দোকান থেকে শুধু আইফোন চুরি করে সে
সাধারণ কোনো মোবাইল ফোন নয়, দোকান থেকে শুধু আইফোন চুরি করে মো. রাসেল ওরফে সাগর (২৮)। বসুন্ধরা সিটির বিভিন্ন মোবাইল ফোনের দোকানে ঢুকে ক্রেতা সেজে আইফোন চুরি করে থাকে। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে পুলিশের হাতে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সাগর শুধু আইফোন চুরি করে। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়। তার মূল টার্গেট বসুন্ধরা শপিংমলের মোবাইল ফোনের দোকানগুলো। এসব দোকানে ফোনও প্রচুর থাকে, আবার ভিড়ও থাকে। এমন ভিড়ে ক্রেতা সেজে দোকানে ঢোকে সাগর। এরপর অন্য ক্রেতার চাপে বিক্রয়কর্মী একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যায়। ওসি আরও বলেন, বৃহস্পতিবারও ক্রেতা সেজে ‘অ্যাপল গ্যাজেট’ নামে একটি দোকানে যায় সাগর। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন বিক্রয়কর্মী। পরে তাকে আটক করা হয়। অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে সাগরের বিরুদ্ধে।
১৮ মে, ২০২৪

আইফোন না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা
কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসী বাবা আইফোন কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মো. মৃদুল নামে এক কিশোর। বুধবার (১৫ মে) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মো. মৃদুল গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে।  মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করে যাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে  তিনি বলেন, রাতে মৃদুল ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে আর এ দুনিয়ায় নেই। সে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা মাদ্রাসায় পড়ত। কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়ে আসছিল। তার বাবা প্রবাসে অসুস্থ থাকায় বলেছেন এখন আমি অসুস্থ, সুস্থ হয়ে কয়েকদিন পরে তোমার জন্য আইফোন পাঠাব। কিন্তু ভাগিনা মৃদুল আর অপেক্ষা করল না, অভিমান করে মঙ্গলবার ১৪ মে) রাতে নিজ শোয়ার রুমে ফাঁস দিল।  গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে ওই কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ মে, ২০২৪

আইফোন ভেঙে ভক্তকে গ্লাভস দিয়ে আলোচনায় মিচেল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলের) ৫৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে সহজেই জয় তুলে নেয় এবারের আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে অবশ্য চেন্নাইয়ের জয় ছাঁপিয়ে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে চেন্নাইয়ের ব্যাটার ড্যারিল মিচেলের একটি শটে সমর্থকের গায়ে লাগা নিয়ে শুরু হয় আলোচনা। মিচেলের ওই শটে ভাঙে সমর্থকের দামি আইফোন তবে ফোন ভাঙার পর মিচেল যা করলেন তা সমর্থকদের মন জয় করে নিয়েছে। রোববার (৫ মে) হিমাচলে চেন্নাই ও পাঞ্জাবের ম্যাচের আগে অনুশীলনে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাউন্ডারি লাইনের কাছে অনুশীলনরত মিচেলের অনাকাঙ্ক্ষিত ওই শট সমর্থকের গায়ে লাগলে দুর্ভাগা ওই সমর্থক তার আসন থেকে পড়ে যান। তার হাতে থাকা আইফোনও বলের আঘাতে ভেঙে যায়। একইসঙ্গে সেই সমর্থকও আঘাত পান সামান্য। A guy got hurt and broke his iPhone during practice!!! Daz gave him his Gloves as a reward!!!⭐️ pic.twitter.com/NkfAGp8Zph — AnishCSK (@TheAnishh) May 7, 2024 অবশ্য ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই মিচেল সমর্থকের কাছে যান। তার সেই অনাকাঙ্ক্ষিত শটের জন্য সমর্থকের কাছে ক্ষমাও চান। সমর্থক ঠিক আছে কি না জানার পর তাকে নিজের ব্যবহৃত গ্লাভসজোড়া দিয়ে আসেন।  তবে সমর্থককে গ্লাভস জোড়া উপহার দিয়ে প্রশংসার সঙ্গে ট্রলের শিকারও হচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই দামি আইফোনের বদলে গ্লাভস উপহার দেওয়ায় ট্রল করছে মিচেলকে। একজন তো লিখেই দিয়েছেন ‘একটা আইফোন ভেঙে একটা গ্লাভস উপহার দিলেন! এ কেমন বিচার!’ এবারের আইপিএলে অবশ্য চেন্নাইয়ের জার্সিতে তেমনভাবে নিজেকে চেনাতে পারছেন না মিচেল। কিউই এই হার্ডহিটার ব্যাটার মাত্র একটি অর্ধশতক ও দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি                 
০৮ মে, ২০২৪

