হাটহাজারীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ৪
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ফাটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। এ সময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং রেলগেট রাস্তায় আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছিল। বেলা সাড়ে ১১টায় ও বেলা আড়াইটার দিকে দু’দফায় উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় ও জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ছোটভাই শাহাদাত সুমনসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্সপেক্টর মোল্লা জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল দুপক্ষকে থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে পুলিশ, ডিবি ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ ও নির্বাচনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক থাকলেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেখানে স্ট্রাইকিং ফোর্স, পুলিশ, ডিবি ও বিজিবি কাজ করছে।
১৩ ঘণ্টা আগে

উপজেলা নির্বাচন / ভোটকেন্দ্র দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
রাজশাহী দুর্গাপুরের একটি ভোটকেন্দ্র দখল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালপুর গ্রামের ঘোড়া প্রতীকের আহত সমর্থক মো. আমজাদ হোসেন (৪৬) মো. আছের প্রামানিক (৪০), মো. শহিদুল ইসলাম (৩৬) ও মো. মিঠুন আলী (২৬)। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের আহত সমর্থকরা হলেন, সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০) ও আব্দুল হাকিম (৪৫)। আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট চলাকালে একদল লোক ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক মোবাইল ফোনে জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
১৯ ঘণ্টা আগে

বৃষ্টির পানি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২১
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পূর্বশত্রুতার জেরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত বর্তমান ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মে ) সকালে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের পোলভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হরিণাকুন্ডু থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতরা হলেন পোলভাতুড়িয়া গ্রামের হাশেম কাজী, তার ভাই হাশর কাজী, একই বাড়ির করিম, পানু, আব্দুল লতিফ, রাহুল, আব্দুল গণি, বজলু, রেশমাসহ আরও ১২ জন। আহতদের মধ্যে নয়জনকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আহত হাসেম কাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  স্থানীয়রা জানান, গত শনিবার (১১ মে) উপজেলার পোলভাতুড়িয়া গ্রামের আজিবর রহমানের বাড়ির বৃষ্টির পানি প্রতিবেশি সাবেক মেম্বার মশিউর কাজীর উঠান দিয়ে খালে বের করা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করে।  এর জের ধরে আজ শনিবার সকালে সাবেক মেম্বার মশিউর কাজী ও তার ভাইয়েরা বাড়ির পার্শ্ববর্তী মাঠ এলাকায় অবস্থান করে। পরে প্রতিপক্ষ আজিবর রহমানের পক্ষের লোক একই এলাকার বাসিন্দা বর্তমান ইউপি সদস্য কুরবান মেম্বারের নেতৃত্বে তার দুই ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাবেক মেম্বারের লোকজনের ওপর হামলা করে। এ সময় সাবেক মেম্বারের সমর্থক কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে ২১ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, বেশকিছু দিন আগে বৃষ্টির পানি বের করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনা নিয়ে শনিবার সকালে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেকে আহত হয়েছেন। সবাইকে উদ্ধার করে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৮ মে, ২০২৪

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় আহত ৭
ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের সমর্থকরা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) রাতে সদর উপজেলার ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের গাবখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারী-পুরুষ শিশুসহ ৭ জন আহত হয়েছে।  আহতরা হলেন, জাকির তালুকদার (৪৫), মনির তালুকদার (৩৫), বাপ্পারাজ (২৮), সুমি বেগম (২৬), জাকারিয়া (৩) সহ ৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন, ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম। নুরুল আমিন খান সুরুজের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খান আরিফুর রহমানের আনারস প্রতীকের পক্ষে প্রচারে অংশ না নিয়ে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রচারে অংশগ্রহণ করায় তারা আমাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির তালুকদার ও জাকির তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। বাকিদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর আগে গত ১৪ মে আমাদের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে তারা।  এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের নুরুল আমিন খান সুরুজ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান আরিফুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে আমার কর্মীদের আহত করেছে। আমার নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ না করলে বাড়ি ঘরছাড়া করার হুমকি দিচ্ছে। অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, আমি সেখানে ছিলাম না। কারা এ হামলা করেছে তা আমি জানি না।  ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
১৮ মে, ২০২৪

লৌহজংয়ে নির্বাচনী মিছিলে প্রতিপক্ষের হামলায় আহত ২১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সমর্থকদের মিছিলে হামলা হয়েছে। এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত এলাকায় এ ঘটনা ঘটে। গাওদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম শিকদারের নেতৃত্বে বড় মোকাম বাজার থেকে শোয়েবের দোয়াত-কলম প্রতীকের সমর্থনে মিছিল বের হয়। সেটি পূর্ব বুড়দিয়া হয়ে বনসেমন্ত এলাকায় পৌঁছলে প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ শিকদারের কাপ-পিরিচের সমর্থকরা লাঠিসোঁটা ও দা-বঁটি নিয়ে হামলা চালায়। গাওদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে স্বপন হাওলাদার, সুমন হাওলাদার, রাজীব হাওলাদার, উজ্জ্বল বেপারী, জোনায়েদ হাওলাদার, সেলিম মেম্বারসহ ২৫ থেকে ৩০ জন এ হামলা চালায়।
১৮ মে, ২০২৪

