মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, হাসপাতালে পুলিশ কর্মকর্তা
ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। রোববার (১৯ মে) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় এসআই হিসেবে কর্মরত। সোমবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী। পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলেন এসআই আরিফ হাসান। মহাসড়কের সাভারের জাদুরচর এলাকায় পৌঁছলে একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আরিফের বরাত দিয়ে তার ছোট ভাই মো. তারেক হোসেন জানান, স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরিফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়ে। প্রাইভেটকারটি তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তানিয়া মারা যান। বর্তমানে আরিফ চিকিৎসাধীন আছেন। সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় এসআই আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে কিন্তু কর্মসূত্রে তিনি ঢাকায় থাকতেন। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।
৯ ঘণ্টা আগে

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২
কুমিল্লার চান্দিনায় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ ও একই গ্রামের মো. শাহজালাল।  স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপভ্যান দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজনে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসছিলেন। উদালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জ সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের জুয়েল মোল্লা, কড়িগ্রাম এলাকার রেপতি সরকারের ছেলে বাবুল সরকার ও সদরের গোহাটা বটতলা এলাকার পিনাকী রঞ্জন দাস। স্থানীয়রা জানান, শনিবার রাতে মোটরসাইকেলে করে জুয়েল, পিনাকি ও বাবুল কাশিয়ানী থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন। হরিদাসপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে সেতু ডিলাক্স নামের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা নেওয়ার পথে পিনাকি ও বাবুল মারা যান।  গোপালগঞ্জ ভাটিয়া পাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা এসে জানতে পারি, দ্রুতগতিতে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুরে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি বাস। এ সময় তিনজন গুরুতর আহত হন। আহদের হাসপাতালে নিয়ে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অন্য দুজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।   তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তদন্তপূর্বক  আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯ মে, ২০২৪

বান্দরবানে যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, বেতার যন্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় কেএনএফের সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ভাঙচুর এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে। রুমার ঘটনার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’ জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে দু’দিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান সোনালী ব্যাংক ম্যানেজার। এরই পরিপ্রেক্ষিতে ২ উপজেলায় ৯টি মামলা হয়। কেএনএফকে দমনে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ অভিযানে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ পর্যায়ক্রমে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মে, ২০২৪

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২
রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। নিহতরা হলেন ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক চাকমা (৫০) ও পাশের দুদুকছড়া গ্রামের ধন্যমনি চাকমা ওরফে নভেল চাকমা (৩২)। বিদ্যাধনের বাড়ি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামে বলে স্থানীয়রা জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা স্থানীয় ধন্যমনি চাকমাকে নিয়ে হারিকাটা গ্রামের সুচেন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। ওত পেতে থাকা ছয় থেকে সাতজন সশস্ত্র দুর্বৃত্ত সুচেনের বাড়িটি ঘিরে ফেলে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙামাটির সংগঠক সচল চাকমা এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন। তবে জেএসএসের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শঙ্কর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসের কোনো কার্যক্রম নেই। এটা তাদের (ইউপিডিএফ) অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপকর্মের দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। লংগদু থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বলেন, গুলিতে দুজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
১৯ মে, ২০২৪

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জ শহরতলী হরিদাসপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ সময় দুই আরোহী আহত হয়। নিহত মোটরসাইকেল চালক কাশিয়ানী উপজেলার পুইশূর ইউনিয়নের পুইশুর গ্রামের আ. আলী মোল্লা ছেলে জুয়েল মোল্লা। শনিবার (১৮ মে) রাত সাড়ে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের হরিদাসপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহরের গোহাটা বটতলা এলাকার কানাইলাল দাসের ছেলে পিনাকী রঞ্জন দাস ও কাশিয়ানী উপজেলা কুড়িগ্রাম এলাকার   রেপতি সরকারের ছেলে বাবুল সরকার আহত হয়। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে জুয়েল দুই আরোহী পিনাকি ও বাবুলকে সঙ্গে কাশিয়ানী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো তারা। শহরতলী হরিদাসপুর নামক এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সেতু ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ  ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক  মোটরসাইকেল চালক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এবং ওপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন। গোপালগঞ্জ ভাটিয়া পাড়ার হাইওয়ে থানার এসআই মাহমুদ জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে জানতে পারি দ্রুত গতিতে দুইটি যাত্রীবাহী বাস পাল্লা দিয়ে চলছিল। এমন সময় হরিদাসপুর নামক স্থানে আসলে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত জুয়েল মোল্লা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৯ মে, ২০২৪

নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় স্কুলছাত্র নিহত
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ পরিবহন পাওয়ার টিলারের চাপায় রিয়াদ হোসেন বাপ্পি (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নে উত্তর কচ্ছপিয়া গ্রামে বাঁধের হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী উত্তর কচ্ছপিয়া গ্রামের রেজোয়ানুর রহমান রিজনের ছেলে এবং পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন বাপ্পী সকালে বাড়ির পাশে বাঁধের হাটে আসছিল। হঠাৎ মাটি পরিবহনকারী বেপরোয়া গতির একটি পাওয়ার টিলার বাপ্পীকে চাপা দেয়। পাওয়ার টিলারের চাপায় ঘটনাস্থলেই বাপ্পী নিহত হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ অবৈধ পরিবহন পাওয়ার টিলারের বেপরোয়া চলাচলের বিষয়ে প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তারা অভিযোগ করে বলেন, পাওয়ার টিলারগুলো শুধু জমি চাষের কাজে ব্যবহারের অনুমতি থাকলেও কেউই তা মানছে না। পাওয়ার টিলারগুলো বেশিরভাগ ব্যবহার হচ্ছে অবৈধভাবে মাটি পরিবহন, ইটভাটায় কাঁচা গাছের জ্বালানি পরিবহন, গাছের গুঁড়ি পরিবহনসহ নানা কাজে। এ ঘটনা চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউসার আলম ভূঁইয়া বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ মে, ২০২৪

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩ ফিলিস্তিনি
গাজায় টানা আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  গাাজর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৮৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০৫ জন।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ হাজার ৩৬৬ জন।  এর আগে জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম বলেছেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখ লাখ ফিলিস্তিনি। এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তা বন্ধের কোনো দৃশ্যমান কোনো লক্ষণ নেই। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা কমার কোনো লক্ষণ নেই। ছোট্ট এই উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে দিনরাত বোমা ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি রাফাহ সীমান্তে সামরিক তৎপরতাও জোরদার করছে ইসরায়েল। 
১৮ মে, ২০২৪

ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্য মনি চাকমা। স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটির সংগঠক সচল চাকমা এক বিব্রতিতে নিহতদের নিজেদের কর্মী সমর্থক দাবি করে ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসের কোনো কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপর্কমের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে। লংগদু থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে দুজন নিহতের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে গেলে ঘটনার সত্যতা এবং বিস্তারিত জানা যাবে। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, শনিবার সকালে লংগদুতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ মে, ২০২৪

ধান কাটা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইউনুস আলী (৬০)। তিনি শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা।  শনিবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার খোর্দ্দ বনগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে ৭টার দিকে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার আলী ও তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় ইউনুসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, সকালে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ইউনুস আলী জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।  তিনি আরও জানান, নিহত ইউনুস আলী ও মুক্তার আলী একে অপরের আত্মীয়। সম্পর্কে বেয়াই। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৮ মে, ২০২৪
X