প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী
প্রেমের টানে বাংলাদেশে আসেন ইন্দোনেশীয় এক তরুণী। এখানে এসে তিনি মাদারীপুরের শিবচরের যুবক শামীম মাদবরকে বিয়ে করেন। ওই বিয়ের সাজ সাজতে পার্লারে গিয়ে আইফোন হারিয়েছেন বিদেশি এ কনে। ওই তরুণীর নাম ইফহা। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার পাকিস্তানি বিউটি পার্লারে যান তিনি। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি। বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাক ফুল পড়তে গেলে বোরকা পরা এক নারী এসে ফোনটি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম। তিনি আরও বলেন, আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশি নাগরিকের আইফোন ছিনতাই, অতঃপর...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক প্রকৌশলী রাশিয়ান নাগরিককের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকেও আটক করা হয়। পরে তা মালিকের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ছিনতাইকারী আসিফ (২০) সিরাজগঞ্জের কামারখন্দ গ্রামের মৃত আসান হাবিবের ছেলে। পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাশিয়ান নাগরিক ঢাকা থেকে ট্রেনে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দেয়। এ সময় ছিনতাইকারী আসিফ রাশিয়ান নাগরিকের হাত থেকে আইফোন ছিনিয়ে দৌড়ে পালিয়ে যান। ভুক্তভোগী ওই দিনই ঈশ্বরদী থানায় জিডি করেন। রাশিয়ান ওই নাগরিক বলেন, ‘ফোনে খুবই গুরত্বপূর্ণ কিছু কাগজপত্র থাকায় খুবই দুঃশ্চিন্তার মধ্যে ছিলাম। থানায় এসে অফিসারের আন্তরিকতা এবং ফোনটি ফেরত পেয়ে অনেক আনন্দ লাগছে। অনেক ধন্যবাদ।’ কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে ছিনতাইকারীকে আটকসহ ফোনটি উদ্ধার করতে সক্ষম হই। পরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ফোনটি তার হাতে হস্তান্তর করি।
২২ ফেব্রুয়ারি, ২০২৪

আইফোন ব্যবহারকারীরা চরম নিরাপত্তা ঝুঁকিতে
ফোনে মানুষের ব্যক্তিগত অনেক কিছু থাকে। যার কারণে সবাই চায় তাদের ফোনটির নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে। এ বিষয়ে ফোন কোম্পানিগুলো নিশ্চয়তা দিলেও দু-একটি ঘটনা ঘটেই যায়।  এবার দুঃসংবাদ রয়েছে আইফোন ব্যবহারকারীদের জন্য। অ্যাপলের তৈরি আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস ও ওয়াচওএসের বেশ কয়েকটি সংস্করণে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। যা কাজে লাগিয়ে হ্যাকাররা কোড যুক্ত করে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে।  শুধু এটাই না, সাইবার হামলাও চালাতে পারে বলে সবাইকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা)।   এজেন্সির তথ্যমতে, অ্যাপলের তৈরি সব অপারেটিং সিস্টেমেই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ক্ষতির মাত্রা বিবেচনায় এটিকে ‘ভয়ংকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ‘সিভিই-২০২২-৪৮৬১৮’ নামের এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে।  জানা গেছে, নিরাপত্তাত্রুটির কারণে ‘আইওএস ১৬.২’ ও ‘আইপ্যাড ১৬.২’ ওএসের আগের সব সংস্করণে চলা আইফোন ও আইপ্যাড যে কোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে। শুধু তা–ই নয়, ‘ম্যাকওএস ভেনচুরা ১৩.১’, ‘ওয়াচওএস ৯.২’ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণ ব্যবহারকারীরও নিরাপত্তাহীনতায় রয়েছেন।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

