও চিকিৎসা করা যেতে পারে। লেখক: কনসালট্যান্ট, রেনেসাঁ হোমিও মেডিকেয়ার, ২৫/৩, নবাব কাটারা, নিমতলী, চানখাঁরপুল, ঢাকা।
১৯ জানুয়ারি, ২০২৪

জয়ে প্রত্যাবর্তন সুপারমম ওসাকার
২০২২ সালে সর্বশেষ টেনিস খেলেছিলেন নাওমি ওসাকা। সন্তান জন্মদানের জন্য টেনিস থেকে সাময়িক বিরতিতে যান জাপানি নারী টেনিস তারকা। গত জুলাই মাসে প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পান ২৬ বছর বয়সী তারকা। দীর্ঘ বিরতির পর টেনিস কোর্টে ফিরেই জয় তুলে নিলেন সুপারমম নাওমি ওসাকা। ব্রিজবেন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জার্মানির তামারা কোরপাশকে ৬-৩, ৭-৬ (১১/৯) সেটে হারিয়েছেন ওসাকা। ১ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াই শেষে জয় তুলে নেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা। প্যাট র‌্যাফটার অ্যারেনায় প্রায় ১৫ মাস পর টেনিস কোর্টে ফিরেন ওসাকা। প্রত্যাবর্তনের দিনে রোমাঞ্চকর এক জয়ের স্বাদ পেলেন জাপানিজ টেনিস তারকা। পরের ম্যাচে ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষেও জয়যাত্রা অব্যাহত রাখতে চান ২৬ বছর বয়সী টেনিস তারকা। তবে দীর্ঘ ১৫ মাস পর কোর্টে ফিরে বেশ নার্ভাস ছিলেন বলে জানান ওসাকা।  Putting up a W In her first match back in 15 months, @naomiosaka comes out on top against Korpatsch, 6-3, 7-6 (9)!#BrisbaneTennis pic.twitter.com/BWrAoQigft — wta (@WTA) January 1, 2024 জাপানিজে টেনিস তারকা বলেন, ‘টেনিস কোর্টে ফিরতে পেরে আমি বেশ ভালো লাগছে। আমার কাছে মনে হয় শুরুর দিকে এমন কঠিন ম্যাচ আমাকে প্রস্তুত করবে সামনের জন্য। তাছাড়া আমার সন্তান আমাকে দ্রুত উন্নতি করতে অনুপ্রেরণা জাগিয়েছে। কোর্টে ফিরে মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। আমাকে যতটা ভালবাসা দেওয়া হয়েছে, আমি তাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে চাই।’ মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিরতিতে যান ওসাকা। দীর্ঘ সময় পর্যন্ত নিজের প্রিয় র‌্যাকেটটি তুলে রাখেন ২৬ বছর বয়সী তারকা। গত জুলাইয়ে সন্তান জন্মদানের পর ব্রিজবেন ইন্টারন্যাশনাল দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা।
০১ জানুয়ারি, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় টেনিস কোর্টে খেলা বন্ধ ছিল। এতে কেউ হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ও শৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তারা।
০৫ ডিসেম্বর, ২০২৩

পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দান করলেন টেনিস তারকা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যা চলছে তা যে কোনো নৃশংসতাকেও হার মানায়। ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে প্রতিদিনই সেখানে মৃত্যুবরণ করছেন হাজার-হাজার নিরীহ মানুষ। সামরিক বাহিনীর নৃশংসতা থেকে রক্ষা পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান ও হাসপাতালও। বিশেষ করে প্রতিদিন শিশুদের মৃত্যু নাড়া দিয়ে গিয়েছে সর্বস্তরের মানুষকে। যার মধ্যে রয়েছেন তিউনিশিয়ার টেনিস তারকা ওনস জাবেউর। সম্প্রতি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) আয়োজিত ডব্লিউটিএ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওনস জাবেউর। মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চেক প্রতিদ্বন্দ্বী মার্কেতা ভন্দ্রোসোভাকে হারান তিনি। টানা দুবার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন ওনস জাবেউর। কিন্তু দুবারই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে এই তিউনিসিয়ান টেনিস তারকাকে। চলতি বছরের জুলাইয়ে তার বিপক্ষে উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসোভা। এবার সেই প্রতিপক্ষকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন জাবেউর। জয়ের পরও তার মুখে হাসি নেই। গাজায় যুদ্ধের ভয়াবহতায় তার মন কাঁদছে। তাই তো টুর্নামেন্ট থেকে পাওয়া পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে টুর্নামেন্ট জেতার পর উদযাপনের সময় কান্নায় ভেঙে পড়েন ওনস। জানান, ইসরাইলের নির্বিচার বিমান হামলায় ফিলিস্তিনি মানুষের ভয়াবহ অবস্থা তাকে বিষণ্ন করে তুলেছে। ম্যাচ জয়ের পর উপস্থাপক যখন জিজ্ঞেস করেন, খুশি লাগছে কিনা। উত্তরে ওনস বলেন, 'জয়ের জন্য আমি খুবই খুশি। তবে আমি পুরোপুরি খুশি নই। বিশ্বের বর্তমান পরিস্থিতি আমাকে খুশি থাকতে দিচ্ছে না।' এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিউনিশিয়ান তারকা। এরপর ওনস বলেন, ‘প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এটা দেখা খুবই কষ্টকর। এটা হৃদয়বিদারক। আমি আমার পুরস্কারের একটি অংশ ফিলিস্তিনের নাগরিকদের দান করতে চাই। আমি এই জয়ে খুশি হতে পারছি না। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা মানবতা। আমি বিশ্বে শান্তি চাই।’  সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত এসব সহিংসতার ঘটনা দেখার প্রসঙ্গ টেনে তিউনিসিয়ান তারকা বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’ জানা গেছে, গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৯ হাজার ৬১ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা হলো ৩ হাজার ৭৬০ জন।
০৩ নভেম্বর, ২০২৩

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যবিপ্রবির ইমরুল কায়েস
দক্ষিণ কোরিয়ায় ২৬তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (৩ সেপ্টেম্বর)। এতে অংশ নিতে বাংলাদেশের হয়ে খেলবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন।  ইমরুল কায়েস ইমন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইতোমধ্যে তিনি বাংলাদেশ দলের সঙ্গে সাউথ কোরিয়ায় পৌঁছে গেছেন।  এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো ও বাংলাদেশ দলকে সর্বোচ্চ পজিশনে নেওয়ার চেষ্টা করবো  উল্লেখ্য, আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এ লড়ায়। আসরে বাংলাদেশ দলের ৮জন খেলোয়াড় অংশ নিয়েছেন। তাদের চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়। এরা হলেন মুহতাসিম আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন ও নাফিজ ইকবাল, সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ, রহিমা আক্তার ও খৈ খৈ সাই মারমা। চ্যাম্পিয়নশিপের সাতটি ইভেন্টের সবগুলোতে অংশ নেবে বাংলাদেশ। সাতটি ইভেন্ট হচ্ছে ছেলেদের দলগত, নারী দলগত, ছেলেদের একক, নারী একক, ছেলেদের দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপকে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব হিসেবেও ধরা হয়। গতবার কাতারে এশিয়ান টিটিতে ভালো করে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার টিকিট পেয়েছিল বাংলাদেশ।  
০৩ সেপ্টেম্বর, ২০২৩
X