মহাসড়কে হঠাৎ গুলি, নারী আহত
বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছেলেকে নিয়ে অটোরিকশায় শহরের ভাড়া বাড়িতে ফিরছিলেন জুলেখা খাতুন। পথে শাজাহানপুরের জোড়া এলাকায় হঠাৎ গুলিতে আহন হন তিনি।  বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে গুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখা খাতুন (৪০) শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী-সন্তানসহ বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জুলেখা খাতুনের ছেলে জাকির হোসেন জানান, তারা গোহাইল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়া শহরে আসছিল। অটোরিকশায় চালকসহ তারা তিনজন ছিল। বেলা তিনটার দিকে বিপরীতমুখী চারটি মোটরসাইকেলে আটজন যুবক অটোরিকশাটিকে অতিক্রম করার সময় আকস্মিকভাবে একটি গুলি করে। গুলিটি তার মায়ের মুখে বাম পাশে ঠোঁটের নিচে বিদ্ধ হয়। এতে তার দুইটি দাঁত ভেঙে যায়। পরে আহত মাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। গুলি বা অন্য কোনো কিছুর আঘাতে ওই নারী আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এক্সরে করার পর চিকিৎসকের বরাত দিয়ে বিস্তারিত বলা যাবে।  
১৬ মে, ২০২৪

সুনামগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ২৬ জন আহত
সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে ৭ শিশুসহ ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকায়  কুকুরের আক্রমণের ঘটনাটি ঘটে।  আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুর। পরে দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা কুকুরটিকে হত্যা করে। স্থানীয় ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার নারী ও শিশুসহ প্রায় ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। তাদের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ে আহতদের কারো হাত, পা ও মুখ ক্ষত হয়েছে।  আহতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩), তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), একই ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের পরভেজ মিয়া ( ১২), রফিক নুর (১৮), তাসিন (৮), চিরশ্রী (৪), আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬), বায়তুল (২৫), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আশ্বাদ নুর (৬০), সনীল দাস (৬৫), টিটন (৪০)। তাদের মধ্যে গুরুতর আহত স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও তাদের রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ মে, ২০২৪

কক্সবাজারে গাড়িতে গুলি, পুলিশ সদস্য আহত
কক্সবাজারের মহেশখালীতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত। মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত মনির আহমদ (২৮) মহেশখালী থানার মাতারবাড়ি ফাঁড়িতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের বন্দুকধারী একটি দল মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের দারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল। তারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।  এদিকে ডাকাতির শিকার হওয়া মিজবাহ উদ্দীন মঈন, রহুল আমিন বলেন, ১০-১২ জন ডাকাত আমাদের বন্দুক দেখিয়ে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে ডাকাতি করেছে বলে শুনেছি। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে ডাকাতির খবর পেলে টহলকারী পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশের গাড়ি দেখতে পেয়ে তা লক্ষ্য গুলি করে। পরে তারা চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায়। এতে এক পুলিশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ডাকাতদের ধরতে চিংড়ি ঘেরসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। 
১৫ মে, ২০২৪

কর্ণফুলী টানেল অ্যাপ্রোচ সড়কে দুর্ঘটনায় শিশুসহ আহত ৫
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অ্যাপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টানেল অ্যাপ্রোচ সড়কের বৈরাগ গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, রায়হান, শরীফ, ইয়াসমিন আকতার ও সিএনজিচালক খোরশেদ আলম। আহত চারজন একই পরিবারের সদস্য এবং স্থানীয় বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে একটি মাইক্রোবাস টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার বৈরাগ গোলচত্বর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, মঙ্গলবার সকালে টানেল সড়কে একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি দুটি উদ্ধার করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মে, ২০২৪

ঝালকাঠিতে পথসভায় হামলা চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৫
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের পথসভায় হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কীর্তিপাশা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সুলতানসহ ১৫ জন। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ খানের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সুলতান হোসেনের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কীর্তিপাশা মোড়ে সুলতান হোসেনের একটি নির্বাচনী পথসভা চলছিল। রাত ৮টার দিকে হঠাৎ সেখানে কে বা কারা হামলা চালায়। প্রথমে মারধর করা হয় সুলতানকে, এরপর চেয়ার ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে উপস্থিত সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জনকে আহত করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি পাহারায় সুলতানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক নাইম জানান, সুলতান হোসেন বাঁ কাঁধ ও মাথায় আঘাত পেয়েছেন। হামলায় আহত অন্যরা হলেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, ডিবিসি নিউজের অলোক সাহা, আমাদের বার্তার প্রতিনিধি কামরুজ্জামান সুইট, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রেজভী, সুলতান হোসেন খানের সমর্থক কেএস জাহিদ, মনির খান, রুবেল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মিলু। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় সুলতান হোসেন খানসহ আহতদের সদর হাসপাতালে নিয়ে যান। হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলেন, ‘কারা এ হামলা করেছে, তা আমি জানি না। আমি সেখানে ছিলাম না।’
১৫ মে, ২০২৪
X