কিসের বিনিময়ে আইফোন ফেরত দিলো বানর
ছোটবেলায় বানরের টুপি চুরি করার গল্প তো সবাই পড়েছেন। এক টুপি বিক্রেতা ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। একটি টুপি মাথায় আর বাকি টুপি পাশে রেখে। ঘুম থেকে জেগে দেখেন মাথার একটি টুপি ছাড়া বাকি টুপি উধাও। মাথার উপরে তাকিয়ে দেখেন বানরেরা টুপি পরে বসে আছে। অনেক কাকুতি, মিনতী করেও টুপি ফেরত পেতে ব্যর্থ হয়ে মাথার টুপি ছুড়ে ফেলে দিলেন। এটা দেখে বানরগুলো তাদের মাথার টুপি ছুড়ে ফেলে দিল। তখন টুপিওয়ালা টুপিগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। তবে আধুনিক যুগের বানর বেশ ধুরন্ধর ও চালাক। ঘুষ ছাড়া জিনিস হাতছাড়া করার মতো বোকামি তারা করে না! ৬ জানুয়ারি ভারতের বৃন্দাবনের শ্রী রঘুনাথজি মন্দিরে দুই চঞ্চল বানরের কীর্তি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। মন্দিরে আসা এক লোকের আইফোন চুরি করে নেয় তারা। আর আইফোন ফিরে পেতে যা করা হয়েছে, সেটি ছিল বেশ মজার। - খবর এনডিটিভি ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর দুটি বানর বসে আছে। একটি বানরের হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন আইফোনটি। ইনস্টাগ্রামে বিকাশ নামের এক ব্যক্তি সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’ ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে বানরেরা। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে। এক ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘একে বলে বিনিময়পদ্ধতি।’ আরেকজন লিখেছেন, ‘কীভাবে খাবার পাওয়া যাবে, সেই নতুন বুদ্ধি এঁটেছে বানরের দল।’ অন্য একজন লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা সেরা ব্যবসায়ী।’ কেউ কেউ বানরদের ‘চক্রান্তকারী’ ও ‘পেশাদার’ বলে মন্তব্য করেছেন।  কয়েক মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন এক নারীর ফোন ছিনিয়ে নিয়েছিল একটি বানর। দুটি ফলের বিনিময়ে ওই নারী অবশ্য তা ফেরত পেয়েছিলেন।
১৮ জানুয়ারি, ২০২৪

খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী
আইফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। গতকাল ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ফোন হারান এ অভিনেত্রী। জানা গেছে, তার আইফোনটি স্বর্ণের। গত ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। ম্যাচের টিকিট এবং স্টেডিয়ামের ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে সবই শেয়ার করেছেন তিনি। এরপরই ঘটে ফোন হারানোর ঘটনা। খবর ইন্ডিয়া টুডের। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফোন হারানোর দাবি করেন উর্বশী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হারিয়ে যাওয়া অভিনেত্রীর ফোনটি ২৪ ক্যারেট স্বর্ণের। সেটি খুঁজে বের করতে তিনি আবেদন করেছেন সবার কাছে। পোস্টে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের আসল স্বর্ণের ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখতে পান, দয়া করে সাহায্য করুন। শিগগিরই আমার সঙ্গে যোগাযোগ করুন!’ উর্বশীর ফোন হারানোর বিষয়ে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকে। কেউ কেউ করছেন বিদ্রুপ। কেউ আবার ফোন হারানোর বিষয়টি নাটক বলে উল্লেখ করেছেন। তবে উর্বশীর পোস্টে কমেন্ট করেছে আহমেদাবাদের পুলিশও। তারা মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছেন অভিনেত্রীকে।
১৫ অক্টোবর, ২০২৩

আইফোন কিনতে চুরি, কলেজছাত্র গ্রেপ্তার
পরিবারের কাছে আইফোন কেনার জন্য টাকা দাবি করেছিল কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ইমন (১৭)। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করে ইমন। পরে আরেক বন্ধুকে নিয়ে এক বাসায় চুরি করে। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে পুলিশের কাছে। গত রোববার রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা স্বর্ণ ও টাকা। গ্রেপ্তার ইমন রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ মোট ৪ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। পরে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুজনকে শনাক্ত করা হয়। ওসি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের ও ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
০৩ অক্টোবর, ২০২৩
X