স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা রেখে এশিয়ান টিটিতে রামহিম

রামহিম লিয়ন বিম। ছবি : সংগৃহীত
রামহিম লিয়ন বিম। ছবি : সংগৃহীত

দেশের জন্য খেলাধুলা করতে কতই না ত্যাগ স্বীকার করতে হয় খেলোয়াড়দের। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ-আহল্লাদ ত্যাগ করতেই জনপ্রিয়তা অর্জন করেন। এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ত্যাগের অনন্য এক নজির গড়েছেন বাংলাদেশের জাতীয় টিটি চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন জাতীয় টিটি চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম। তবে পরীক্ষার মাঝপথেই দক্ষিণ কোরিয়ার ইনচোনে অনুষ্ঠেয় এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গতকাল (১ সেপ্টেম্বর) দেশ ছেড়েছেন এই টিটি খেলোয়াড়।

আগামী ৩-১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচোনে অনুষ্ঠিত হবে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন রামহিম। এ ছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষ চারে থেকে জাতীয় দলে আছেন এই টিটি খেলোয়াড়। তবে এইচএসসি পরীক্ষার মধ্যে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ায় পড়ালেখার চেয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে খেলাকেই বেছে নিলেন রামহিম লিয়ন বিম।

প্রত্যেক শিক্ষার্থীর একাডেমিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এইচএসসি পরীক্ষা। তবে দেশের জন্য খেলতে গেলে পরীক্ষা বাদ দিতেও কার্পণ্য করেন না খেলোয়াড়রা। তেমনি নজির গড়েছেন দেশের জাতীয় টিটি চ্যাম্পিয়ন রামহিম। পরীক্ষা বাদ দিয়ে কোরিয়ায় এশিয়ান টিটিতে অংশগ্রহণ প্রসঙ্গে রামহিম বলেন, ‘এইচএসসি পরীক্ষা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে দেশের জন্য খেলাটাও গুরুত্বপূর্ণ। আমি দলের থাকলে শক্তিমত্তা বাড়বে। তাছাড়া এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো পয়েন্ট অর্জন করতে পারলে বিশ্ব ও কমনওয়েলথ টিটিতে অংশগ্রহণ করা যায়। তাই আগামী বছর বাকি পরীক্ষাগুলো দেওয়ার পরিকল্পনা করেই কোরিয়া যাচ্ছি।’

বাংলাদেশের টেবিল টেনিস অঙ্গনে বিতর্ক রয়েছে রামহিম পরীক্ষার জন্য এশিয়ান টিটিতে যেতে চাননি। ফেডারেশনের কর্মকর্তাদের চাপেই যেতে বাধ্য হয়েছেন এই টিটি খেলোয়াড়। বাংলাদেশ টিটি ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর বলেন, ‘টিটি ফেডারেশন খেলার পাশাপাশি পড়ালেখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। রামহিমের সঙ্গে আমরা আলোচনা করেছি। সে প্রতিযোগিতার গুরুত্ব এবং দেশের কথা ভেবেই কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এবারের এশিয়ান টিটিতে বাংলাদেশ থেকে ৪ জন নারী ও ৪ পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে এক বছর পর জাতীয় নারী টিটি দলে ফিরেছেন সোমা ও মৌ৷ এই প্রতিযোগিতায় একক, দ্বৈত, মিশ্র ও দলগত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় টিটি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

১০

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

১১

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

১২

মিউনিখ বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, আতঙ্কে ফ্লাইট বাতিল

১৩

গর্ভাবস্থায় কী খাবেন, কী খাবেন না? যা বলছেন পুষ্টিবিদ

১৪

শাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা

১৫

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

১৬

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের বিস্ফোরক পোস্ট 

১৭

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

১৮

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৯

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

২০
X